Google Instant Index Api Key Setup

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

হ্যালো প্রযুক্তিবাসী আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো বর্তমান ব্লগিং জগতের সবচেয়ে বড় সমস্যার সমাধান নিয়ে। তো বর্তমানে ব্লগিং বা ওয়েবসাইট দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনডেক্সিং। গুগল আপডেট আনতে আনতে তাদের সিস্টেম এতই কঠিন করেছে যে ওয়েবসাইট / টিউন ইনডেক্স করতে গিয়ে ঘাম ঝড়ে যায়।

 

আজ আমি আপনাদের শিখাবো কিভাবে Instant index Api Key Setup করে আপনার ওয়েব সাইটের টিউন Instant Index করাবেন। হ্যাঁ ঠিক ই শুনেছেন এই Setup এর মাধ্যমে আপনি আপনার সাইটের টিউন পেজ Google Instant Index করতে পারবেন।

 

 

 

ফেসবুকে দেখলাম অনেকেই এই সাধারণ কাজের জন্য অনেক টাকা চেয়ে বসছে। আসলে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এই সাধারণ কাজ গুলো অনেক বেশি টাকা খরচ করে করিয়ে নেই। তো আজ আমরা এই Instant Index Api Key Setup সম্পর্কে জানবো এবং লাইভ শিখবো যে কিভাবে করতে হয় এই Setup প্রসেসটা।

 

আমরা Instant Index Api Key Setup এর কাজগুলো কয়েকটি ধাপে সম্পন্ন করবো এতে আমারও বুঝাতে সহজ হবে এবং আপনারাও সহজেই বুঝতে পারবেন এবং কাজগুলো সহজভাবে করতে পারবেন।

 

আর হ্যাঁ এই কাজটি আপনি মোবাইল এবং কম্পিউটার যেকোনো মাধ্যমেই করতে পারবেন। আর কম্পিউটার এর চেয়ে মোবাইল দিয়েই সহজ বেশি কারণ কম্পিউটার দিয়ে করতে গেলে আপনাকে বেশ কিছু স্টেপ হলো করতে হবে কিন্তু মোবাইল দিয়ে সহজেই অল্পতেই কাজ শেষ করা যাবে তবে আপনার কম্পিউটার থাকলে আপনি কম্পিউটার দিয়েই করবেন। আর আমি মোবাইল দিয়ে করে দেখাবো।

 

Full Article : https://projukty.net/instant-index-api-key-setup-in-bangla-full-tutorial/

 

Thank you 💞

Level 0

আমি নাজমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসুন মেতে উঠি প্রযুক্তির সুরে ❤️❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস