গুগোল সার্চের কিছু অসাধারন ট্রিক্স সাথে আরো কিছু আজব ট্রিক্স (Must See)

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

গুগল সার্চের জন্য কয়েকটি ট্রিক্স
ইন্টারনেটে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের আসটা পাকাপুক্ত করে ধরে রেখেছে গুগল। গুগলের আরো অনেক সেবা থাকলেও। সাধারনত গুগল সার্চ দিয়ে আমরা নেটে খোঁজাখুজির কাজটাই বেশি করি। তবে কিছু ট্রিক্স জানা থাকলে কাজটা আরো সহজ একে হয়ে যায়। সে রকম কয়েকটা ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরলাম।

 

যেভাবে খুজবেন কোন সফটওয়্যারের পোডাক্ট কী
নেট থেকে যে সব ফ্রি সফটয়্যারর ডাউনলোড কর পরে প্রায় দেখা যায় সেগুল ট্রায়াল ভার্শন। পোডাক্ট কী ছাড়া ডাউনলোড করা সফটয়্যারটি অচল হয়ে পড়ে। গুগোল দিয়ে এই পোডাক্ট কী খুব সহযে খুজে বের করা যায়। এর জন্য পোডাক্ট কী সার্চের শুরুতে 94fbr কোডটি লিখে স্পেস দিয়ে যে সফটোয়্যারটির পোডাক্ট কী প্রয়োজন তার নাম লিখতে হবে। যেমন avast এর পোডাক্ট কী খুঁজার জন্য লিখতে হবে: 94fbr avast

ক্রেk ও কিজেন সার্চ
অনেক সময় সফটয়্যারের পোডাক্ট কী খুজেই পাওয়া যায় না। তখন ক্রেk বা কিজেনের প্রয়োজন পড়ে। গুগোল সার্চ দিয়ে ক্রেk বা কিজেনও খুঁজে পাওয়া যায় খুব সহজ ও সাধারন পদ্ধতি অনুসরন করে।
এজন্য প্রথমে যে সফটয়্যারের ক্রেk প্রয়োজন তার নাম লিখে স্পেস FBR94 কোডটি লিখতে হবে। যেমন avast এর ক্রেk খুঁজার জন্য লিখতে হবে: avast FBR94

ফাইল-শেয়ারিং সাইট থেকে ফাইল সার্চ
মিডিয়াফায়ার এর মত ফাইল শেয়ারিং সাইটে সাধারনত সার্চ ইঞ্জিন থাকেনা। গুগল দিয়ে সেসব সাইটের ফাইল খুব সহযে সার্চ করা যায়। মিডিয়াফায়ারের ফাইল সার্চ দিতে চাইলে প্রথম লিখুন Site:Mediafire.com তারপর স্পেস দিয়ে ফাইল এক্সটেন্সান লিখুন; যেমন: mpeg, mp3, zip ইত্যাদি।একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে স্পেস দিয়ে যেসব ফাইল সার্চ করা হবে সেসব ফাইলের ফাইল এক্সটেন্সান লিখতে হবে। যেমন, মিডিয়াফায়ার থেকে জেমসের অডিও গান সার্চ করতে চাইলে লিখতে হবে:
Site:mediafire.com Mp3|wma|aac|wav “james”
এভাবে যদি ভিডিও সার্চ করতে চাইলে লিখতে হবে,
asf|rm|avi|mp4|wmv|flv
ইবুক জন্য,
pdf|djvu|cbr|epub|mart|jar|lit
জিপ ফাইলের জন্য,
zip|rar|7zip|tar
আর এপ্লিকেসনের লিখতে হবে,
exe

 

 

গান সার্চ
গুগল সার্চ দিয়ে চাইলে বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে গান ডাউনলোড করা যায়। এজন্য সার্চের শুরুতে লিখবেন intitle:”index.of” তারপর প্রথম বন্ধনীর ভেতর ফাইল টাইপের নাম লিখে স্পেস গানের টাইটেল স্পেস শিল্পীর নাম লিখতে হবে। যেমন অর্থহীনের গান ডাউনলোড করতে চাইলে লিখতে হবে: intitle:”index.of”(mp3|mp4|avi) “aurtohin”

ইবুক সার্চ
গুগল দিয়ে ইবুক সার্চ করাও খুব সহজ। ইবুক সার্চের জন্য প্রথম বইয়ের নাম লিখতে হবে তারপর স্পেস দিয filetype: লিখে ই-বুকের ফাইল এক্সটেনশন লিখতে হবে যেমন, pdf, djvu, cbr, epub, mart, jar ও lit ইত্যাদি। যেমন, The God of Small Things এর জন্য লিখতে হবে The God of Small Things filetype:pdf, স্পাইডারম্যানের কমিক্স বইয়ের জন্য spiderman filetype:cbr লিখে সার্চ দিলে বিভিন্ন সাইটে থাকা ইবুকগুলো সহজেই খুজে পাওয়া যাবে।

এডভান্স সার্চ:
গুগলে অনেক সময় কোনো কিছু সার্চ দিলে উপযুক্ত রেজাল্ট পাওয়া যায় না। সেসব ক্ষেত্রে গুগলের সার্চ বক্সের পাশেই ছোট করে লেখা Advanced Search এ ক্লিক করে সার্চকে নিয়ন্ত্রিত করে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যায়।

 

এবার আসুন দেখি গুগলের কিছু অসাধারন ট্রিক্স

 

গুগোল দিবে ডিগবাজিঃ প্রথমে google.com এ যেয়ে টাইপ করুন do a barrel roll  তারপর ইন্টার দিয়ে অপেক্ষা করুন আর দেখুন গুগোল ক্যামনে ডিগবাজি দেয়।

 

গুগোলকে ভেনিস করে ফেলুনঃ কিছু বলবো না শুধু সার্চ বক্সে টাইপ করুন Zerg Rush আর তারপর দেখুন মজা।

 

গুগোলকে ভেঙ্গে চুরমার করে দিনঃ এজন্য আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন http://googleloco.net/ তারপর দেখুন মজা।

 

আজ এই পর্যন্তই দেখা হবে পরের টিউনে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যা কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।

 

 

 

Level 0

আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন।

Nice:)

copy paste r koto marben? notun kisu koren.