প্রতিদিন নানা কাজে আমরা গুগল ব্যবহার করি, একটি শব্দ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে হাজারটা রেজাল্ট নিয়ে হাজির গুগল। জানেন কি? শুধু শব্দ বা বাক্য নয় ছবি দিয়ে গুগলে সার্চ করা যায়। আপনি যে ছবি দিয়ে সার্চ করবেন সে সম্পর্কে তথ্য দেখাতে সক্ষম গুগল। সুপার ইন্টেলিজেন্স টেক জায়ান্ট গুগলের কাছে এটা কোন ব্যাপারই না।
আপনার সার্চকৃত যে কোন প্রশ্ন গুগল ঠিক যেভাবে আপনাকে উপস্থাপন করে তেমনি ভাবে আপনার সার্চকৃত ইমেজ ও একইভাবে আপনাকে উপস্থাপন করবে। আমরা যখন কোন জিনিস সার্চ করি সেই কিওয়ার্ড সম্পর্কিত তথ্য আগে থেকে কেউ একজন গুগলের কাছে জমা দিয়েছে। আমরা যখন সার্চ করি গুগল তখন তার ডাটাবেজের জমা থাকা সম্পর্কিত তথ্য উপস্থাপন করে। ঠিক তেমনি আপনি যে ইমেজ টি সার্চ করবেন সেটা যদি গুগলে না থাকে তাহলে আপনি দেখতে পারবেন না।
অনেক সময় এমন হয় যে এমন একটা ফটো যা আপনি যেটার নাম জানেন না, কিন্তু আপনার কাছে ফটো আছে আপনি কিন্তু সেটার সম্পর্কে ইমেজ সার্চএর মাধ্যমে জানতে পারেন।
তো চলুন দেখে নেয়া যাক কিভাবে গুগলের মাধ্যমে ইমেজ থেকে তথ্য বের করা যায় -
প্রথমে এই লিংকে প্রবেশ করুন -
(আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন অবশ্যই আপনার ব্রাউজারে ডেক্সটপ মোড অন করুন)।
ক্যামেরা আইকনে ক্লিক করুন-
এবার আপলোড এন ইমেজ থেকে ফাইল চুজ করুন এন্ড আপলোড করুন -
একটু অপেক্ষা করুন -
ব্যাস এখন দেখুন আপনার কাঙ্খিত সার্চএর রেজাল্ট। আমি যে ফটো দিয়ে সার্চ করেছি তার তথ্য দেখাচ্ছে।
এভাবে আপনি ইমেজ দিয়েও সার্চ করতে পারেন। এবং তথ্য দেখতে পারেন।
তো এই ছিল আজকের টিউন টি। ভাল লাগলে জুস দিতে পারেন ✌ ধন্যবাদ।
সৌজন্যে ইমেজ সার্চ লিংক
আমি রাহাতুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।