এইবার নিয়ে আসলাম নতুন কিছু।
বর্তমানে বেশিরভাগই দেখা যায় অ্যাড লিমিটের সমস্যাটি।
অনেক কষ্টে একটি ওয়েবসাইট এডসেন্স এপ্রুভাল করিয়ে কিছু দিন বা কিছু মাস পরই দেখা যায় সাইটের অ্যাডস লিমিট হয়ে যায়, এ সমস্যায় অনেকেই পড়ে থাকেন।
এ টিউন টি সম্পুর্ন পড়ার পরে আপনি জানতে পারবেন অ্যাডমোব বা এডসেন্সের অ্যাড কেনো লিমিট করে দেয়, এবং আপনার অ্যাডমোব বা এডসেন্সের একাউন্টটিকে অ্যাডস লিমিট থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন।
যদি এডসেন্স বা অ্যাডমুব একাউন্ট টি অ্যাডস লিমিট থাকে তাহলে কিভাবে অ্যাডস লিমিট থেকে ঠিক করবেন তা জানতে পারবেন, সুতরাং আশাকরি মনোযোগ দিয়ে পড়বেন পোস্টটি।
অনেকেই রয়েছে যারা বেশী আর্ন করার জন্য টিউনে বেশী করে অ্যাাড কোড বসায়, কন্টেন্টের চেয়ে অ্যাড বেশী হলে অ্যাডস লিমিট করে দিতে পারে।
উপরোক্ত ৪ টি কারন ছাড়াও আরো কিছু কাজ যা এডসেন্সের রুলসের বাহিরে করলে অ্যাডস লিমিট হতে পারে।
এছাড়াও অ্যাডমোবের রুলস মেনে কাজ না করলে অ্যাডস লিমিট হতে পারে।
আপনার একাউন্ট টি যদি এখন প্রযন্ত অ্যাডস লিমিট সমস্যা না হয়ে থাকে তাহলে আমি বলবো, গুগল এডসেন্সের বা অ্যাডমোবের সমস্ত রুলসগুলো, গাইডলাইনগুলো অক্ষরে অক্ষরে ফলো করুন।
তাহলে আর আপনার একাউন্টের অ্যাডস লিমিট করে দেওয়ার সম্ভাবনা থাকবেনা।
ওয়েবসাইটের অ্যাডস লিমিট হলে, প্রতিদিন বা দুএকদিন পর পর টিউন করে ওয়েবসাইটটিকে আপডেট রাখুন, আর সম্ভব হলে একজন এসইও এক্সপার্টকে দিয়ে এসইও করে সাইটে অর্গানিক ভিজিটর নিয়ে আসুন।
অ্যাডমোবের অ্যাড লিমিট হলে, নতুন অ্যাপ ক্রিয়েট প্লেস্টোরে পাবলিশ করুন।
অ্যাডস লিমিট ঠিক হতে কয়েকদিন থেকে কয়েকমাস লাগতে পারে। তবে অপেক্ষা করুন একটু এটি কোনো চিরস্থায়ী সমস্যা না।
আরো নতুন নতুন কিছু পেতে সাথেই থাকুন।
আমি নিলা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।
https://www.tipsnewsbd.com
টিউন গুলো অনেক সুন্দর আমি আপনার টিউন গুলো খূব মনযোগ সহকারে পড়ি এবং আপনার দেওয়া টিউনগুলো সাপোর্ট করি তাই আমার টিউন লেখার চেষ্টা করছি