কোন গুগোল এডসেন্স সেরা অনলাইন এড মিডিয়া

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আপনারা যারা অনলাইনে আয় করতে চান বা করছেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হলো গুগল অ্যাডসেন্স। অনলাইন বিজ্ঞাপনে এপর্যন্ত তাদের মত সাফল্য আর কেউ পায়নি। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বিজ্ঞাপনদাতা এই সংস্থা নিজেরা কোটিপতি হবার পাশাপাশি আপনাকেও কোটিপতি হবার সুযোগ করে দিয়েছে।

কি এমন সুবিধা তারা দিয়ে থাকে যা অন্য কেউ দিতে পারে না ? কিভাবে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকেন, তাদের বিজ্ঞাপনটুকু সঠিক ও আগ্রহী ক্রেতার কাছে পৌছবে ? উত্তরটুকু এখানেই।

সঠিক ও আগ্রহী ক্রেতা। সাধারণ ব্যবস্থায়, ব্যবসায়ীরা তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকেন সংবাদপত্রে, রেডিও, টিভি বা বিলবোর্ডে। এতে ব্যাপার যেটা হয়- তাদেরকে আসলে খরচ করতে হয় প্রত্যেক জন বিজ্ঞাপন দর্শকের জন্য। তারা কয়েক লক্ষ বা কয়েক কোটি দর্শককে বিজ্ঞাপন দেখাবার জন্য কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা খরচ করেন। কিন্তু দেখা যায় এদের  মধ্যে নির্দিষ্ট পণ্যের জন্য আগ্রহী ক্রেতা হয় সামান্যই। যার ফলে বাকিদের জন্যে ব্যাপারটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই একটা ব্যপার হয়ে দারায়। একজন মধ্যবিত্ত ব্যবসায়ী বা সরকারে চাকুরে অভিজাত বাড়ি অথবা বিলাসবহুল বাড়ি কেনার ব্যাপার কখনোই আগ্রহী হবেন না। অথচ প্রতিনিয়ত বাড়ি বিক্রেতা অথবা গাড়ি বিক্রেতা তাদেরকেও বিজ্ঞাপনের দর্শক করতে বাধ্য হচ্ছেন। যার ফলে অযথা বিপুল পরিমাণ টাকা খরচ করছেন তারা। অথচ আগ্রহী ক্রেতা নির্দিষ্ট একটি গন্ডির লোক। এবার চিন্তা করুন এমন একটি বিজ্ঞাপন ব্যবস্থার কথা, যেখানে পণ্যের বিজ্ঞাপন শুধুমাত্র তাদের কানেই পৌঁছায়, যারা আগ্রহী ক্রেতা, আগ্রহী হতে পারেন অথবা যারা সেই পণ্য কিনবার ক্ষমতা রাখেন। এখানে কয়েক লক্ষ বা কয়েক কোটি দর্শকের বদলে দর্শক মাত্র হাজার বা লাখের কোটায়। অথচ এই প্রত্যেক দর্শকই সেই পণ্যের ব্যাপার আগ্রহী অথবা ভবিষ্যতে আগ্রহী হবেন অথবা কিনবার ক্ষমতা রাখেন। ফলাফল অত্যন্ত কম খরচে, বিশাল পরিমাণ সঠিক ও আগ্রহী দর্শকের কাছে বিজ্ঞাপন পৌছানো। একি সহজ ব্যাপার ?

এই চমৎকার ব্যবস্থার উদ্ভবক গুগল এবং এটাকে কাজে লাগিয়ে তারা বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে থাকে। বেশ, আয় করল তো গুগল করল। তাতে সাধারণ মানুষের কি? আছে ভাই আছে, সাধারণ মানুষের অনেক কিছুই পাবার আছে।

আপনার কি একটি ওয়েবসাইট আছে ? অথবা সাধারন ব্লগ ? যেটা কিনা অন্যদের কাছে জনপ্রিয় ? প্রতি মাসে লক্ষ লক্ষ না হোক হাজার হাজার ভিজিটর পান আপনি ? উত্তর যদি হ্যাঁ হয়, তবে তবে আপনিই সেই লোক যে আয় করতে পারেন গুগলের কাছ থেকে। গুগল তার বিজ্ঞাপন রাখবে আপনার সাইটে। দর্শক আসবে, দেখবে, আগ্রহী হবে। বিজ্ঞাপন হতে পারে কোন বাস্তব পণ্যের অথবা কোন বিশেষ সফটঅয়্যার অথবা কোন সার্ভিসের। তারা বিজ্ঞাপনে আগ্রহী হয়ে পণ্য ক্রয় করবে। ব্যবসায়ী লাভবান হবেন। গুগল বিজ্ঞাপনের জন্য পয়সা পাবে। তার একটা ভাগ পাবেন আপনি। এর পরিমাণ কত হতে পারে তার কোন সীমা নেই। অনেকেই আছেন, যারা গুগল থেকে প্রতি মাসে কয়েক লক্ষ ডলারের Pay Check পেয়ে থাকেন। তাদের মধ্যে একজন হতে পারেন আপনিও। আগে শুরু তো করুন। হাজার মাইল ব্যাপী ভ্রমণের শুরুটা প্রথম পদক্ষেপ থেকেই। তাই না ?

কিভাবে গুগল তার নির্দিষ্ট দর্শকের কাছে পৌছায় ? এটা জানবার দরকার নেই মনে হলেও জেনে রাখলে কাজে দেবে। আপনি একটি সাধারন ব্লগের মালিক। মনে করেন আপনি গল্প লেখেন। হতে পারে বাংলা ইংরেজী বা হতে পারে ভালবাসার ভুতের বা অন্য কিছু। ধরুন আপনি আপনার ব্লগে একটা চমৎকার ভালবাসার গল্প লিখলেন। এখন গুগলের কাছে যদি কোন বই এর এড থাকে তাহলেই আপনার গল্পটার শেষে দিয়ে দেবে বইটার এড। গল্পটা পড়ার পড় ভিজিটর যখনই এডটা দেখবে তখনই বা পরে কিনতে চাইবে। ফলাফল? কোম্পানি পেল একজন ক্রেতা অথবা সম্ভাব্য ক্রেতা। গুগল পেল তার পয়সা, আপনি পেলেন আপনার পয়সা। হাজার মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে দশটি ক্রেতা পাবার থেকে ১০০টি মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে ১০টি ক্রেতা পাওয়া কি লাভজনক নয় ?

গুগল দু’ভাবে বিজ্ঞাপন প্রদর্শন কাউন্ট করে। প্রতি হাজার ইউনিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আপনি পেতে পারেন পয়সা অথবা প্রতিটি ইউনিক বিজ্ঞাপন ক্লিকের উপরে আপনি পেতে পারেন পয়সা। অর্থের পরিমাণ গুগল কোনদিনই প্রকাশ করে না। অর্থাৎ কোন বিজ্ঞাপনে কত পয়সা। সুতরাং মাস শেষে পাওয়া টাকা গুনেই আপনাকে সন্তুষ্ট হতে হবে।

আপনি এখন আগ্রহী। চিন্তা করছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। চলে যানadsense.google.com এ। অ্যাকাউন্ট খুলবার সময় তারা আপনার সাইট/বগটির ঠিকানা নেবে রিভিউ করার জন্য। রিভিউ করে যদি তাদের মনে হয় এতে বিজ্ঞাপন দিলে লাভজনক হবে, তবেই তারা আপনার অ্যাকাউন্ট অ্যাকটিভ করবে। নয়ত লাভ নেই। তারা সাইট রিভিউ করে কনটেন্ট ও অনেক কিছুর উপরে। পরবর্তীতে এই বিষেয়ে আরও জানাবার ইচ্ছা থাকলে টিউমেন্টে জানাবেন। কারন আপনাদের টিউমেন্ট আমাদের কে আলাদা একটা শক্তি দেয়।
আজকাল গুগল এডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন। কিভাবে সহজে পাওয়া যেতে পারে, সেটাও জানাবার চেষ্টা করব। সেই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।

যে কোন সমস্যায় :

ফেসবুকে আমি

অথবা  এখানে

ফেসবুকে আমি

এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরো অনেক টিপস ও টিউনস পাবার জন্য আমার ওয়েবসাইটে দাওয়াত রইল।

Level 0

আমি শাহরিয়ার মুস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya amr akta boro somossa ami ke upnar skype Id ta pete pari.facebook a to akon jogajog kora jasse na .please help me.

এই সাইটে গুগোল এডসেন্স বসাতে পারছি না ,কারন টা কি কেও বলবেন , http://www.shopingmol.com