সেরা ৫ টি প্রেগন্যান্সি টেস্ট অ্যাপ সঠিক সময় সঠিক পদক্ষেপ।
আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আমি আর জে রোহান আবারো আছি আপনাদের সাথে টেকটিউনস এর নতুন আরেকটি টিউন্স নিয়ে। প্রতিটি নারীর তার শ্রেষ্ঠত্ব অর্জিত করে একজন মা হয়ে। আর মাতৃত্বই হচ্ছে একজন নারীর সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং অনেক বড়ো একটা পাওয়া। আর তাই, প্রতিটি নারী ভিষন উদগ্রীব হয়ে থাকেন তিনি প্রেগন্যান্ট হয়েছেন কিনা সেই কথাটা শোনার জন্য।
প্রেগন্যান্সি নারীদের যেমন বাইরে চলা-ফেরার অনেক কঠোর তেমনি রয়েছে সঠিক সময় সঠিক পরামর্শ প্রদান করা। তার জন্যেও রয়েছে অ্যাপ। এই অ্যাপগুলো শুধু নারীদেরকে গর্ভবতী হওয়ার খবরই জানাবে না, দেবে গর্ভকালীন সন্তানের যত্ন নেয়ার টিপস্ও। যাতে মা ও শিশু সবসময়ই থাকে হাসি খুশি।
আপনার মোবাইল ফোনে যদি একটি প্রেগন্যান্সি চেকার অ্যাপ থাকে, তবে আপনি ডাক্তারের কাছে না গিয়েও জানতে পারবেন আপনি মা হতে চলেছেন কিনা। শুধু তাই নয়, প্রেগন্যান্সি অ্যাপসগুলো আপনাকে আপনার গর্ভে আসা সন্তানের জন্য প্রয়োজনীয় বা দরকারী বিভিন্ন বিষয়ে জানিয়ে দেবে। যাতে আপনার বাবু সবসময় থাকবে খুব যত্নে। আর মাও পারবে সময় মতো তার মধ্যে বড়ো হয়ে ওঠা বাবু টার সঠিক খেয়াল রাখতে।
তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক প্রেগন্যান্সি টেষ্ট এর সেরা ৫টি প্রেগন্যান্সি অ্যাপস সম্পর্কে।
রান্নায় সুসাদ্ধু করার জন্য সেরা কিছু রেসিপি অ্যাপ যেমন রয়েছে, তেমনি রয়েছে অনাগত সন্তান সম্পর্কে জানা ও যত্ন নেয়ার সেরা কিছু প্রেগন্যান্সি টেস্ট অ্যাপ। অ্যান্ড্রয়েডের জন্যে গুগলের প্লে-স্টোর আর আইফোনের জন্যে অ্যাপলের অ্যাপ-স্টোর, উভয়টাতেই প্রচুর প্র্যাগনেন্সি চেকার অ্যাপ রয়েছে। সেগুলো থেকে বাছাই করে আমি এখানে আজ তুলে ধরবো সেরা ৫ টি প্রেগন্যান্সি টেস্ট অ্যাপ। আশা করি, এর বাইরে আপনার আর অন্য কোন প্র্যাগনেন্সি অ্যাপের প্রয়োজন হবে না।
এক নজরে প্রেগন্যান্সি চেকার অ্যাপগুলো দেখে নিনঃ
হাই মম্মি প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপ। এই প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির ইন্টারফেসটি অত্যন্ত সুন্দর। আর এই প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটি ব্যবহার পদ্ধতিও অনেক সহজ। এই অ্যাপ টির মাধ্যমে আপনি একজন গর্ভবতী মায়ের জন্য কী কী করা উচিত আর কি করা উচিত নয় সেটা খুব সহজেই জানতে পারবেন।
প্রেগলাইফ প্রেগন্যান্সির। এই প্রেগলাইফ প্রেগন্যান্সি অ্যাপটির মাধ্যমে আপনি নিয়মিত জানতে পারবেন সপ্তাহের পর সপ্তাহ আপনার শারীরিক অবস্থা সম্পর্কে। সেই সাথে আপনার গর্ভে আশাকরি না। আর এই অ্যাপ টি সম্পূর্ণ বিজ্ঞাপণ মুক্ত। তাই, যারা একেবারেই বিজ্ঞাপণ পছন্দ করেন না, তাঁদের জন্য এই অ্যাপটি সেরা তালিকায় উঠে আসবে।
প্রেগন্যান্সি ট্র্যাকার। এই প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপ টি অন্যান্য প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপগুলোর মতোই। তবে এই প্রেগন্যান্সি ট্র্যাকার টি থেকেও আপনি জানতে পারবেন আপনার গর্ভাবস্থার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। এমনকি, এই প্রেগন্যান্সি ট্র্যাকারটি আপনাকে আরো জানাবে প্রতি সপ্তাহ অন্তর অন্তর আপনার গর্ভের শিশুর বেড়ে ওঠা ও শারীরিক অবস্থা সম্পর্কে। সেই সাথে ভিডিও অ্যানালাইসি তো আছেই। এই ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমেও আপনি জানতে পারবেন গর্ভের শিশুর শারীরিক অবস্থা কখন, কেমন রয়েছে।
প্রেগন্যান্সি ট্র্যাকার +। প্রেগন্যান্সির এই প্রেগন্যান্সি ট্র্যাকার + অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য হল এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার গর্ভকালীন যাবতীয় তথ্যের পাশাপাশি এই অ্যাপ ব্যবহারকারী অন্য আরো অনেক গর্ভবতী মায়েদের সাথেও যোগাযোগ রক্ষা করতে পারবেন। এতে করে, একে অন্যের সাথে বিভিন্ন সমস্যারও সমাধান করতে পারবেন। অন্যদের সাথে পরামর্শ প্রদান করেন নিজের আরো অনেক বেশি খেয়াল রাখতে পারবেন। আর প্রেগন্যান্সি ট্র্যাকার এর মাধ্যমে মায়ের একাত্তিকতা সময় টা অনেক ভালো ভাবে কাটাতে পারবেন।
অভিয়া প্রেগন্যান্সি ট্র্যাকার। এই অভিয়া প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটি আপনাকে আপনার শিশুর বেড়ে উঠা, বিভিন্ন লক্ষণসহ গর্ভকালীন সম্পর্কে বিভিন্ন তথ্য বিস্তারিত ভাবে জানাবে। সেই সাথে, এই অভিয়া প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির মাধ্যমে আপনি এই অ্যাপ ব্যবহারকারী অন্য আরো গর্ভবতী মায়েদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আর সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে যত্নে রাখতে পারবেন।
উপরোক্ত সবগুলো প্রেগন্যান্সি টেস্ট অ্যাপস্ এর সেবাসমূহ প্রায় এক। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি কিনবা একাধিক অ্যাপ ব্যবহার করতে পারেন। এবং আপনি অথাবা আপনার স্ত্রী প্র্যাগনেন্ট কিনা সেটা খুব সহজেই জানতে পারবেন এই অ্যাপগুলো ব্যবহার এর মাধ্যমে। একই সাথে, আপনার ভালবাসার সন্তানটির যাবতীয় সব অবস্থা ট্র্যাক করতে পারবেন।
বন্ধুরা এই ছিলো আজকের টিউন। আমি আর জে রোহান এতোক্ষণ ছিলাম আপনাদের মাঝে। দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
ধন্যবাদ।
আমি আর জে রোহান। , Gaibandha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।