জন্মদিন ও কিছু কথা !
দয়া করে পড়বেন
আসসালামু আলাইকুম । কেমন আছেন ? আশা করি ভালই আছেন । আজকে আমার মনে খুশির হাওয়া বইতেছে আবার কষ্টও লাগতাছে । এটা আমার প্রথম টিউন ।
উপরের ছবি থেকে অবশ্যই বুঝে গেছেন । বেশি কিছুই করতে হবে না । যে দিন আপনার জন্মদিন সেই দিন http://google.com এ লগ ইন করুন তারপর গুগুল থেকে জন্মদিনের শুভেচ্ছা পান । আর আপনার বন্ধুদের কে অবাক করে দিন !
এবার আসি কিছু অফ টপিক আলোচনায়ঃ-
খুশি হবার কারনঃ- আজ ২৩ শে নভেম্বর আমার ২২ তম জন্মদিন । ২৩ বছরে পা দিলাম । মনটা কত যে খুশি লাগতাছে তা বলে বুঝাতে পারব না । আরও বেশি খুশি লাগতাছে যখন সকাল বেলা দেখলাম বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগুল ও আমার জন্মদিন হবার কারনে গুগুল ডুডুল প্রকাশ করেছে (যদিও সেটা শুধুমাএ আমার পিসি তে দেখা যাবে) । ২২ বছর আগে এই দিনে, কতগুলো মাস মায়ের পেটে থাকার পরে আল্লাহর অশেষ রহমতের ফলে এই সুন্দর দুনিয়ার আলো-বাতাস এখনও পর্যন্ত ভোগ করিতেছি । জানি না আর কতদিন এই সুন্দর দুনিয়ার আলো-বাতাস ভোগ করতে পারব আমি ?
কষ্ট লাগার কারনঃ- ভাবতেই অবাক লাগছে কিভাবে এত গুলো দিন চলে গেল । এখনও মনে পড়ে কিছুদিন আগে মাএ বিলকিস ফুফু আমাকে এবং আমার কাসিন ফয়সাল কে ১ম শ্রেনীতে ভর্তি করে দিয়ে আসল স্কুলে । দেখতে দেখতে কত গুলো বছর চলে গেল ! আর কতদিন বা বাকি আছে এই জীবনটার, তা আল্লাহ্ তায়ালাই ভাল জানেন । যদি ৫০ বছর বেঁচে থাকি তাহলে ২২ বছর শেষ । তাহলে আর মাএ ২৩ বছর বাকি থাকে । তার মানে জীবনের প্রায় অর্ধেক সময় শেষ । মানে এক পা কবরে চলে গিয়েছে । নিজেকে নিজে রাতে ঘুমাতে যাবার আগে প্রশ্ন করি, কী জন্য আসলাম এই দুনিয়াতে ? কী জন্য পাঠালেন আল্লাহ্ আমাকে এই দুনিয়াতে ? এই দুনিয়াতে আমার আসার আসল উদ্দেশ্য টা কি ? জীবনের অর্ধেক সময়ে এসে এই উপোরক্ত প্রশ্ন গুলো মাথায় গুর-পাক খাচ্ছে !
জন্মদিন যে ভাবে পালন করিতাছিঃ- আমার মনে হল ২ পাউন্ড কেক না কাটলে জন্মদিন পালনে কোন মজাই থাকবেনা । তাই গতকাল মায়ের কাছ থেকে ১,০০০ টাকা নিয়েছিলাম । কিন্তু রাতে মনের ইচ্ছায় ইন্টারনেটে জন্মদিন "কিভাবে পালন করতে হয়" সেটা লিখে সার্চ করলাম । তাতে লেখা পেলাম, যদি ইসলামিক নিয়ম মেনে জন্মদিন পালন করতে হয় তাহলে সে যেন ঐ দিন রোজা রাখে । তারপড় জীবনের অর্ধেক সময়ে এসে ভাবালাম এই দুনিয়া কয়েক দিনের মাএ ! এই দুনিয়ার পিছনে ছুটে কোন লাভ নেই ? পরকালের জন্য কিছু ভাবি । তাই আজকে রোজা টা করলাম, ফযরের নামায আদায় করে আল্লাহ্র কাছে দোয়া করলাম নিজের জন্য, দুনিয়ার সকল মুসলিম দের জন্য এবং মনে মনে ভাবলাম ২ পাউন্ড কেকের পরিবর্তে সেই টাকা দিয়া ছোট ভাইদের খেলার কিছু জিনিস পএ কিনে দেব । আর মনে মনে আশা করলাম জীবনে বেঁচে থাকা পর্যন্ত যতগুলো জন্মদিন পাব হয় ইসলামিক নিয়মে পালন করব না হয় চুপচাপ আল্লাহ্র কাছে দোয়া করব এবং গুনাহের জন্য তওবা করব ।
শেষ কথাঃ- আমার জন্য সবাই দোয়া করবেন যাতে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি ততদিন যেন আল্লাহ্ এবং আল্লাহ্র রাসূল (সাঃ) যে ভাবে বলেছে সেই মোতাবেক যেন জীবনটাকে যেন সুন্দর ভাবে কাটাতে পারি ।
ফেসবুকে আমিঃ- http://facebook.com/masanam91
আমি মোঃ মেহেরাব আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Md Meherab Ali & am a Practicing Muslim. I am a very simple boy with a good heart as my friends say that about me. I am thankful to my parents to make me so proud academically as well as socially. I just want a person who will...
অসাধারন…ধন্যবাদ…আপনাকে।
অনেক ভালো লেগেছে।