গুগল পরিবর্তন করল তাদের লোগো, জেনেনিন নতুন ও পুরানো লোগোর কিছু তথ্য!
টেকটিউনস এ আমার দ্বিতীয় টিউনে আপনাকে অভিনন্দন!
ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাতে প্রতিষ্ঠিত 'গুগল' এই নিয়ে যষ্ঠবার তাদের লোগো বদলাল।
অ্যালফাবেটের অধীনে যাওয়ার মাত্র তিন সপ্তাহ পরই গুরুত্বপূর্ণ এই পরিবতর্ন আনলো গুগল।
গত মঙ্গলবার 1-September 'Google' তাদের নতুন লোগো প্রকাশ্যে এনেছে।
গুগলের এই নতুন লোগোতে বদলে গিয়েছে হরফ।
এই নতুন লোগোতে ব্যবহৃত হরফের নাম হচ্ছে - "প্রোডাক্ট স্যানস"!
স্কুল বইয়ে যে হরফ ছাপা হয়, গুগলের এই নতুন হরফটিও কিছুটা সেইরকমই দেখতে।
গত ১৬ বছর ধরে 'গুগল' তাদের লোগোতে- "সেরিফ টাইপারফেস" হরফ ব্যবহার করে এসেছিল।
কিন্তু নতুন এই লোগোয় রঙের কোনো পরিবর্তন করা হয়নি।
সেই পরিচিত -নিল, লাল, হলুদ, ও সবুজ, রঙের হরফে লেখা রয়েছে 'গুগল'।
গুগলের লোগোর ইতিহাসে সবথেকে বড় পরিবর্তনটি করা হয়েছিল ১৯৯৯ সালে। তার আগে 'Google' এর পরে একটি বিস্ময়বোধক চিহ্ন (!) থাকত, সেটি বাদ দেওয়া হয়।
2015 এর নতুন এই লোগোতে গুগলের ‘G’ অক্ষরটি বড় করা হয়েছে। এতদিন এটি ছোট ও পাতলা হরফে লেখা হত।
এবং ‘G’ অক্ষরে উজ্জ্বল নীল রঙ ব্যবহার করা হয়েছে।
"গুগলের এই নতুন লোগো আপনার কেমন লেগেছে"?
জানাতে ভুলবেন না!
টিউনে কোনো ভুল থাকলে মার্জনার দৃস্টিতে দেখবেন, আর টিউমেন্টের সাহায্যে ভুল ধরিয়ে দিতে সাহায্য করবেন।
কস্ট করে টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
(বি:দ্র:- আসুন কপি-পেস্ট করা ত্যাগ করি,
এবং নিজেরা লেখার চেস্টা করি।)
আমি সেখ রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valoeeeeeeeeeeee