বর্তমানে বিভিন্ন কাজে মানুষের এখন পাসওয়ার্ডের শেষ নেই। বিভিন্ন আইডি বা কাজের সংখ্যা যতো বাড়ছে গোপন নম্বরের সংখ্যাও বাড়ছে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার নিরাপদ নয় বলে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এগুলোর মধ্য থেকে অনেক
সময় জি-মেইল আইডির পাসওয়ার্ড ভুল হয়ে যেতে পারে। কোথাও তা লেখা না থাকলে বিপাকে পড়তে হয় আমাদের।
তবে এখন আর একদম দিশেহারা হওয়ার দরকার নাই কেননা কিছু কৌশল রয়েছে যেগুলো প্রয়োগ করে জি-মেইলে প্রবেশ করা সম্ভব। হারানো পাসওয়ার্ডটি যেমন ফেরত পাওয়া যাবে, তেমনি মেইল অ্যাকাউন্ট থেকেও বিচ্ছিন্ন হতে হবে না।
এ টিউটোরিয়ালে সেটা তা তুলে ধরা হলো- ভিডিও সহ দেখুন এখানে ক্লিক করুন।
এরপর এ ঠিকানায় যেতে হবে।
তারপর I don’t know my password সিলেক্ট করে যে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি দিতে হবে।
এরপর জি-মেইল সর্বশেষ পাসওয়ার্ডটি চাইবে যদি মনে থাকে সেটি চাইপ করুন। না মনে থাকলে পরবর্তী নির্দেশনায় যেতে হবে।
এ ধাপে আপনার রিকভারি মেইল আইডি দিতে বলা হবে। ই-মেইল আইডি ওপেন করার সময় দেওয়া আইডিটিই রিকভারি মেইল। তাহলে ওই মেইলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কিভাবে পাসওয়ার্ড ফিরে পেতে পারেন। বুঝতে সমস্যা হলে ভিডিও সহ দেখুন এখানে ক্লিক করুন।
যদি মেইল আইডি ভুলে যান তাহলে ‘Verify your identity’ অপশনটি ক্লিক করতে হবে। এতে বর্তমানে চালু আছে এমন একটি মেইল আইডি দিতে হবে। এরপর জিমেইল আইডির প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন: জন্মতারিখ এবং কবে আইডিটি খোলা হয়েছিল ইত্যাদি।
তাহলে বিকল্প মেইলে আইডি উদ্ধারের বিস্তারিত তথ্য জানানো হবে।
তো সবাই ভালো থাকবেন- আমি সবুজ আহম্মেদ সুমন।
আরও পড়ুন:
1.বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার পদ্ধতি জেনে- নিন
আমি সুমন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।