গুগলের প্রয়োজনীয় কয়েকটি সার্চ টিপস

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

গুগলকে আমরা সবাই সার্চ ইঞ্জিন হিসেবেই জানি, কিন্তু এর বাইরেও আরো অনেক কাজে আমরা গুগলকে ব্যবহার করতে পারি, এই টিউনে আমি সেসব বিষয়গুলো নিয়েই আলোচনা করব।

১. ক্যালকুলেটর
অনেক সময় আমাদের বিভিন্ন হিসাব করার জন্য ক্যালকুলেটর প্রয়োজন হয়, কিন্তু সবসময় তো আর সাথে ক্যালকুলেটর থাকে না কিন্তু মোবাইল সবসময় সাথেই থাকে, তাই হিসাব অথবা অংক করার জন্য গুগলে গিয়ে calculator লিখে সার্চ করবেন। এরপর যতখুশি অংক করতে থাকুন।

২. অনুবাদক
এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে গুগলের জুড়ি নেই, গুগল ট্রান্সলেট ব্যবহার করে ১০০টির বেশি ভাষায় অনুবাদ করতে পারবেন। এজন্য গুগলে গিয়ে translate লিখে সার্চ করবেন। এরপর অনুবাদ করার জন্য একটি টুলস চলে আসবে, সেটা দিয়ে অনুবাদ করতে পারবেন

৩. আবহাওয়া
আপনার এলাকার আবহাওয়া কিংবা পৃথিবীর যেকোন স্থানের আবহাওয়ার খবর‌ও গুগলের মাধ্যমে জানতে পারবেন, এজন্য গুগল সার্চ বক্সে লিখুন forecast এরপর দিনের যে কোন সময়ের, সপ্তাহের যে কোন দিনের আবহাওয়ার খবর‌ দেখতে পারবেন।

৪. মুদ্রা মূল্য
কত ডলারে কত টাকা হয় কিংবা কত রুপিতে কত দিনার, এসব তথ্য জানতেও গুগলের সাহায্যে নিতে পারেন। এজন্য গুগলে গিয়ে সার্চ করবেন dollar to taka এরপর বিভিন্ন দেশের মুদ্রার মূল্য জানতে পারবেন।

৫. করোনা ভাইরাস
করোনা ভাইরাসের সমস্ত পরিসংখ্যান জানতে চাইলে গুগলে গিয়ে coronavirus লিখে সার্চ করবেন। এরপর কোন দেশে কোন দিন কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন সুস্থ হয়েছে সব খবর জানতে পারবেন।

গুগলের এমন আরো সার্চ সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখুন :

Level 0

আমি মহিউদ্দিন রমজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস