দেখে নিন অসংথ্য সার্চ ইঞ্জিনের মধ্য সেরা ১০ টি সেরা সার্চ ইঞ্জিন

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
জোসস করেছেন

আজ আপনাদের দেখাবো সেরা ১০ টি সার্চ ইঞ্জিন

অসংথ্য সার্চ ইঞ্জিনের মধ্য সেরা ১০ টি সেরা সার্চ ইঞ্জিন।

১) গুগল (লিংক: google.com) যারা কম্পিউটার বা ইন্টারনেট এই দুটি শব্দের সাথে পরিচিত তারা গুগলের সাথেও পরিচিত। ওয়েব ডেভেলপার, ডিজাইনার এসইও বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী পর্যন্ত গুগল ছাড়া কল্পনা করা যায় না।

২) ইয়াহু (লিংক: yahoo.com) পৃথিবীর প্রথম জনপ্রিয় সার্চ ইঞ্জিন। ১৯৯৪ সালে ইয়াহুর যাত্রাশুরু। প্রথমে এটি ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট হলেও পরবর্তীতে তা সার্চ ইঞ্জিনে রুপান্তর করা হয়।

৩) বিং (লিংক: bing.com) সার্চের ফলাফলে আরও বেশী নির্দিষ্ট এবং গ্রহনযোগ্য উত্তরের জন্য বিং অনন্য। মাইক্রোসফটের অফিসিয়াল সার্চ ইঞ্জিন বিং প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।

৪) আস্ক ডট কম (লিংক: Ask.Com) আস্ক ডট কমকে মুলত ওয়েবে উত্তরদাতা বা পরামর্শ দাতা বলা যেতে পারে। এর পুরো নাম আস্ক জেভিস। ওয়েব বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তরের জন্য আস্ক ডট কম অনন্য।

৫) ডাকডাকগো(লিংক:DuckDuckGo.com) ডাকডাকগো ডট কম বিভিন্ন ক্রাউড সোর্স যেমন উইকিপিডিয়া ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে এবং ব্যবহারকারীকে তা প্রদর্শন করে। ইতোমধ্যে অনলাইন মার্কেটারদের কাছে তা জনপ্রিয়তা অর্জন করেছে।

৬) ডগপাইল(লিংক:DogPile.Com) ডগপাল সার্চ ইঞ্জিন ইয়াহু, গুগল, বিং, ইয়ানডেক্স থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীকে প্রদর্শন করে।

৭) এক্সাইট ডট কম(লিংক:Excite.Com) এক্সাইট ডট কম মুলত ওয়েবসাইটের সংগ্রহশালা। এক্সাইট ডট কম বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজস্ব ইন্টারনেট পোর্টালের মাধ্যমে সংবাদ, আবহাওয়া বার্তা ইত্যাদি প্রদর্শন করে।

৮) এন্টায়ার ওয়েব ডট কম(লিংক:EntireWeb.Com) এই সার্চ ইঞ্জিনটি আপনার প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন ধরনের ওয়েসাইটের লিস্ট প্রকাশ করে। আপনি আপনার ওয়েবসাইটটি এন্টায়ারওয়েব ডট কম এ সাবমিট ও তাদের পন্যের প্রচারনাও চালাতে পারবেন।

৯) গিগাব্লাষ্ট ডট কম(লিংক:gigablast.com) একটি ছোট এবং স্বতন্ত্র সার্চ ইঞ্জিন। বিভিন্ন ওয়েবসাইটে নিজস্ব সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়।

১০) টিউমা ডট কম(লিংক: Teoma.com) ২০০০ সালে প্রতিষ্ঠিত এই সার্চ ইঞ্জিনটি এর লিংক পপুলারিটি অ্যললগরিদমের কারনে জনপ্রিয় হয়ে উঠে পরবর্তীতে তা আস্ক ডট কমের সাথে একীভুত হয়ে যায়।

নতুন নতুন ফ্রিনেট সহ সকল নিউজ আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন - আমাদের সাইট

ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন আর টেকটিউনসের সাথেই থাকবেন।

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস