৩। এখন Filter ট্যাবে গিয়ে Create new Filter এ ক্লিক করুন। এখানে আপনাকে বলে দিবে হবে যে আপনি নির্দিষ্ট কারো ইমেইল নটিফিকেশন নিতে চান নাকি সব ইমেইলের নটিফিকেশন নিতে চান।
সব ইমেইলের নটিফিকেশন চাইলে is:inbox লিখতে হবে। create filter with this search ক্লিক করুন এবং
অনেকসময় ফায়ারফক্স ব্যবহারকারীরা এই ধরনের মেসেজ দেখলে Close এ ক্লিক করবেন।
৫। পরের ধাপে গুগল API এর কোড দেখতে পারবেন। এখানে Resources- Current Project's Triggers এ ক্লিক করুন।
৬। No triger set. Click to setup a new triger এ ক্লিক দিয়ে নিচের মত সেটিং করুন।
Save এ ক্লিক করার পর অথোরাইজেশন চেক করার জন্য পারমিশন চাইতে পারে...তাহলে authorize এ ক্লিক দিবেন । তারপর আবার Save বাটনে চাপ দিবেন।
৭। এবার যেতে হবে গুগল ক্যালেন্ডারে। এই লিঙ্কে গিয়ে সেটিং এ যান।
----------------------------------------
এখন আপনার সকল কনফিগারেশন কম্পলিট হয়েছে। নতুন কোন মেইল এলে সাথে সাথেই এসএমএস দিয়ে এলার্ট করা হবে।
সব কিছু ঠিক আছে কিনা তা টেস্ট করতে আপনি অন্য কোন একাউন্ট থেকে নিজের ইমেইল এড্রেসে ইমেইল পাঠিয়ে দেখতে পারেন( ইমেইল পাঠানোর সময় বডি টেক্সটে ২-৩ টা ওয়ার্ড না লিখে ৬-৭ লাইনের টেক্সট লিখবেন)। তবে জিমেইলে লগিন অবস্থায় থাকলে আপনাকে নটিফিকেশন দিবে না।
কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। শুভ রাত্রি।
পূর্বপ্রকাশিতঃ আমার ব্যক্তিগত ব্লগে।
আপডেট ঃ ধন্যবাদ। যারা আমাকে আপনার সমস্যা জানিয়ে মেইল করেছেন। আমি একটা জিনিস চেক করলাম আপনাদের সবার ভুল ৫ ও ৬ নং অংশে। সবাই ট্রিগ্রার সেট করতে পারেন নি। জানি না কেন এ ভুলটা বেশির ভাগ মানুষ করেছেন। মনে রাখবেই এই খানে একবার সেভ বাটনে চাপ দেয়ার পর Authorize এর জন্য পারমিশন চায়। মনে রাখবেন Authorize এ ক্লিক দেয়ার পর আবার এই সেভ বাটনে ক্লিক দিতে হয়।
আপনারা সবার সব কাজ ঠিক মত করেছেন, কিন্তু সেভ বাটনেই ক্লিক দেন নি !!
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
জটিলস…. আমার মোবাইলে ইমেইল নটিফিকেশন আসছে । অসংখ্য ধন্যবাদ, এমন একটি সুন্দর টিউনের জন্য…. 😀
আরও সুন্দর সুন্দর টিউন চাই ।