চোখ ধাধানো ২০ টি ফটোশপ টেক্সট ইফেক্ট

সবাই কেমন আছেন । টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন । আমি টেক টিউনসে আছি অনেক দিন ধরে কিন্তু আমার এ পযন্ত কোন টিউন করা হইয়ে ওঠেনি । অনেক সাহস নিয়ে আজ করলাম । আশা করি সবাই ক্ষমা সুন্দর ‍দ্রিষ্টিতে দেখবেন কারন এটাই আমার প্রথম টিউন । আজ আপনাদের কাছে নিয়ে আসছি ফটোশপের ফাটাফাটি চোখ ধাধানো কিছু টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল । যারা গ্রাফিক্স এর কাজ করে আশা করি তাদের খুব কাজে লাগবে । তবে গুগলে খোজ করলে এরকম অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে । কিন্তু যারা এতটা যানেনা তাদের জন্য আমার এই টিউন টি কাজে লাগবে ।

তবে শুরু করা যাক

১. ফটোশপ গ্রাস টেক্সট ইফেক্ট

২. লাইট গ্লোয়িং টেক্সট ইফেক্ট

৩. লাইট এন্ড সেডো টেক্সট ইফেক্ট

৪. ট্রাসপারেন্ট গ্লাস টেক্সট ইফেক্ট

৫. ফটোশপ গোল্ড টেক্সট ইফেক্ট

৬. ফটোশপ বরফ টেক্সট ইফেক্ট

৭. ফটোশপ ফায়ার টেক্সট ইফেক্ট

৮. ফটোশপ উড টেক্সট ইফেক্ট

৯. ফটোশপ কারটুন/কমিক্স স্টাইল টেক্সট ইফেক্ট

১০. ফটোশপ বি মুভি টেক্সট ইফেক্ট

১১. ফটোশপ স্টাইলিস টেক্সট ইফেক্ট

১২. ফটোশপ মুন সাইন টেক্সট ইফেক্ট

১৩. ফটোশপ ‍ স্মুথ গ্লাস পানি টেক্সট ইফেক্ট

১৪. ফটোশপ বাবল টেক্সট ইফেক্ট

১৫. ফটোশপ টারফ টেক্সট ইফেক্ট

১৬. ফটোশপ স্প্রে পেন্ট টেক্সট ইফেক্ট

১৭. ফটোশপ রেট্রো টেক্সট ইফেক্ট

১৮. ফটোশপ পেইন্ট টেক্সট ইফেক্ট

১৯. ফটোশপ রিফ্লেক্টিভ লিকুইড টেক্সট ইফেক্ট

২০. ফটোশপ ক্রোম এন্ড আইরন টেক্সট ইফেক্ট

টিউনটি একি সাথে এই  techgolpo.com  ব্লগে প্রকাশিত

Level 0

আমি ফরিদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজিবন একলা আমি দুক্ষ আমার জিবনের সঙ্গি । তবে যেটুকু শান্তি পাই তাই দেয় আমার কম্পিউটার ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্প্রে পেন্ট টেক্সট ইফেক্ট টা ভাল ।

ধন্যবাদ আপনাকে সাজ্জাদ ভাই

সুন্দর হয়েছে,কিন্তু একটা প্রশ্নঃ আমার চোখ তো ধাধাইলো না। :((

Level 0

nice

ভাল কিন্তু পড়ার চেয়ে ভিডিও ভাল কারন ভিডিওতে সময় অনেক কম লাগে। এরকম ভিডিও থাকলে শেয়ার করতে পারেন।

এর পরে চেষ্টা করব