"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
মহান আল্লাহর নাম নিয়ে টেকটিউনসে আমার ৩য় পোস্ট শুরু করছি ।
আসসালামু আলাইকুম , আশা করি সবাই ভাল আছেন এবং আল্লাহর রহমতে ভালই থাকবেন। আবারও ছুট্টো একটা টিপস নিয়ে ফিরে এলাম আপনাদের মধ্য । আশা করি আপনাদের ভাল লাগবে ।
আমি আজ ৭ দিন হল একটা ব্লগ তৈরী করেছি । অর্থ্যাৎ আজ থেকে ৭ দিন আগে আমি ফরেক্স আর উপরে ব্লগারে একটি ব্লগ তৈরী করি । ব্লগ তৈরী করে কোন পোস্ট না করে শুধু ওয়েলকাম পোস্ট টা করছি , আর কিছু না। পরেই দিছি বাবা Google AdSense আপ্লাই কইরা । পরের দিন রিপ্লে এল যে Insufficient Content কারনে ডিস এপ্রোভড । জাও বাবা কলা খাও । এখন আর কি করা কিছু পড়া শোনা করলাম কিছু সাইট ও ব্লগে । বিশেষ করে টেকটিউনস এ । পরে ১৬ টা পোস্ট করলাম ফরেক্স এর ২-৩ টা টপিক এর উপর। এবং একটা জটিল টিপস ফলো করে আভার আপ্লাই করলাম।
টিপসটা হল আমি Google AdSense আপ্লাই করার সময় আমার Address দিয়েছিলাম ইউ এস এ এর একটি ঠিকানা । বেস কাজ শেষ পরের দিন মানে গতকাল সকালে দেখি যে আমার অ্যাপ্লিকেশন টা review + সামইয়িক Approved করা হয়েছে অ্যান্ড আমার অ্যাপ্লিকেশন এখনও আন্ডার রিভউ তে আছে । আমি তাই ভাল করে আরও ৪ টা পোস্ট দিলাম নিজের লেখা। অ্যান্ড কিছু SEO করলাম । আজ সকালে উঠে দেখি Gmail এ ডুকে দেখি কাজ হয়ে গেছে । মানে Google AdSense আমার ব্লগে পার্মানেন্টলি Approved হয়ে গেছে। আমকে এর থেকায় কে।? ব্লগটি হল - ForexSignalUsa
যাই হোক আপনাদেরকে এই পোস্ট টা লেখলাম যাতে আপনারা যারা এখনও আপ্লাই করে করে হয়রান কিন্তু Google AdSense তো এর পাওয়া হয় না । শুধু তাদের জন্য এবং যারা নতুন এডসেন্স নিয়ে কাজ করতে চান। সঙ্গেই থাকুন আরও ভাল টিউন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব , ভাল লাগলে কমেন্ট করে জানাবেন ।
তো ভাল থাকবেন এবং Expart রা একটু সাহায্য করবেন আমাকে । কোন ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পোস্টটি প্রথমে প্রকাশিত হয়েছে এখানে
আমার ব্লগ --> http://forexsignalusa.tk
আমি Wasif Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ স্টুডেন্ট। "বি এস এস" এ লেখা পড়া করি। আর অনলইনে টুকটাক লেখালেখি করি। আর সাথে একটু একটু ফরেক্স ট্রেডিং করি।
vi apne bangla likhe adsense pae gelen?