আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবার খবর ভাল।
একটা সাইট ডাউন হওয়া মোটেও আশ্চর্য কিছু নয়। কিন্তু তখন বিষয়টা সিরিয়াস হয়ে যায় যখন গুগলের মত একটা জায়ান্ট প্রতিষ্ঠানের Blogspot.com ডোমেইন হঠাৎ বন্ধ হয়ে যায়, হোক না তা ১ মিনিটের জন্য। আজ দুপুর ১২ টা ৩২ এ আমার একটি ব্লগ সাইটে প্রবেশ করতে গিয়ে হঠাৎ ব্যার্থ। অথচ অন্য ডোমেইন যুক্ত ব্লগে ঠিকই প্রবেশ হচ্ছে। অন্যান্য Blogspot.com ডোমেইনের সাইটে ঢোকার চেষ্টা করলাম, ঢোকা যাচ্ছে না। শেষ পর্যন্ত বুঝলাম Blogspot.com ডোমেইনের কোন সাইটই আসছে না। অবশ্য ১২টা ৩৪-এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
অন্য কোন সাইট হলে অবাক হওয়ার বা দুশ্চিন্তার মত কিছুই ছিল না। কিন্তু ব্লগস্পট এক মিনিট ডাউন হওয়া কারো হার্ট এটাকের পক্ষে যথেষ্ট। কেন না, বর্তমানে অনেকেই এই সার্ভিস ব্যবহার করে তাদের প্রিয় শখের ব্লগটা বানিয়েছেন। তারা নিশ্চয়ই তাদের সাইট ডাউন দেখে খুশি হতে পারবে না। আমিও হৃৎপিন্ডে ছোটখাট একটা আঘাত টের পেলাম 😛 তাও ২ মিনিটেই সব ঠিক হয়ে যাওয়ায় ভাল লাগছে।
সামনে আমার পরীক্ষা। এছাড়াও, আরো কিছু কারণে একটু ব্যাস্ত। তাই ছোট গেমে বড় মজা সিরিজে আপাতত কিছুদিন লেখা হবে না। এজন্য ক্ষমাপ্রার্থী। তবে শীঘ্রই ফিরে আসব। টেকটিউনসের সাথে ছিলাম, আছি এবং ইংশাআল্লাহ থাকব।
আমাদের blogspot.com ডোমেইনহীন ব্লগস্পট সাইটে ঘুরে আসার দাওয়াত রইল। এতে .net ডোমেইন নেওয়া হয়েছে।
আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Nice