ওয়েবসাইট থাকলে এখন থেকে আয় হবেই- বাংলা সাইটেও এড দেখাতে দিচ্ছে এডসেন্স -(সত্যি) || আমি নিজেও দেখাচ্ছি

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

সত্যিই বাংলা সাইটে দেখানো যাবে

অনেক জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলা সাইটে এডসেন্স এর এড দেখানোর সিদ্ধান্ত নিয়েছে গুগোল। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে গুগোল এডসেন্স এর ব্লগে (Adsense.googleblog.com) একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে যা বলা হয়েছে তা বাংলায় অনেকটা এরকম-

"আজ আমরা উত্তেজিত, Adsense supported Language এর তালিকায় বাংলা ভাষা যোগ করার ঘোষণা দিচ্ছি, এই ভাষায় বাংলাদেশ, ভারত এবং পৃথিবীর বিভিন্ন দেশের মিলিওন মিলিওন লোক কথা বলে। বাংলা ভাষার Content এর প্রতি আগ্রহ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলা কনটেন্ট এর Publisher এর জন্য এডসেন্স একটি সহজ পদ্ধতি  দিচ্ছে এবং Advertiser দেরও সহজে বাংলা ভাষার দর্শকদের কাছে Relavent এড এর মাধ্যমে পৌছানোর সুযোগ করে দিচ্ছে।"  লেখাটি পড়ুন এখান থেকে- Adsense Now Understand Bengali

এডসেন্স সাপোর্টেড ভাষার তালিকা

পৃথিবীর মোট ৪১ টি ভাষা এডসেন্স সাপোর্ট করে। এতদিন এই তালিকায় বাংলা ছিলনা, যা আমাদের এবং গুগোলের জন্য ছিল লজ্জাজনক। পৃথিবীর সবচেয়ে বেশী মানুষের ভাষা হিসেবে বাংলার অবস্থান প্রথম দশে এতে কারো সন্দেহ নেই। কিন্তু, আমরা গুগোলকে এই ভাষায় কনটেন্ট এর গুরুত্ব বোঝাতে পারিনি এবং গুগোলও এতদিন বুঝতে পারেনি। অবশেষে এই তালিকায় বাংলাও যুক্ত হলো। প্রমাণ দেখুন এখান থেকে - Languages AdSense supports  । যাই হোক এখন থেকে বাংলা সাইটের প্রকাশকদের আর এডসেন্স এর বিকল্প খুজতে হবে না বা, অবৈধভাবে কিভাবে এডসেন্স ব্যবহার করা যায় সেটা শিখতে হবে না। পুরোপুরি বৈধভাবেই ব্যবহার করতে পারবেন।

এড দেখাতে হলে যে যোগ্যতা থাকতে হবে

এডসেন্স অন্য সব এড নেটওয়ার্কের চেয়ে যে শুধু বেশী টাক দেয় তাই না, এটা অন্য যেকোন এডমিডিয়ার চেয়ে অনেক গুণ বেশী কড়া। এখানে আপনি কোন নিয়মকানুন ভঙ্গ করে পার পাবেন না। বাংলা সাইটে এড দেখাতে দিচ্ছে বলে যা ইচ্ছা তাই লিখেছেন এমন কোন সাইটে এডসেন্স এর এড ব্যবহার করতে যাবেন না, কঠিন ধরা খাবেন। আপনার সাইটের জন্য এডসেন্স এ আবেদন করার আগে ওদের পলিসি জেনে নিন- AdSense program policies । ভালো করে পড়ে দেখুন এর কোনটা কোনটা আপনি মানছেন না। যদি কোনটা না মানেন সেটা সমাধান করে তারপর এডসেন্স এর জন্য আবেদন করুন। সংক্ষেপে বলে দেই কি কি বৈশিষ্ট্য আপনার সাইটের থাকতে হবে-

১. ভূয়া ক্লিক এবং ভিজিটর থাকা যাবে না

২. অন্য কাউকে নিজের এডে ক্লিক করতে বলতে পারবেন না

৩. এডসেন্স এর Content Guidelines পুরোপুরি মেনে চলবেন

৪. কপি করা জিনিস থাকা যাবে না, কন্টেন্ট ইউনিক হতে হবে

৫. আরো অনেকগুলো আছে যেমনঃ স্প্যামিং করা যাবে না, এডাল্ট সাইটে এড দেখানো যাবে না, ভিজিটর টাকা দিয়ে আনা যাবে না, জুয়া, লটারি এই সব কনটেন্ট থাকা যাবে না।

সবগুলো মানতে পারলে আবেদন করুন। গ্রহণ করার মত বাংলা সাইট থাকলে গুগোল হয়ত গ্রহণ করবে।

এখান থেকে এডসেন্স এর জন্য Sign Up করুন

২৬ তারিখে প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকেই হয়ত খবরটা জানেন। এডসেন্স এর পলিসি মেনে চলার ব্যাপারে সতর্ক থাকবেন, ইচ্ছামত লিখে এডসেন্স এর এড দেখিয়ে আগে কেউ পার পায় নি, আপনিও পাবেন না। যেকোন তথ্যের জন্য আমার বা, অন্য কারো কোনো কথাই বিশ্বাস করবেন না, উপযুক্ত তথ্যসূত্র ছাড়া। গুগোলের ব্যাপারে যখন কিছু শুনছেন তখন গুগোলের কাছ থেকে সবচেয়ে সঠিক তথ্যটি পাবেন এবং সেটিই বিশ্বাস করবেন। বাংলায় লিখে অনলাইনে বাংলা কন্টেন্টকে আরো সমৃদ্ধ করুন।

লেখাটি পূর্বে প্রকাশিতঃ এডসেন্স এখন বাংলা ভাষাও বোঝে

Level 1

আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।

আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস