গুগলের ডোমেইন নাম, দেখে তো পুরাই টাস্কি খেলাম

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আল্লাহ সর্বশক্তিমান
আমরা যারা ইন্টার নেট ব্যবহার করি তারা গুগল কে চিনি না বা এর পন্য ব্যবহার করি না এমন লোক খুজে পাওয়া মুশকিল।
আর আশ্বর্য জনক হলেও সত্য।।
তো এখন আসল কথায় আসি,
আমি কৌতুহল বশত গুগলের ডোমেইন যেমন
google.com এর পরিবর্তে google.org
google.net সহ আরও বিভিন্ন টপ লেভেল এর ডোমেইন ব্রাউজিং করছি সব গুগলের হোম পেইজে নিয়ে যায়।। তখন মনে কৌতুহল জাগলো যে দেখি ফ্রি ডোমেইন দিয়ে গুগলের হোম পেজে নিয়ে যায় কিনা তাই আমি google.tk দিয়ে ব্রাউজ করলাম দেখি এটাও গুগলের হোম পেইজে নিয়ে গেলো।। এই রকম আরো ফ্রি ডোমেইন যেমনঃ Google.ml,
Google.cf, Google.cc
সব গুগলের হোম পেইজে নিয়ে যায়।।
এখন আমি চিন্তা করতেছি গুগল কি সব ধরনের ডোমেইন কিনে নিছে নাকি সবাই গুগলরে ডোমেইন গিফট করছে।
ঠিক বুজে উঠতে পারলাম না।।।।
_______________________________________
ফেসবুকে আমিঃ AL Sadik
আমার সাইটঃ http://www.saim.cf

Level 3

আমি সাইম আল সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ai jonnoi to tar nam Google… lol

ভাই আপনি যেমন google.tk দিলেন অটা হলো টকিও এর ।
google.ml >> Mali এর ।
google.cf >> Centrafrique এর ।

প্রত্যেক দেশের জন্য এরকম আলাদা আলাদা Domain Google এর থাকে ।

যেমন বাংলাদেশের জন্য আছে >> Google.com.bd

    @ধীমান সরকার বাপ্পী: কমেন্ট ধন্যবাদ ভাই।।
    এই বিষয় গুলি আমি জানি।।
    যেমনঃ ইন্ডিয়ার জন্য google.co.in
    চীনের জন্য google.cn…
    কিন্তু গুগলের এত ডোমেইন এর দরকার কি।।
    google.com ই তো যথেষ্ট????

      @আল সাদিক সাইম: google.com.bd আর google.com এর মধ্যে পার্থক্য দেখুন তবেই বুঝবেন

      @আল সাদিক সাইম: ভাই আমার জ্ঞান সীমিত । তাই যতটুকু নিজে বুঝি ততটাই বলছি ,
      গুগোল সারা বিশ্ব ব্যাপী কাজ করছে । এবং খুব দ্রুত তাদের কাজের ফলাফল ও আমাদের দিয়েছে ।
      কাজ গুলা দ্রুত করার জন্য তাদের একটি সারভার যথেষ্ট নয় ।
      তাই তারা কাজের সুবিধারতে দেশ অনুসারে ভাগ করে দিয়েছেন ।

      এছাড়াও কিছু কারণ আছে ,
      যেগুলা উপলব্ধি করতে পারছি কিন্তু লিখে প্রকাশ করার মত সময় হাতে নেই …

      ধন্যবাদ ।

    @ধীমান সরকার বাপ্পী: আরে বাচ্চে 😛 .tk টোকিও’র হতে যাবে কেন? টোকিও কি কোন দেশ নাকি 🙁 ? .tk হলো ফ্রি ডোমেইন সার্ভিস 😀

Level 2

এইটা কোনো বিষয় হইলো? গুগল ডোমাইন কিনে রাখছে। এই আরকি।

Level New

@ধীমান সরকার বাপ্পী: .tk মানে টকিয়ো এর 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛