আসছালামু আলাইকুম। আসা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন। আমাদের মনে যা উদয় হয় সেটা লিখে গুগলে সার্চ দিলেই ফলাফল পেয়ে যায়। বলা হয়ে থাকে "আপনি যেটা গুললে খুঁজে পাবেন না, তার কোনো অস্থিত্ব নেই।" অনেকেই আবার কোনো কিছু গুগলে খুঁজতে এসে একেবারে হয়রান হয়ে যান, তবুও কাঙ্খিত জিনিসটি খুঁজে পান না। এর কারণ হল আপনি গুগল সার্চের টিপস জানেন না। এখন আমি আপনাদের সামনে এমন কিছু গুগল সার্চের টিপস হাজির করব, যেটা দেখলে আপনি চমকে উঠবেন। তাহলে চলুন শুরু করা যাক...
আপনি যদি কাজের সময় ক্যালকুলেটর খুঁজে না পান, তাহলে গুগলে calculator লিখে সার্চ দিন, দেখবেন ভার্চুয়াল ক্যালকুলেটর হাজির হয়ে গেছে। 😛
আপনি যদি এখন আবহাওয়ার খবর বা আজকের তাপমাত্রা জানতে চান তাহলে weather rajshahi today লিখে সার্চ দিন।
উল্লেখ্যঃ rajshahi এর স্থানে আপনের এলাকার নাম দিয়ে দিন। 😛
এই রকম আরো অনেকগুলা টিপস আছে। যেগুলো ভিডিওতে সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়ে দিয়েছি আপনাদের জন্য। এবং আপনাদের দেখার সুবিধার জন্য ইউটিউবেও দিয়ে দিয়েছি। 😛
তাই আর দেরি না করে এখুনি ভিডিওতে দেখে নিন গুগল সার্চের ১০টি গোপন রহস্য (গুগল সার্চ টিপসের হিডেন সিক্রেট)
কোন প্রবলেম হলে ফেসবুকে আমাকে নক করুন 😛 (টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত) আজকের মত এখানেই শেষ করছি। আর হ্যাঁঃ টিউনটি পড়ার জন্য সবাইকে এত্তগুলা ধন্যবাদ 😆
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
খুব ভাল লাগল ,,,
Waiting for next….