বিসমিল্লাহির রহমানির রাহীম
আসসালামু আলাইকুম টেকটিউসবাসী, কেমন আছেন সবাই? মনে হয় বেশ ভালই আছেন কেননা প্রতিনিয়ত টেকনোলজি খেয়ে যাচ্ছেন ভাল থাকার ই কথা । তাই না?
যাই হোক আমি আজ আপনাদের ভাল মনে একটু করে খারাপ লাগা দিয়ে যাব। তবে আশা করব পোষ্টটি পড়ে আবার মনটা ভাল হয়ে যাবে। আজ আমি আপনাদের সবার সচেতনতার জন্য একটা ছোট্ট টিউন করব। আমাদের বেশীর ভাগ ব্যবহারকারীরা জি-মেইল ব্যবহার করে তাদের রিগুলার ইমেইল হিসাবে। এমনিকি এই ইমেইল আইডি দিয়ে ই মনে হয় সব কিছু যেমন তাদের সকল ধরনের অনলাইন কার্যক্রম করে থাকে। যদি আপনি দেখেন যে, আপনার ইমেইল আইডিটার সিকিউরিটি কম এবং যে কোন মুহুর্তে যে কেউ আপনার আইডি তে ঢুকে আপনার সব তথ্য হাতিয়ে নিচ্ছে তখন কেমন লাগবে? কি আমি কি আপনার মন খারাপ করে দিলাম বা আপনার মনে কোন ধরণের দুশ্চিন্তা ঢুকিয়ে দিলাম? ঠিক আছে আমি নিজেই তা থেকে আপনাকে মুক্তির পথ বলে দিচ্ছি।
ধাপ ১ঃ [Two Step Verification]
আপনার জি-মেইল আইডিটাকে নিরাপদ রাখার সর্বপ্রথম প্রদক্ষেপ হল Two Step Verification সিস্টেমটা এনাবল করে রাখা। এই সিস্টেম চালু করে রাখলে কেউ আপনার আইডি ও পাসওয়ার্ড জানলেও আপনার আইডিতে লগিন করতে পারবে না যতক্ষন না একটা ডিফল্ট ডিভাইসের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে। এই সিস্টেম টা চালু করতে চাইলে আপনি মোবাইল এসএমএস/অটোমেটেড কল অথবা ফোন লাইন অপশন ব্যবহার করতে পারেন। তাছাড়া অপরাধী যদি আপনার ফোন টা ও পেয়ে যায় তবে আপনি ব্যাকআপ নাম্বারের মাধ্যমে তা ফিরিয়ে আনতে পারেন।
ধাপ ২ঃ [ Monitor Your Recent Activity]
এই অপশনটি এনাবল করার মাধ্যমে আপনি আপনার আইডিতে রিচেন্ট কে কোন আইপি থেকে লগিন করেছে সেই জিনিস গুলো দেখতে পারবেন। যদি আপনি দেখতে পান যে আমার রিগুলার কার্যক্রমের সাথে এর কিছুটা অমিল আছে তবে বুঝে নিবেন কেউ হুয়ত আপনার আইডিতে প্রবেশাধিকার পেয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব আপনার পাসওয়ার্ড টি পালটিয়ে ফেলুন।
ধাপ ৩ঃ [ Check Your Setting]
আপনার ইমেইল এর ডান পাশে আপনি জি মেইল সেটিংস দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আপনার রেগুলার সেটিংস গুলো দেখে নিন, বিশেষ করে আপনার সেটিংস এর ফিল্টার অপশন এ ফরোয়ার্ডীং টা খেয়াল রাখবেন। কেউ যদি আপনার আইডি হ্যাক করে থাকে তবে সে এখানে আপনার কাছে আসা মেইল গুলো ফরোয়ার্ড করার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারে। এমনি কি এখানে আপনি হ্যাকার এর ইমেইল আইডি টাও পেতে পারেন।
ধাপ ৪ঃ [ Review Your Account Permission]
আমরা অনেক সময় অনলাইনে কোন কোন সাইটে সাইন আপ করার জন্য শর্টকাট হিসাবে লগিন উইথ জিমেইল দিয়ে কাজটা সেরে ফেলি। কিন্তু এই কাজটা করার আগে আমাদের অবশ্যই সে সব আপ্লিকেশন গুলোকে মেইলে পারমিশন দেয়া উচিত যেগুলো একটা সতর্কতা বার্তা দেখায়। কেননা এটা রিভিউ এর জন্য যথেষ্ট ভাল একটা দিক। তাছাড়া আপনি কি আপনার মেইলে সর্বোৎকৃষ্ট সিকিউরিটি ব্যবহার করছেন কিনা তা জানতে এই লিঙ্কে দেখতে পারেন।
তাছাড়া নিন্মলিখিত ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবেনঃ
আজ এ পর্যন্ত ই পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব, সাথেই থাকুন।
আর যদি সম্ভব হয় আমার ছোট্ট সাইট টিতে ঘুরে আসতে পারেন।
আমার সাথে যোগাযোগঃ ফেসবুক । স্যু । টুইটার
আল্লাহ হাফেজ
আমি বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
balo hoise bai …