টু স্টেপ ভেরিফিকেশন: অনলাইন জগতে যতগুলি মেইল সিস্টেম তার মধ্যে গুগলে জি-মেইল ই সেরা। আমাদের অতি পরিচিত, বিখ্যাত ও অতি প্রিয় গুগল কোম্পানীর এই সার্ভিসটি। আসলেই গুগল মেইল তার ইউজার –ফ্রেন্ডলীনেস ও নিরাপত্তর দিক হতে সবার থেকে এগিয়ে রয়েছে। তারপরেও কি আপনি এ জগতে নিরাপদ? গুগল তার এতগুলো নিরাপত্তা বেস্টনী দেওয়ার পরও কি আপনার জি-মেইল নিরাপদ? না এরপরও আপনি ও আপনার সাধের জিমেইল একজন হ্যাকার দ্বারা হ্যাকেংয়ের স্বীকার হতে পারে, কারণ অনলাইন জগতে হাজারো হ্যাকার, পিশার, স্পামার, স্ক্যামার যত্রতত্র তাদের ফাঁদ বিছিয়ে রাখছে আপনার তথ্য নেওয়ার জন্য। তাই সাবধান অবহেলার কারণে জিমেইল অন্যর শিকারে পরিণত হতে পারে।
আশার কথা হল গুগল তার ইউজারদের এ সকল সময় বিপদ হতে রক্ষা করার জন্য তার নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা আপগ্রেডেশন করেছে। আজকে আমরা জিমেইলেল টু স্টেপ ভেরিফিকেশন নিয়েই আলোচনা করব (ভিডিওতে দেখতে)।
প্রথমে আপনার জিমেইলে লগিন করুন তারপর এখানে ক্লিক করুন। Start Setup এ ক্লিক করুন আপনার নিকট পুনরায় জিমেইলের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।
সবকিছু ঠিক থাকলে Send codes by অপশন সিলেক্ট করে আপনি আপনার মোবাইল দিন এবং Send Code বাটনটিতে ক্লিক করুন। এখন আপনার মোবাইলে একটি কোড যাবে যে টি দিয়ে কেবল আপনিই পারবেন আপনার জিমেইলে প্রবেশ করতে অন্য কেউ নয়।
সময় হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
টিউনসটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।