আসাকরি আপনারা সবাই ভাল আছেন। আজকে গুগল সার্চ এর বিষয়ে ছোট একটা ট্রিক বলব। এটি অনেকে হয়ত জেনে থাকতে পারেন আবার অনেকে হয়ত নাও জানতে পারেন, জানাতে সমস্যা কি ? টিটি ত জানবার এবং জানাবার জায়গা। আমরা যখন গুগল এ কোন কিছু সার্চ দেই তখন গুগল আমাদের সামনে কমকরে হলেও কয়েক লাখ সার্চ এর রেজাল্ট এনে হাজির করে। অনেক সমাধান আমরা সহজে পেয়ে যাই আবার অনেক সমাধান পেতে অনেক বেগ পেতে হয়, যা অনেক সময় সাপেক্ষ। আপনি সহজে আপনার তথ্য পেতে এভাবে লিখে সার্চ দিন। দেখবেন সার্চ এর রেজাল্ট অনেক কমে এসেছে এবং আপনি যে তথ্য চাচ্চেন সেটি আপনার সামনে উপস্তিত করছে। যেমনঃ আমি সার্চ দিতেছি “ABC Song Phonics Play” এভাবে আপনার সার্চ কী-ওয়ার্ড এর শুরুতে ও শেষে এই Symbol টি দিবেন। দেখেছেন এই কী-ওয়ার্ড এ আমার একটি ভিডিও এনে দিয়েছে। আপনারা যখন আপনাদের প্রয়োজনীয় কোন তথ্য সার্চ করবেন তখন একটু লম্বা কী-ওয়ার্ড ব্যবহার করবেন এতে আপনাদের প্রয়োজনীয় তথ্যটি পেতে অনেক সুবিধা হবে।
If you need computer, technology, adsense, seo, wordpress those type informations, then visit Technic Desk , and also read best electric razor for men.
Thanks for all tech lovers.
আসাকরি আপনারা সবাই ভাল আছেন। আজকে গুগল সার্চ এর বিষয়ে ছোট একটা ট্রিক বলব। এটি অনেকে হয়ত জেনে থাকতে পারেন আবার অনেকে হয়ত নাও জানতে পারেন, জানাতে সমস্যা কি ? টিটি ত জানবার এবং জানাবার জায়গা। আমরা যখন গুগল এ কোন কিছু সার্চ দেই তখন গুগল আমাদের সামনে কমকরে হলেও কয়েক লাখ সার্চ এর রেজাল্ট এনে হাজির করে। অনেক সমাধান আমরা সহজে পেয়ে যাই আবার অনেক সমাধান পেতে অনেক বেগ পেতে হয়, যা অনেক সময় সাপেক্ষ।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044
Old