সার্চ ইন্জিন হল বর্তমান যুগের একটা সবথেকে কাজের জিনিস। যেটা ইউজ করেই আমরা অনেক অজানা বা জানা তথ্য বের করে ফেলতে পারি। সার্চ ইন্জিন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।
কিন্তু আমরা কী এই সার্চ ইন্জিনগুলোর সঠিক ব্যবহার জানি। অনেকেই হয়ত উত্তর দেবেন যে, হ্যা জানি। কিন্তু দেখা যায় যে আদতেও তারা সার্চিং এর ১% ও জানেন না।
অনেকসময় দেখা যায় যে আপনি কোন টপিক এ সার্চ করলে অনেক বেশী রেজাল্ট সো করছে যেটা আপনার দরকার না বা অসংলগ্ন অনেক তথ্য সো করছে। হয়ত দেখা যায় যে আপনি যে রেজাল্টটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না।
এইসব সমস্যার জন্য কিছু কুইক টিপস আছে যেগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সার্চ রজোল্ট পেতে পারেন।
এই সব টেকনিকের কিছু সব সার্চ ইন্জিনেই কাজ করে, কিন্তু সবথেকে চরম ট্রিকসগুলো গুগলেই কাজ করে। অবশ্য এটা মাথায় রাখবেন যে এই টিউটোরিয়ালে যেসব পিকচার এড করা আছে সেগুলো আপনার সার্চের সাথে নাও মিলতে পারে কারণ গুগল এর সার্চ রেজাল্ট নিয়মিত পরিবর্তিত হয়।
আপনি যদি গুগল আপনার সার্চ ইন্জিন হিসেবে সিলেক্ট করেন তাহলে আপনি Chrome এর লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করুন। আর আপনি যদি Internet Explorer ইউজ করেন তাহলে বিং কে আপনার সার্চ ইন্জিন হিসেবে ইউজ করুন। এর ফলে আপনি ডিরেক্ট এড্রেস বার থেকে কীওয়ার্ড টাইপ করে সার্চ করতে পারবেন। কারণ ক্রোম ও ইন্টারনেট এক্সপ্লোরার এ গুগল ও বিং ডিফল্ট সার্চ ইন্জিন হিসেবে থাকে। আর আপনি যদি মজিলা, সাফারী বা অন্য কোন ব্রাউজার ইউজ করেন তাহলে আপনি জাস্ট আপনার পছন্দের সার্চ ইন্জিনটা সিলেক্ট করে নিন এবং সার্চ করুন।
কোটেশন মার্ক ইউজ করে সার্চ করার অর্থ হল আপনি কোন নির্দিষ্ট বিষয়ে সার্চ করতে চাইছেন। অবশ্য এতদিনে সার্চ ইন্জিন অনেক ডেভলপ করেছে এবং এটা কোটেশন মার্ক ছাড়াই বুঝতে পারে যে ইউজার কী ধরণের টপিক সার্চ করছে। তারপরও কোটেশন মার্ক আপনার সার্চ রেজাল্টেন অনেক পরিবর্তন আনতে পারে। যেমন :
“bow ties are cool”
এই টাইপের কোন নির্দিষ্ট ফ্রেজ বা কী ওয়ার্ড সার্চিং এর ক্ষেত্রে কোটেশন মার্ক বেশ হেল্পফুল। আর এক্ষেত্রে কোটেশন মার্ক না দিলে সার্চ ইন্জিন আপনাকে কুল বা বো বিভিন্ন কী ওয়ার্ড ধরে অনেক অকাজের ওয়েবসাইট আপনার সামনে হাজির করতে পারে।
সাধারণত আপনি যদি কোন ওয়ার্ড বা বাক্য টাইপ করে সার্চ দেন তাহলে সার্চ ইন্জিন তার প্রতিটা ওয়ার্ডের সার্চ রেজাল্ট আপনার সামনে হাজির করবে। মানে, কী ওয়ার্ডে যে কয়টা ওয়ার্ড রয়েছে তার প্রত্যেকটার কিছু না কিছু রেজাল্ট সার্চ ইন্জিন সো করবে। এটাকে বলা হয় AND সার্চ। কিন্তু আপনি যদি এমন সার্চ রেজাল্ট না চান, অর্থাৎ আপনি এমন সার্চ রেজাল্ট চান যে আপনি কোন নির্দিষ্ট বিষয়ের উপর সার্চিং করতে চাইছেন তাহলে আপনি একটা OR কী ওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন :
“Doctor Who” OR “Sherlock Holmes”
এটা আপনাকে হয় “Doctor Who” এর উপর সার্চ রেজাল্ট সো করবে অথবা “Sherlock Holmes” এর উপর সার্চ রেজাল্ট সো করবে। এর বাইরে কোন কীওয়ার্ডের সার্চ রেজাল্ট গুগল আপনাকে সো করবে না। সার্চ করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে।
আপনি হয়ত চাইছেন কিছু সার্চ করতে কিন্তু সেটা হবে কোন নির্দিষ্ট সাইটের কন্টেট এর ভেতর। তার জন্যও গুগলে অপশন রয়েছে। আপনি কোন নির্দিষ্ট সাইটের ভেতর সরাসরি গুগল থেকেই সার্চ করতে পারেন। এর জন্য ফরম্যাট হল :
“Free IDM” site:techtunes.io
উপরের ফরম্যাটে সার্চ বক্সে টাইপ করে আপনি যেকোন সাইটের আন্ডারে সার্চ করতে পারেন। আর আপনি কোন টপ লেভেল ডোমেইনের ভেতর সার্চ করতে পারেন। যেমন আপনি চাইছেন .org, .gov .in .bd প্রভৃতি ডোমেইনের ভেতর সার্চ দিতে। তাহলে আপনার সার্চিং ফরম্যাট হবে :
"cricket news" site:.bd
এটা আপনাকে বিডি এ যত সাইট আছে তার ভেতর আপনার কী ওয়ার্ডটি সার্চ করবে।
এখন আপনি হয়ত যে বিষয়ে সার্চ করবেন তার পুরো স্পেলিংটা বা বানানটা জানেন না। এখন কীভাবে সার্চ করবেন ? এর জন্য বিশেষ পদ্ধতি রয়েছে। আপনি ধরুন আপনার সার্চের বিষয়ের শুধু the three এইটুকু জানেন। আর বাকীটুকু জানেন না। এখন জাস্ট এই কীওয়ার্ডের শেষে একটা * চিহ্ন যোগ করে দিন। তাহলেই গুগল ওই কীওয়ার্ডের সাথে যুক্ত সব সার্চ রেজাল্ট আপনার সামনে এনে হাজির করবে। যেমন :
the three *
এই কী ওয়ার্ডটি আপনাকে সো করবে The Three Stooges, The Three Doctors, The Three Musketeers, The Three Tenors, এবং আরও অনেক ওই সম্পর্কিত রেজাল্ট সো করবে।
আপনি গুগলে নাম্বার রেঞ্জ দিয়েও সার্চ করতে পারেন। যেমন ধরুন আপনি একটা এন্ড্রয়েড ফোন কিনবেন $300 থেকে $600 ভেতর। তাহলে আপনি সেটা সার্চ রতে পারেন নিচের ফরম্যাটে :
android Phone $300..$600
সার্চিং এর দুইটা গ্রেট কী ওয়ার্ড রয়েছে যেটা হল link এবং related কীওয়ার্ড। এই লিংক কীওয়ার্ড সো করবে যে কোন কোন পেজ আপনার সার্চিং পেজের সাথে মিল রয়েছে। যেমন :
link:techtunes.iom
আর রিলেটেড কীওয়ার্ড আপনি যে সাইটের জন্য সার্চ করবেন তার সাথে সিমিলার সব সাইটের একটা সার্চ রেজাল্ট সো করবে। যেমন :
related:techtunes.iom
আর একটা অপারেটর আছে যেটা উপরের সবগুলো অপারেটরকে একসাথে যোগ করে কাজ করতে পারে। আপনি যদি উপরের প্রসেস গুলো মনে রাখতে না চান তাহলে আপনি এই info কী ওয়ার্ড টি ইউজ করে আপনার কাঙ্খিত সার্চ রেজাল্ট পেতে পারেন। আপনি যখন একটা ওয়েব এড্রেস এর আগে info: লিখবেন তখন আপনি আপনার বিভিন্ন কোয়ালিটির সার্চ রেজাল্টের জন্য একটা মেনু পাবেন এবং সেখান থেকে আপনি আপনার কাঙ্খিত সার্চ রেজাল্টে যেতে পারবেন। যেমন :
info: techtunes.io
অনেকসময় আপনি শুধু কিছু স্পেসিফিক রেজাল্ট হয়ত দেখতে চাইবেন। যেমন আপনি শুধু রিসেন্ট ডেট এর রেজাল্ট দেখতে চান বা কোন নির্দিষ্ট সময়ের সার্চ রেজাল্ট দেখতে জান। তাহলে কী করতে হবে। এজন্য আপনার গুগল এ গিয়ে Search Tools এ ক্লিক করুন। তারপর বামপাশে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন এবং এখান থেকে আপনার কাঙ্খিত সার্চ রেজাল্টটি সিলেক্ট করুন।
আপনি যদি কোন পেইজ কনটেন্ট স্কিপ করে নির্দিষ্ট টাইটেল এর উপর সার্চ করতে চান তাহলে তার জন্য রয়েছে গুগলের স্পেশাল মেথড intitle কীওয়ার্ড। এর মাধ্যমে আপনি কোন পেইজের কনটেন্ট স্কিপ করে শুধু টাইটেল সার্চ করতে পারবেন। যেমন ধরুন :
intitle:android AND iOS
এটা শুধু ওই টাইটেলের সার্চ রেজাল্ট সো করবে। আর আপনি যদি আপনার কীওয়ার্ডের সবকয়টি ওয়ার্ডই টাইটেলে থাকবে এমন ভাবে সার্চ করতে চান তাহলে allintitle কী ওয়ার্ড ইউজ করুন। যেমন :
Allintitle: free net
এটা আপনাকে ওই কীওয়ার্ড এর প্রতিটা ওয়ার্ড সম্বলিত টাইটেল যেখানে রয়েছে সেগুলো সো করবে।
আর এই উপরের সাচিঙর মেথডের অপজিট সার্চিং ও রয়েছে। ধরুন আপনি পেজের কন্টেন্ট এর ভেতর থেকে কোন কীওয়ার্ড সার্চ করতে চাইছেন যেখানে পেজের টাইটেল কোন হিসাবের ভেতর আসবে না। তখন আপনি intext মেথড ইউজ করুন। যেমন :
intext:android AND iOS
আপনি কোন ইউআরএল ও সার্চ করতে পারেন। ধরুন আপনি একটা কীওয়ার্ড সার্চ করছেন যেটা একটা ইউআরএল এর ভেতর রয়েছে। তাহলে আপনাকে টাইপ করতে হবে inurl কীওয়ার্ড। যেমন :
inurl:photoshop
গুগলের অবশ্য এরকম আরও কিছু নির্দিষ্ট কীওয়ার্ড রয়েছে যেগুলো নীচে দেওয়া হল।
আপনি ইচ্ছা করলে যেকোন নির্দিষ্ট ফাইল টাইপ সার্চ করতে পারেন। এজন্য জাস্ট আপনার সার্চ কীওয়ার্ডে শেষে ফাইল টাইপ টা একটা ডট দিয়ে উল্লেখ করে দিন। যেমন ধরুন আপনি একটা প্রোগ্রামিং এর উপর পিডিএফ বই খোজ করছেন। সেক্ষেত্রে আপনার কীওয়ার্ড হবে :
Programming book.pdf
আজ এই পর্যন্তই। আবার পরবর্তী টিউনে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন। ধন্যবাদ। আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
ধন্যবাদ