স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল ডুডল !

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

অবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল ডুডল ! এত্তো ভালো লাগতেছে :D
সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা.. ♥..শুভেচ্ছা গুগলকে….

আসুন কিছু কিছু স্ক্রীন শট দেখে নেই…

ছবিঃ স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল ডুডল

ছবিঃ গুগলের আজকের হোম পেজ

ছবিঃ আজকের গুগল ওয়েব সার্চ রেজাল্ট

ছবিঃ আজকের গুগল মোবাইল সাইট

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন ধরেই একটা চেষ্টা চলে আসছিলো, যাতে বাংলাদেশের কোনো একটা জাতীয় দিবসে জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন গুগলের লোগো, যেটাকে “ডুডল” বলা হয়, সেটা যেনো বাংলাদেশ থিমের ওপরে করা হয়।

কাজটা আজকে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগল চেঞ্জ করেছে তাদের লোগো। অনেকেই বেশ খুশি। কাজটা আসলেই ভালো হয়েছে, সন্দেহ নেই। আমি শুধু ছোট্ট দুটো ড্র’ব্যাক দেখাচ্ছিঃ

১। শুধুমাত্র বাংলাদেশি গুগল ব্যবহারকারীরাই এই লোগো দেখতে পাচ্ছেন। অর্থাৎ, আপনি যদি গুগল ডট কম ডট বিডিতে যান, তাহলেই শুধুমাত্র দেখা যাবে এই লোগো। এমনকি যদি গুগল ডট কমেও যান, তাহলেও দেখতে পাবেন না এটা।

বাংলাদেশের যারা অন্তর্জালে কাজ করে থাকেন, তারা স্বাধীনতা দিবস সম্পর্কে যথেষ্টই জ্ঞাত। জানানো দরকার ছিলো যেখানে পুরো বিশ্বকে, সেখানে বাংলাদেশের লোকেদের দিবস সম্পর্কে জানিয়ে ব্যাপারটা অনেকটা “মায়ের কাছে মামাবাড়ির গল্প” ধরনের হয়ে গেলো।

২। যারা ফেসবুকে নজর রাখেন নিয়মিত, তারা জানেন, এই সামান্য একটা লোগো চেঞ্জ করার জন্য কত শত অ্যাপ্লিকেশন করা হয়েছে গুগলে, কতো অনুরোধ করা হয়েছে, কতো মেইল, স্বাক্ষর সংগ্রহ ইত্যাদি করা হয়েছে। প্রচুর আবেদন জানিয়েছেন প্রবাসী বাঙালিরা।

আমার প্রশ্নটা হচ্ছে, “গুগল” একটা বাণিজ্যিক কোম্পানি, এর সাথে আবেগের সম্পর্কটা খুব ঠুনকো। আমাদের দিবসের মর্যাদা আমরা বুঝবো এবং সাধ্যমতো সেটা বিশ্বকে জানাবো। এর জন্য গুগলের পায়ে ধরতে হবে কেন ? তাদের কাছে এতো অনুরোধই বা করতে হবে কেন ? ব্যাপারটা “গুগল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কবে” জাতীয় প্রশ্নের পর্যায়ে চলে গেছে। গুগল কে আমাদের স্বীকৃতি দেয়ার ?

কাউকে চাপ দিয়ে আদায় করা যায় শুধুমাত্র অধিকার। গুগলের লোগো আমাদের অধিকার নয়। আমি গুগলের চাকুরিরত কয়েকজন বিদেশিকে চিনি, যারা এই লোগো ইত্যাদি পরিবর্তন ইত্যাদিকে গোনার মধ্যেই ধরে না। তাই শুধু একটা লোগোর জন্য এতো হা-পিত্যেশ জাতি হিসেবে আমাদের প্রেস্টিজকে ক্ষুণ্ণ করে কিনা, সেটাও ভেবে দেখার বিষয়।

অস্বীকার করি না, সব কাজই কোনও সফলতা পাওয়ার জন্য করতে হয় না। কোনও কোনও কাজ শুধুমাত্র আবেগ, ছেলেমানুষি বা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই, বা শুধুমাত্র করার জন্যই করা হয় এবং সেগুলোকেও স্বাগত জানানো কর্তব্য।

তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সুন্দর লোগোটাকে স্বাগত জানালাম, গুগলকেও ধন্যবাদ জানালাম। আমরা সর্বোচ্চ খুশি হতাম যদি বিষয়টা আন্তর্জাতিক হতো, অর্থাৎ গুগল ডট কমের লোগোটা যদি পরিবির্তিত হতো। কোনও অনুরোধ বা পায়ে ধরাধরি নয়, আশা করবো গুগল বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রেখেই আগামী কোনও একটা দিবসে আন্তর্জাতিকভাবেই তাদের লোগো পরিবর্তন করবে।
গ্লোবাল হলে যে কোনখান থেকেই দেখা যাবে। এই লিঙ্কে খুইজা পান নাকি দেখেন।
https://www.google.com.sl/

    @Rizwan Bin Sulaiman: আপনি ভুল বলেছেন, Google.com এও দেখাচ্ছে। অন্যান্য কান্ট্রি বেজড ডোমেইন গুলিতে না দেখালেও গুগলের মেইন ডোমেইনে ঠিকই দেখাচ্ছে। এটা আপনার দেখার ভুল। ভাল করে দেখুন।

Level 0

আমারো অনেক আনন্দ লাগতেছে।