৪০টি চমৎকার এডোবি ইলাস্ট্রেটর টেক্সট ইফেক্ট এবং সাথে ২টি ই-বুক ফ্রী

সবাই কেমন আছেন । আশা করি ভালই আছেন । এর আগে আমি পোষ্ট করেছিলাম ফটোশপের ২০ টি চোখ ধাধানো টেক্সট টিউটোরিয়াল নিয়ে । কিন্তু গ্রাফিক্সসের কাজের ভিতর ফটোশপের পর পরেই ইলাস্ট্রেটর এর নাম বা চাহিদা । এই জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ৪০ টি চমৎকার ইলাস্ট্রেটর এর টেক্সটি ইফেক্ট । না আজ ৪০ টি এর স্কিন সট দিলাম না । এই লিংকে ক্লিক করে আপনি টিউটোরিয়াল গুলো দেখতে হবে । এবং এর সাথে দিয়ে দিলাম এডোব ইলাসটেটরের চমৎকার দুটি ইবুক তাও আবার সম্পন ফ্রিতে ।

টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন

ডাউনলোড করুন রিয়েল ওয়াল্ড এডোব ইলাসটেটর ইবুক

ডাউনলোড করুন ফটোশপ,ইলাসটেটর,ইনডিজাইন,ড্রিমওয়েভার সি এস ৫ এর ইবুক

ভাল লাগলে কেমেন্ট করতে ভুলবেননা আর খারাপ লাগলে প্লিজ রাগারগি করবেননা ক্ষমা সুন্দর দ্রিষ্টিতে দেখবেন।

টিউনটি একি সাথে techgolpo.com  এই ব্লগে প্রকাশিত

Level 0

আমি ফরিদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজিবন একলা আমি দুক্ষ আমার জিবনের সঙ্গি । তবে যেটুকু শান্তি পাই তাই দেয় আমার কম্পিউটার ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা কি টেক্সট ইফেক্ট? ইফেক্ট হলে কি করে ব্যবহার করব বিস্তারিত বলেন।

হ্যা এগুলো টেক্সট ইফেক্ট । এগুলো করতে হলে পোষ্টের প্রথম ইমেজের লিংকে ক্লিক করে ওই লিংকে প্রবেশ করুন তারপর সেখানে ৪০ টি টেক্সট ইফেক্ট দেখতে পাবেন । ওই খান থেকে আপনার যেটি পছন্দ ওইটাই ক্লিক করলে টিউটোরিয়াল টি চলে আসবে তার পর এডব ইলাসটেটর সফটওয়ার ওপেন করে নিদেশ মত কাজ করলে আপনি ইফেক্ট গুলো করতে পারবেন । তাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান।

৪০ টি চমৎকার এডোব ইলাসটেটর টেক্সট ইফেক্ট সাথে দুটি ইবুক ফ্রি

আপনার শিরোনাম টি হবে এমন
৪০টি চমৎকার এডোবি ইলাস্ট্রেটর টেক্সট ইফেক্ট এবং সাথে ২টি ই-বুক ফ্রী।

কিছু মনে করবেন না।ধন্যবাদ।

ebook গুলো কি বাঙলা?