এখন থেকে ইমেইলের(Gmail) ইনবক্স মেসেজের আপডেট পান মোবাইল এসএমএস এর মাধ্যমে বিনামূল্যে !!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
ইমেইল যার কাছে প্রয়োজনীয় সেই জানে ইমেইল নটিফিকেশনের গুরুত্ব কতটূকু। জিমেইলের ক্ষেত্রে আপনি নিচের টিপস অনুসরন করলে ইমেইল আসার ২ মিনিটের মধ্যেই মোবাইলে গুগল থেকে এসএমএস পাবেন। গুগল জিমেইলের জন্য সরাসরি এসএমএস সাপোর্ট দেয় না। তাই আমরা একে একটু ভিন্নভাবে কনফিগার করে এসএমএস নটিফিকেশন পেতে পারি। আমরা গুগল API কোড ট্রিগ্রার করি জিমেইলে এবং নতুন ইমেইলটি গুগল ক্যালেন্ডারে অটো ইভেন্ট সেট করে। গুগল ক্যালেন্ডার থেকে এসএমএস আমাদের পাঠায়।১। কাজের শুরুতে প্রথমে জিমেইল একাউন্টে লগিন করুন এবং সেটিংস এ ক্লিক করুন।

২। Levels ট্যাবে গিয়ে create new Label এ ক্লিক করে হুবুহু "sendsms" নামে একটি লেবেল ক্রিয়েট করুন।

৩। এখন Filter ট্যাবে গিয়ে Create new Filter এ ক্লিক করুন। এখানে আপনাকে বলে দিবে হবে যে আপনি নির্দিষ্ট কারো ইমেইল নটিফিকেশন নিতে চান নাকি সব ইমেইলের নটিফিকেশন নিতে চান।

সব ইমেইলের নটিফিকেশন চাইলে is:inbox লিখতে হবে।  create filter with this search ক্লিক করুন এবং

Apply the label অংশে sendsms সিলেক্ট করে দিন। create filter চাপুন। এখন জিমেইলের কাজ শেষ।
৪। এবার এই লিঙ্কে ক্লিক করে File- Make a copy - OK তে ক্লিক করুন।রিলোড হয়ে নতুন একটি উইন্ডো খুললে tools- Script Editor এ ক্লিক দিন।

অনেকসময় ফায়ারফক্স ব্যবহারকারীরা এই ধরনের মেসেজ দেখলে Close  এ ক্লিক করবেন।

৫। পরের ধাপে  গুগল API এর কোড দেখতে পারবেন। এখানে Resources- Current Project's Triggers এ ক্লিক করুন।

৬। No triger set. Click to setup a new triger এ ক্লিক দিয়ে নিচের মত সেটিং করুন।

Save এ ক্লিক করার পর অথোরাইজেশন চেক করার জন্য পারমিশন চাইতে পারে...তাহলে authorize এ ক্লিক দিবেন । তারপর আবার Save বাটনে চাপ দিবেন।

৭। এবার যেতে হবে গুগল ক্যালেন্ডারে। এই লিঙ্কে গিয়ে সেটিং এ যান।

এখানে general tab এ বাংলাদেশ এবং টাইম জোন GMT+6 নির্বাচন করুন।
৮। Mobile setup ট্যাবে যান এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি এই ফরমেটে দিন। ভেরিফিকেশন কোড পাঠালে ভেরিফাই করুন।
৯। Calender ট্যাবে নিচের মত করে সেটিং করুন। যেমন - By Default reminder via = 0
এবং বিভিন্ন রিমাইন্ডার হিসেবে এসএমএস সিলেক্ট করে দিন। এখানে যেরকম আছে ঠিক সেরকম করবেন।
এছাড়া ও ল্যাব অংশে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস রয়েছে যা নটিফিকেশন সিস্টেমে আপনার কাজে লাগতে পারে। যেমন আপনি চান আপনাকে যে রাত ১ থেকে সকাল ৮ টা পর্যন্ত কোন এসএমএস নটিফিকেশন না পাঠায়।

----------------------------------------

এখন আপনার সকল কনফিগারেশন কম্পলিট হয়েছে। নতুন কোন মেইল এলে সাথে সাথেই এসএমএস দিয়ে এলার্ট করা হবে।

সব কিছু ঠিক আছে কিনা তা টেস্ট করতে আপনি অন্য কোন একাউন্ট থেকে নিজের ইমেইল এড্রেসে ইমেইল পাঠিয়ে দেখতে পারেন( ইমেইল পাঠানোর সময় বডি টেক্সটে ২-৩ টা ওয়ার্ড না লিখে ৬-৭ লাইনের টেক্সট লিখবেন)। তবে জিমেইলে লগিন অবস্থায় থাকলে আপনাকে নটিফিকেশন দিবে না।

কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। শুভ রাত্রি।

পূর্বপ্রকাশিতঃ আমার ব্যক্তিগত ব্লগে।

 

আপডেট ঃ ধন্যবাদ। যারা আমাকে আপনার সমস্যা জানিয়ে মেইল করেছেন। আমি একটা জিনিস চেক করলাম আপনাদের সবার ভুল ৫ ও ৬ নং অংশে। সবাই ট্রিগ্রার সেট করতে পারেন নি। জানি না কেন এ ভুলটা বেশির ভাগ মানুষ করেছেন। মনে রাখবেই এই খানে একবার সেভ বাটনে চাপ দেয়ার পর Authorize এর জন্য পারমিশন চায়। মনে রাখবেন Authorize এ ক্লিক দেয়ার পর আবার এই সেভ বাটনে ক্লিক দিতে হয়।

আপনারা সবার সব কাজ ঠিক মত করেছেন, কিন্তু সেভ বাটনেই ক্লিক দেন নি !!

Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিলস…. আমার মোবাইলে ইমেইল নটিফিকেশন আসছে । অসংখ্য ধন্যবাদ, এমন একটি সুন্দর টিউনের জন্য…. 😀
আরও সুন্দর সুন্দর টিউন চাই ।

vai ei poddhotite ki 2-3 line er email er message alert asbe na?

অসাধারন ভাই

মামা! জটিল অইছে। ধন্যবাদ।

অসাধারন পোস্ট।

Level 0

অসাধারন পোস্ট।

Thanks for this Post

ভাই, জিপিতে কি হয় না?

    @saifulislam417268: যতটূকু জানি গুগলের ক্যালেন্ডার সার্ভিস সব অপারেটর সাপোর্ট করে।
    তবুও সমস্যা হলে আমাকে মেইল করুন – MashpySays{at}gmail{dot}com

সব সেটিংস ঠিক আছে তারপরও কোন এলার্ট পাচ্ছি না। সমস্যাটা কি বলতে পারেন। আমি জিপি নাম্বার দিয়ে সেটিংস করছি।

    @ফারুক: সমস্যা হলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আমাকে মেইল করুন – MashpySays{at}gmail{dot}com

৪ নং অপশনে File- Make a copy দেয়ার পর ফাইলের নাম পরিবর্তন করে দিলে কি সমস্যা হতে পারে।

    @ফারুক: ট্রিগ্রার সেট করার আগে File- Make a copy দেয়ার পর ফাইলের নাম পরিবর্তন করে দিলে সমস্যা নাই।

    কিন্তু ৬ নং অংশে ট্রিগ্রার সেটের পরে ফাইল রিনেম করলে সমস্যা আছে।

Level 0

৪ নং অপশন এর কাজটা ঠিক বুঝলাম না… একটু বুঝাইয়া দেন… ?

Level 0

আমার message আসছে কিন্তু message এর Body তে কি লেখা তাতো দেখায় না।
Message এর Subject এবং কোন Address হতে এসেছে তা জানা যায় ।
আপনাদের ও কি একই সমস্যা , জানাবেন ।
Thanks

    @Sohel Rana: এটা সমস্যা না। বরং মেসেজ যে এসেছে এবং কার থেকে এসেছে সেই নটিফিকেশটি যেন আসে ঠিক এমন ভাবেই কোড সাজানো হয়েছে। যারা ফ্রীলান্সিং করেন তারা এর সাহায্যে অনেক দ্রুত ক্লায়েন্টের মেসেজের রেস্পন্স দিতে পারবেন।

Level 0

keep it up Brother ☆★☆★…………….

Level 0

কিন্তু এর মাধ্যমে নোটিফিকেশান বা মেইল গুলা কি কোনও ভাবে আপনার কাছে যাওয়ার সম্ভাবনা থাকে কি না ? যেহেতু স্ক্রিপ্ট টা আপনার তৈরী… আর গুগল আপনাকে ট্রাস্ট না করলে অথোরাইজ করতে না করছে, কেনো ? বুঝিয়ে বলবেন …

    @Matraheen: না আমার কাছে আসবে না। ৫ নং অংশেই তো কোড দেখতে পাচ্ছেন।

    আরো ভালো করে দেখতে পারেন – https://gist.github.com/Mashpy/5128861
    দুটি ফাংশন ক্রিয়েট করা হচ্ছে sendsms এবং getCalendar নামে। sendsms দিয়ে ইমেইল কালেক্ট করে তথ্য তৈরি করা হচ্ছে এবং getCalendar অংশে ঐ তথ্য ইভেন্ট আকারে পাঠানো হচ্ছে।

Level 0

ভাই , পুরো message টি যেন পড়তে পারি , এমন একটি স্ক্রিপ্ট আমাদের দিন তাহলে আমরা আরও বেশি উপকৃত হবো।
আর আপনার স্ক্রিপ্ট টি দেখে আমার মনে হয়নি যে , নোটিফিকেশান বা মেইল গুলা আপনার কাছে যাবে।
তারপরও “Matraheen ভাই ” যখন প্রশ্ন তুলেছেন, আশা করি আপনি তার উওর দিবেন। তাতে সবার সন্ধেহ দুর হবে।
ধন্যবাদ

অসাধারন পোস্ট।

Thanks for this Post

অনেক দিন পর খুব ভাল একটা পোষ্ট। ধন্যবাদ আপনাকে। 🙂

Level 0

পোস্টটা অনেক ভালো হয়ছে ।আমি সব গুলো কনফিগারেশন কম্পলিট করেছি কিন্ত আমার মোবাইল এসএমএস আসছে না।আমি ৯ নং কনফিগারেশন টা সামে তোমার মত করে দিয়েছি এই খানে কি কিছু ভুল আছে ।@ মাস্ফি

    @Jibon news: এককাজ করতে পারিস আমাকে তোর জিমেইল আইডি পাসওয়ার্ডটা আমার ফেসবুক মেসেজে দে। দেখি সব কিছু ঠিক আছে কিনা।

ভাই, মোবাইল সেটআপ অপশনটা খুজে পাচ্ছি না,
লিঙ্ক টা দিলে সুবিধা হত …

Level 0

সব করলাম, ইমেইলও পাঠালাম কিন্তু এসএমএস পাইলাম না 🙁

    @itrasel: ইউজার নেম ও পাসওয়ার্ডটা দিয়ে আমাকে মেইল করতে পারেন। একটু আগে একজনেরটা ঠিক করে দিলাম। ওনার সমস্যা ছিল ওনি ট্রিগার সেট করেন নি।

Level 0

ভাইজান আমি আপনাকে মেইল করেছি user name & password দিয়ে আমার মেইলটা কি ঠিক করা যাবে?

    @Delowar_2: কই আমি তো কোন মেইল পাইলাম না !!! কাকে মেইল করছেন !!
    ভুল কাউকে মেইল করে থাকলে এক্ষনই পাসওয়ার্ড চেঞ্জ করে নিন।
    আমার মেইল এড্রেস – mashpysays{at}gmail{dot}com

Level 0

Innovative tune!

    @EK: আর আপ্নের ডার্ক ওয়েবের উপর লেখাটাও চরম।

দারুন একটি পোষ্ট ভাই। গো অন

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ।।।।।।

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

Vai ami sob korlam kintu mail korle sms ashe na. Vai proteti step screenshot shoho diben?

    @rudro6: বলেন কি ভাই ! টিউনে তো প্রত্যেকটা স্টেপের স্ক্রীনশট দেয়া আছে।

    @rudro6: ও আচ্ছা আমি বুঝেছি কেন সমস্যাটা হচ্ছে। সরকার ইউটিউব বন্ধ করছে এই জন্য ব্লগস্পটে সমস্যা। ছবিগুলো ব্লগস্পটে আছে।

    আমার কাল এক্সাম। এক্সাম দিয়ে এসে ঠিক করে দিব;।

Khub chomotkar post. Try korchi. Dekhi ki hoe. but, 3 no step ta brother ekto poriborton hoese. jodi update system ta diten valo hoto. ekhane eshe ekto khotka legese.

    @shofiqsohel48: আচ্ছা সমস্যা হলে পাসওয়ার্ডটা দিয়ে আমাকে মেইল দিয়েন।

      @Mashpy Says: 3 no. step e is:inbox ei word ta accept korce na.

        @shofiqsohel48: is:inbox লেখাটা has the words এই অংশে থাকবে। আপনি ঠিকমত দিয়েছেন? বেশি সমস্যা হলে পাসওয়ার্ড দিয়ে মেইল করুন।

jotil hoi cee vhi jan

ভাই আমি জিপি নাম্বার ব্যবহার করি, আমার অন্য কোন নাম্বার ও নাই। কেন জানি আমার ম্যাসেজ নোটিফিকেশন আসছে না অথচ এটা হলে আমিই বোধ হয় সবচেয়ে বেশী উপকৃত হতাম। আমার জানা মতে প্রতিটা কাজি আপনার দেখানো স্ক্রীন শর্ট অনুযায়ী করেছি।

    @MD. SAIDUL ISLAM: জিপি নাম্বারে এসএমএস আসে। আমি একজন পাঠক থেকে এই মাত্র জেনে নিলাম।
    মে বি আপনি সেটিং এ কোন জায়গায় ভুল করেছেন। আপনি কি আমাকে জিমেইলের পাসওয়ার্ড আর ইউজার ইমেইল করে দিতে পারবেন?

আচ্ছা ভাই পরে মোবাইল নাম্বার পরিবর্ত্ন করা যাবে?

Level 0

thanks, nice

Level 0

ভাই, এস এম এস অপশন বন্ধ করব কিভাবে একটু বলবেন প্লিজ???

Level 0

* অনেক উপকারী পোস্ট। জাযাকাল্লাহু খাইরান

mobile diye chesta korlam . . . holona . . . 🙁

vai ame to thik motoe activate korlam..but amar mobile e to kono notification aslo na…bujlam na kon jagai vul korlam….:(

Level 0

kono poysa katbe? amr t dhik kore din
username= chetamal and
pw=**********

Level 0

Vai, Ame GP user. Bohubar chesta korsi kintu hoina. Kono notification ashe na. Apner tune ti onek sundor hoise. Ame kaje lagate parlam na. Eta amar barthota. Onugroho kore jodi akta video tutorial deten tahole boroi upokreto hotam. Amar mail ID & Password deo shomvob na Karon eta amar official Email ID.

হচ্ছে না 🙁

    @রাকিব হাসান: কোথায় সমস্যা ডিটেইলস বলতে হবে।

Level 0

Good job

আমার এতোদিন ঠিকই ratification আসছিল, কিন্তু গত সপ্তাহ থেকে notification পাচ্ছিলাম না। এজন্য আবার নতুন করে সবকিছু Setting করতে শুরু করলাম। কিন্তু 9 নাম্বার step এ গিয়ে আপ্নার দেওয়া screenshot এর মত কোন কিছু খুজে পাচ্ছি না। অথচ, প্রথম যখন করেছিলাম তখন কোন সমস্যা হয় নি। দয়া করে বল্বেন কি , সমস্যা কোথায়?

    @nasimreza494: আপনি এক্ষন কমেন্ট করলেন টেকটিউন্স তো ইমেইল দিয়া পাঠায়া দেয়, আমি তো এখনও মোবাইলে নটিফিকেশন পেলাম।
    contact{at}mashpy.me তে ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠায়া দেন। সময় পেলে দেখব।

ভাই, গ্রামীনফোনের দুইটা নাম্বার এ নতুন করে অনেক ট্রাই করলাম কিন্তু কোন verification code আস্তেছে না। but এক্টু আগে আমার এক্টা banglalink নাম্বারে verification code সেন্ড করার সাথে সাথে চলে আসল। সেই নাম্বার দিয়ে calendar notification setup করার পড়ে notification ও আসছে। কিন্তু সমস্যা হল আমি GP sim ইউজ করি সবসময়। gp customer care এ ফোন দিলাম, কিন্তু তারা কোন সমাধান দিতে পারল না ! কোন উপায় জানা আছে কি আপ্নার?

    @nasimreza494: জানি না তো ! গুগল ক্যালেন্ডারে যেয়ে দেখেন contact us কিছু আছে কিনা। তাদের গ্রামীনফোনে সমস্যার কথা বলেন। দুই নাম্বারী করে যে sms নটিফিকেশন নিতে যাচ্ছেন এটা বলার দরকার নাই। বলবেন যে গুগল ক্যালেন্ডারে sms ভেরিফিকেশন কাজ করে না।

Level 0

এই সার্ভিসের জন্য কোন চার্জ কাটেব?

আমার tools এর sript editor ইনঅ্যাকটিভ দেখায় কেন? এবং Resource দেখাও যায় না?

চমৎকার টিউন