হ্যালো টিউডার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর দয়ায় ভালোই আছেন।
বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর একটা টিউন।
গুগলের কয়েকটি মজার বিষয় যা আপনি জানলে আপনার নিশ্চিত ভালো লাগবে। তো চলুন কথা না বারিয়ে মুল কথায় যাওয়া যাক।
ইন্টারনেটে তথ্য বা কোন প্রশ্নের উত্তর জেনে নিতে অধিকাংশ লোকের প্রধান ভরসা গুগল। গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে সহজে প্রায় সব কিছুর উত্তর পাওয়া যায়। তাই দিনে দিনে গুগলের উপর আমাদের নির্ভরতা বাড়ছে। তবে গুগল ইঞ্জিনের শুধু তথ্য ও প্রশ্নের উত্তরই দেয়না সাথে দেয় কিছু মজাদার বিষয়।
যা হয়তো আপনি জানেন না। আমিও জানতাম না। কোন একটা কাজ করতে গিয়ে আমি এ বিষয়ে জানতে পেরেছি এবং আপনাদের জানাতে চলে এসেছি টিউন নিয়ে।
কয়েকটি টেকনিক জানা থাকলে দেখবেন কেমন উল্টাপাল্টা কাজ করে গুগল। এতে পাওয়া যায় কাজের মাঝেও কিছুটা বিনোদন।
নতুন বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এসেছি গুগলকে নিয়ে মজা করার উপায় নিয়ে একটি টিউন। বাজে কথা কম বলে টেকনিকে চলে যাই।
১. প্রথমে গুগল ওপেন করতে হবে।
তারপর সার্চ বারে টাইপ করতে হবে Do a barrel roll।
এরপর এটি সার্চ করলে দেখা যাবে গুগল উল্টে যাচ্ছে। অর্থাৎ আপনি যে পেইজটি দেখবেন সেটি অটোমেটিক রোটেড করবে। ঠিক নিচের ছবির মতো।
২. প্রথমে গুগল ওপেন করতে হবে।
তারপর গুগল সার্চ বারে লিখতে হবে Google Sphere।
তারপর সার্চ করে প্রথম লিঙ্কে ট্যাপ করবেন।
তারপর যে পেইজটি দেখাবে সেটির ফাকা জায়গায় ট্যাপ করবেন দেখা যাবে গুগলের তথ্য কিছুটা পরে গিয়ে ঘুরছে।
৩. এরপরের টেকনিকের জন্য আপনাকে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে Google gravity।
সার্চ দিয়ে প্রথম লিঙ্কে ট্যাপ করতে হবে।
তারপর যে পেইজটি দেখাবে তার নিচে ফাঁকা জায়গায় ট্যাপ করতে হবে। দেখা যাবে গুগলের তথ্য নিচে পড়ে যাচ্ছে।
৪. এই টেকনিকের জন্য আপনাকে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে askew।
এরপর আপনি যে পেইজটি দেখবেন সেটি কিছুটা বাকা দেখাবে।
৫. কখনো যদি কোন বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে গিয়ে বিপদে পরতে হয় যেমন খেলাধুলায় কে আগে ব্যাট করবে বা বল করবে এরকম একটা ব্যাপার। তো আমরা এরকম বিষয়ে টস করে থাকি। অনেক সময় আমাদের কাছে কয়েন থাকে না।
তখন আমরা টস করার জন্য অন্য উপকরন খুজতে থাকি। কিন্তু এখন চাইলেই কিন্তু গুগলে টস করা যেতে পারে। এজন্য গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে Flip a coin।
সার্চ দিলেই এসে যাবে টস করার অপশন। সত্যিকারের টস করা, কয়েনের ঝামেলায় যেতেই হবে না আপনাকে।
৬. বর্তমানে লুডো গেমটি জনপ্রিয়তা শীর্ষে স্থান পেয়েছে আমাদের দেশে। সময় কাটাতে লুডো খেলা আমাদের দেশে প্রাচীন একটি অভ্যাস।
কিন্তু লুডো খেলতে গিয়ে আমরা অনেক সময় ছক্কা যদি হারিয়ে ফেলি? কোন সমস্যা নেই, টস করার মতো ছক্কার সমস্যাও মিটিয়ে দিতে পারবে গুগল। এজন্য আপনাকে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে Roll a dice।
লিখে সার্চ করলেই গুগল এনে দেবে ছক্কা সেটি দিয়ে লুডো খেলতে পারবে তুমি। অবশ্য এখন গুগল লুডো অ্যাপ ও দিচ্ছে খেলার জন্য। তবে এখনে সেটা বড় কথা না।
৭. পরবর্তী টেকনিক দেখার জন্য আপনাকে গুগলে সার্চ বারে গিয়ে লিখতে হবে zerg rush।
লিখলেই যে পেইজটি দেখাবে সেখানে প্রথম লিংক এ ট্যাপ করতে হবে। এরপর একটি অবাক কাণ্ড ঘটবে।
আপনার রেজাল্ট পেইজে হানা দেবে অনেকগুলো ছোট ছোট ইংরেজি O বর্ণ যা চারিদিক থেকে ছড়িয়ে আক্রমন করবে আপনার সার্চ রেজাল্ট গুলোর উপর। আক্রমণ করে আপনার সবগুলো সার্চ রেজাল্ট লণ্ডভণ্ড করে দিতে থাকবে এবং একসময় সব শেষ করে GG আকার ধারণ করবে।
এ অবস্থা থেকে বাচতে চাইলে আপনাকেও নামতে হবে যুদ্ধে। মাউসের কার্সরকে বন্ধুক বানাতে হবে এবং O নামক বাহিনীর উপর হামলা চালিয়ে একে একে নষ্ট করে দিতে হবে। গুগলের বেশ মজার একটি গেম এই Zerg rush।
তো বন্ধুরা এই ছিলো আজকের টিউন। ভালো লাগলে জোসস 👍 দিতে ভুলবেন না। মন্তব্য থাকলে টিউমেন্ট 🖌️ এ জানতে ভুলবেন না।
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।