বর্তমান সময়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগল জনপ্রিয়তার শীর্ষে।
১৯৯৮ সাল থেকে শুরু এ পর্যন্ত গুগল অনেক প্রতিষ্ঠানের মালিক হয়েছে।
গুগল এতবড়ো একটি প্রতিষ্ঠান তার কিছু ব্যবহার ও আপনাকে অবাক করে দিতে পারে।
যেমন : ১. Askew
এটা লিখে সার্চ দিলে আপনার সার্চ রেজাল্টটি একদিকে কাত হয়ে যাবে।
২. Google in 1998
এটা লিখে সার্চ দিলে আপনার সার্চ রেজাল্টটি ৩৬০° ঘুরে আবার সোজা হয়ে যাবে।
৩.
এটা লিখে সার্চ দিলে blink লেখাটি মিটমিট করে জ্বলবে।
৪. flip a coin
এটা লিখে সার্চ দিলে টস করার জন্য কয়েন পাবেন।
৫. Roll a die
এটা লিখে সার্চ দিলে লুডু খেলার জন্য ছক্কা পাবেন।
৬. Atari breakout
এটা লিখে ইমেজ সার্চ দিলে একটা গেমস শুরু হয়ে যাবে।
৭. 241543903
এটা লিখে ইমেজ সার্চ দিলে দেখবেন কিছু মানুষ ফ্রিজে মাথা দিয়ে আছে।
এমন আরো অনেক কিছুই আছে গুগলের যা আপনাকে অবাক করে দিবে।
এই সম্পর্কে ভিডিও দেখতে চাইলে নিচের ভিডিওটি ক্লিক করুন।
আমি মহিউদ্দিন রমজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।