Universe Image Creator : ফটোশপ প্লাগইন (রিয়েলিষ্টিক স্পেস দৃশ্য তৈরী করুন কয়েক সেকেন্ডে )

আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর রাত্রিকালিন আকাশের দৃশ্য , স্পেস দৃশ্য , গ্যালাক্সির দৃশ্য , ষ্টার , গ্রহ ইত্যাদি তৈরী করে ইমেজ কম্পোজিসন করবেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার । আর সেটা পারবেন এই Universe Image Creator প্লাগইন দ্বারা । এই প্লাগইনে পাবেন নয়টি ইফেক্ট : Stars, Textured Stars, Nebula, Vortex, Lens Flare, Galaxy, Distant Star, Interstellar Gas, and Planets ।

নয়টি ইফেক্টের প্রতিটি দিয়েই আপনি তৈরী করতে পারবেন রিয়েলিষ্টিক স্পেস দৃশ্য ।

ডাউনলোড লিন্ক ( 5Mb )

User Name : king_KINK [LaTeX]

Serial : 1413302158

ডাউনলোড করার পর জিফ প্লাগইনটি এক্সট্রাক্ট করুন । Universe Image Creator ফোল্ডারটি ডাবল ক্লিক করে খুলুন ।

1

প্লাগইনস এপ্লিকেশনসটি ডাবল ক্লিক করে রান করুন ।

2

Universe Image Creator Plug-ins Setup পপআপ উইন্ডো আসবে >

3

নেক্সট বাটনে ক্লিক করুন >

4

লাইসেন্স এগ্রিমেন্ট পপআপ পপআপ উইন্ডো আসবে I accept the agreement এর আগে ক্লিক করুন >

5

তারপর নেক্সট বাটনে ক্লিক করুন >

6

Select Destination Location পপআপ পপআপ উইন্ডো আসবে , ডিফল্ট লোকেশন হলো > C:\Program Files (x86)\ Universe Image Creator Plug-ins

7

যেহেতু ফটোশপে ব্যাবহার করবো তাই আপনার ফটোশপ লোকেশন ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে > আমি এখানে আমার “F” ড্রাইভে ফটোশপ সিএস-৬ ইনষ্টল করেছি তাই সেখানে গিয়ে >

8

এরো চিন্হ ক্লিক করে প্রসারিত করুন > তারপর আবার Adobe Photoshop CS6 (৩২বিট) ফোল্ডার এর আগে এরো চিন্হ ক্লিক করে প্রসারিত করুন>

9

প্রসারিত হলে Plug-ins ফোল্ডারটি ক্লিক করে সিলেক্ট করুন >

10

তারপর ওকে তে ক্লিক করুন >

11

তারপর নেক্সট >

12

আবার নেক্সট >

13

এরপর ইনষ্টল বাটনে ক্লিক করুন >

14

ইনস্টল প্রক্রিয়া শেষ হলে Finish বাটনে ক্লিক করে ইনষ্টল প্রক্রিয়া শেষ করুন ।

15

16

ফটোশপ খুলুন ।

17

মেনুবারে গিয়ে File > New ক্লিক ।

18

New পপআপ উইন্ডো আসলে চিত্রের মতো সেটিংস সেট করে ওকে করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।

19

20

মেনুবারে গিয়ে View > Fit on screen

নতুন একটি লেয়ার নিন । লেয়ার প্যালেটে গিয়ে Create a new layer বাটনে ক্লিক করুন । নতুন লেয়ার তৈরী হবে ।

21

এবার মেনুবারে গিয়ে Filter > Universe > নয়টি অপশনসের যে কোনোটি ক্লিক করুন ডায়ালগ বক্স আসবে সেখানে আপনি আপনার ডায়ালগ বক্সের যে কোনো মান সেট করে তৈরী করতে পারবেন আপনার তৈরী Universe Image

আমি এখানে Filter > Universe > Planet

22

ইফেক্ট টি উদাহরণ হিসাবে দেখিয়ে দিলাম বাকি কাজ গুলো আশা করি পারবেন ।

Planet ইফেক্ট পপআপ উইন্ডো আসলে

23

রেজিষ্টার বাটনে ক্লিক করে প্লাগইনটি রেজিষ্টার করে নিন ।

24

রেজিষ্টার পপআপ উইন্ডো আসলে User Name : king_KINK [LaTeX]

User Key : 1413302158

টাইপ করার পর ওকে তে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।

25

এরপর Planet ডায়ালগ বক্সের যে চারটি ট্যাব দেখতে পাবেন প্রত্যেকটিতে ক্লিক করে আপনি আপনার সেটিংস সেট করে ওকে তে ক্লিক করলে রেন্ডারিং হবে , রেন্ডারিং হওয়ার পর ডকুমেন্টে পেয়ে যাবেন আপনার তৈরী প্লানেট ।

26

27

28

29

আশা করি আপনাদেরকে একটা নূন্যতম ধারনা দিতে পেরেছি । বাকি কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন ।

Stickman

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল হইসে++++++

Level 0

Adobe photoshop 8, 9 এ হবে কিনা জানাবেন ?

@sufi:
ধন্যবাদ কমেন্টের জন্য ………

i successfully done. thank you for share.

Level 0

এটা portable version-এ কিভাবে use করব ?