গত এক দশক ধরে গুগল আর্থ প্রো সফটওয়্যারটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। সফটওয়ারটির মূল্য ৪০০ ডলার। ব্যবসায়ী, বিজ্ঞানী ও শৌখিন ভ্রমণবিলাসীরা বেড়াতে যাওয়া থেকে শুরু করে বৈজ্ঞানিক অনেক কাজ করতে এই সফটওয়্যারটি ব্যবহার হয়ে আসছে।
থ্রিডি, প্রিন্টিং এসব কাজে ব্যবহার করা যায় এই গুগল আর্থ প্রো।
এই জনপ্রিয় সফটওয়্যারটি এখন মুক্ত সফটওয়্যার হিসেবে ঘোষণা দিল গুগল কর্তৃপক্ষ। ফলে এর সুবিধা এখন থেকে সবাই পাবেন।
এই সফটওয়্যার কি কাজে লাগে?
এটার উত্তর পেতে গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে বলেছেন গুগল কর্তৃপক্ষ। এটি আসলেই অসাধারণ। ফ্রিতে আপনি এই সফটওয়্যারের সিরিয়াল কী পাবেন।
গুগল প্রো ভার্চুয়াল ভ্রমণের জন্যই নয়, এই সফটওয়্যারটি ব্যবহার করে ট্রাফিক তথ্য ও ভূতাত্ত্বিক, সৌর গবেষণা করার কাজে ছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করা হয়।
সব কম্পিউটারে গুগল আর্থ সফটওয়্যারটি চলবে না। মিনিমাম নিচের কনফিগারেশন থাকতে হবে,
এটা ব্যবহারকারীদের জন্য দারুণ একটা সুযোগ। গুগল কর্তৃপক্ষ আসলেই দারুণ ডিসিশন নিলেন। আমরা অনেক উপকৃত হবো।
কি তাহলে ব্যবহার করুন গুগল আর্থ বিনামূল্যে আর ধন্যবাদ দিতে ভুলবেন না গুগল কর্তৃপক্ষকে।
তথ্য প্রতিবেদনঃ পিসি ম্যাগ এবং ম্যাশবেল টেক
যে কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।
আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো?
আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
khubi sundor tune.
thx for this good information ….