2 step verification এর মাধ্যমে আপনার ইমেইল আইডির ‍security বৃদ্ধি করুন। কেউ পাসওয়ার্ড জানলেও log in করতে পারবে না।(ভিডিও সহ)

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আস সালামুআলাইকুম,সবাইকে সুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি,কেমন আছেন সবাই ? আশা করি ভাল। আপনারা সবাই সব সময় ভাল। আপনারা সব সময় ভাল থাকেন এটাই আমি চাই।

প্রযুক্তির নগর টেকটিউনসে টিউন করতে পেরে অনেক ভাল লাগছে। এখানে সবার টিউন আমার ভাল লাগে। জানি না আমার টিউন আপনাদের কাছে কেমন লাগবে। টিউনে কোনো ভুর হলে ক্ষমা করবেন এবং টিউমেন্টে অবগত করবেন। আর এ টিউন টা যারা জানেনা শুধু তাদের জন্য। এবার মূল কথায় আশা যাক।

আজ আপনাদের সাথে আমি যে বিষয় টা শেয়ার করব সেটা হল আপনি কিভাবে আপনার গুগল একাউন্ট কে আর শক্তি শালী করবেন। মানে কেউ যদি আপনার গুগল আইডি হ্যাক ও করে ফেলে তার পরেও সে আপনার একাউন্টে log in  করতে পারবেন না।

আর এই কাজ টা আমরা করব 2 ‍step verification এর মাধ্যমে।  2 ‍step verification বলতে আমি যা বুঝি এটা গুগলের একটি সেবা।। এটার মাধ্যমে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইমেইল আইডি ভেরিফাই করবেন এবং কেউ যখন আপনার পাসওর্য়াড দিয়ে log in করার চেষ্টা করবে তখন আপনার নাম্বারে একটা কোড আসবে এই কোড ছাড়া সে log in করতে পারবেনা।আর youtube এর ক্ষেত্রে আপনার youtube chaneel যে ইমেইল দিয়ে তৈরী করেছেন সেটাকে ভেরিফাই করা।

এবার আপনাকে যা করতে হবে  , প্রথমে আপনি গুগল সার্চে যান এবং র্সাচ করুন  2 step verofication লিখে এবং google 2 step verofication  প্রবেশ করুন  এবং সেখানে  গিয়ে lets start এ ক্লিক করুন। এখন একটি নাম্বার চাইবে আপনি আপনার নাম্বার দিন (যে নাম্বারে কোড আসবে) এবং নির্দেশনা মত এগিয়ে যান। এবার বেরিফাই আপসনে ক্লিক করুন। আপনার কাজ শেষ আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার একাউন্ট সুরক্ষিত।এখন কেউ আপনার পাসওয়ার্ড জানলেও log in  করতে পারবেনা।

প্রয়োজনে ভিডিও টিউটিরিয়াল টি দেখতে পারেন।

ভিডিও টিউটিরিয়ার 

ভিডিওটি ভাল লাগলে subscribe করতে ভুলবেন না।

লেখাটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত।

প্রেয়োজনে আমাকে পাবেন  ফেইসবুকে , টুইটারে

 

 

 

 

Level 0

আমি মোহাম্মদ বিপলব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune.
Thanks Noman Vai.