চলুন গুগল কে আরেকটু ভালো করে চিনি এবং 404 not found এই জাতীয় error কে তোয়াক্কা না করে ভিতরে প্রবেস করি !!!!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আসসালামু আলাইকুম, আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

 

Google Web Cache

গুগল search engine  তার কাজ করার সুবিধার্থে  অনলাইন এ যতসব পেজ আসে তা সেভ করে রাখে । মনে করেন আপনাকে আমি

৫টি ওয়েব অ্যাড্রেস দিলাম এবং বললাম এখান থেকে ১০ জন ব্যাক্তি আপনাকে প্রশ্ন করবে  এবং উত্তর গুলি আলাদা আলাদা পেজ এ আছে।   এখন যদি আপনি একটি ট্যাব এর মধ্যে কাজ সারতে চান তাহলে আপনাকে একটি পেজে বারবার নতুন করে ঢুকতে হবে যা ঝামেলাদায়ক। এখন যদি আপনি ৫ টি আলাদা ট্যাব এ প্রত্যেক টি পেজ খুলে রাখেন তাহলে আপনি অনায়েসে যে কোন সময় যে কোন প্রশ্নের  উত্তর দিতে পারবেন।  ঠিক একই ভাবে গুগল সার্চ ইঞ্জিন কাজ করে থাকে । গুগল কে যখন আপনি কোন প্রশ্ন করেন অর্থাৎ কোন কিছু সার্চ করেন  তখন  সে পৃথিবীর প্রত্যেক ওয়েব পেজে আপনার প্রশ্নের  উত্তর  খুঁজে , একবার চিন্তা করুন যদি তার কাছে পেজ গুলো আগের থেকে সেভ করা না থাকতো তাহলে তাকে প্রত্যেকটি পেজে নতুন করে  ঢুকতে হতো ফলে আপনার উত্তর পেতে অনেক সময় লাগতো । তাই যখন কোন নতুন ওয়েব পেজ তৈরি করা হয় সঙ্গে সঙ্গে গুগল তার cache মেমোরি তে সেভ করে রাখে ।

আপনাদের অনেকেই cache মেমোরি সমন্ধে ধারনা আছে  যাদের নেই তাদের কে বলছি এটি একটি অস্থায়ী মেমোরি ব্যাবস্থা । এখানে রাখা তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় । যেমন আপনি ৫ টি ট্যাব খুলে রাখছেন এখন যদি আপনি একটি ট্যাব বন্ধ করে দিন তাহলে সেই ট্যাব এ যে  পেজ ছিল তা কি আর আপনি দেখতে পারবেন । ঠিক এইরকমেই হলো cache memory যেখান থেকে তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় ।

এখন আসল কথায় আসি , এর মাধ্যমে আমরা কি লাভ পেতে পারি ??????????

মনে করুন , সকাল ৯:৩০ এর সময় প্রথম আলো ব্লগে দুর্নীতি নিয়ে গোপন তথ্য ফাঁশ হয়ে গেছে । কিন্তু সরকার ৯:৩১ এর সময় তা  টের পেলো এবং তৎক্ষণাৎ সেই পোস্ট টি ডিলিট করার জন্য মডারেটরকে নির্দেশ দিলো এবং মডারেটর

৯:৩২ এর মধ্যে তা ডিলিট করে দিলো । এখন মনে করি আপনি কোন ভাবে এই বিষয় সমন্ধে ৯:৩৩ এ জানতে পারলেন  কিন্তু কোন ব্লগে দিয়েছে তা জানেন না ,তাই আপনি গুগলের সাহায্য নিলেন এবং লিঙ্ক টি খুঁজে পেলেন কিন্তু ভিতরে ঢুকে দেখেন 404 not found । কারন এক মিনিট আগে পোস্ট টি ডিলিট করে দেওয়া হয়েছে  ( অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এক মিনিট পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে তারপরও গুগল কিভাবে খুঁজে পেলো । এর কারন হলো পোস্টটির জন্মের পরপরেই তা গুগল cache server এ সেভ হয়ে গেছে এবং এখান থেকে গুগল সার্চ করে থাকে )। এখন কোনভাবে যদি আমরা cache server এ ঢুকে ঐ পোস্ট টি দেখতে পাই তাহলে কেমন হতো !!!!!!

এখন আমরা তাই দেখব .....................

এর জন্য বেশি কিছু করা লাগেনা 

অ্যাড্রেস বারে গিয়ে লিখুন http://webcache.googleusercontent.com/search?q=cache:http://www.এখানে আপনার অ্যাড্রেস.com

এখন দেখুন মজা ।

এছারা অনেক সময় অনেক জনপ্রিয় ওয়েবসাইট এর server down থাকে তখন ও আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ।

যাই হোক এখন একটি উদাহরণ দেখা যাক 

প্রথমে এখানে ঢুকুন  । কি ভাই ঢুকতে পারলেন জানি পারবেন না  এবার  আমার পদ্ধতি অবলম্বন করে দেখুন ..................

যদি কোন সম্যসা হয় অবস্যই কমেন্ট করে জানাবেন  কারন  আপনাদের সেবায় আমি ২৪/৭ নিয়োজিত ।

Level 0

আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম একটি পোস্ট ভাই। ধন্যবাদ ধন্যবাদ

http://www.silenttip.blogspot.com

আরে দারুন তো! এটা তো কখনো ভাবি নাই।

ভালো পোস্ট। গুগল সার্চ রেজাল্টের ডানপাশে এ্যারোতে ক্লিক করলে একটা প্রিভিউ দেখায়। সেখানে Cached লেখা লিংকে ক্লিক করেই তো দেখা যায়। না-কি ভুল বললাম?

আমি লিংক খুঁজে না পেলে মানে ৪০৪ সমস্যা হলে এভাবে দেখি।

ধন্যবাদ ভাই সুন্দর টিপসটি দেবার জন্য ।

এই লেখাটিকে ” এখন আসল কথায় আসি , এর মাধ্যমে আমরা কি লাভ পেতে পারি ?????????? ” কিভাবে বড়ো করেছেন এবং নীচে আণ্ডারলাইন করেছেন ।

    Level 0

    @বাংলার হৃদয়: heading 2 সিলেক্ট করেন , edit post এর মধ্যে underline দেখতে পারবেননা কিন্তু টিউনটি যখন পোস্ট করবেন তখন আমরা সবাই দেখতে পারবো । ও হ্যা আপনাকে অনেক ধন্যবাদ টিউন টি পড়ার জন্য।

ধন্যবাদ এতো সুন্দর টিপস টি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

ধন্যবাদ ভাই সুন্দর টিপসটি দেবার জন্য ।

এই লেখাটিকে ” এখন আসল কথায় আসি , এর মাধ্যমে আমরা কি লাভ পেতে পারি ?????????? ” কিভাবে বড়ো করেছেন এবং নীচে আণ্ডারলাইন করেছেন তাহলে অনেক উপকৃত হব আপনার বা আপনাদের কাছে।

Level 0

Darun . . . .
Thank you.

    Level 0

    @SOUMESH: আপনাকে ও অনেক ধন্যবাদ :p

superb!!!!!!!!!!!!

ভাই আপনার তথ্য ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সঠিক না। আপনি যে কোন লিংক এর ক্যাশ পাবেন যদি গুগোল সেই লিংক ইনডেক্স করে থাকে। তো ধরেন প্রথম আলো ৯:৩২ এ নিউজ পাবলিশ করলো আর সরকার নিউজ মুছে ফেলার জন্য বলল ১০:০০ টায়। এখন প্রশ্ন হোল মাত্র আধা ঘণ্টায় নিউজটাকি গুগোল ইনডেক্স করলো কিনা। যদি করে তাহলে পাবেন আর না করলে পাবেন না। এতো অল্প সময়ে ইনডেক্স করার চান্স খুব ই কম।

ছেোট মুখে বড় কথা । ভাই আমরা কি পারি গ্রামিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে।
যেমন গ্রামীন আইপি ৪০৪ সব সময় দেখায়। 202.56.4.225
যারা বুজেছেন তাদের কে বলি ।
আমার মাথা তো নতুন বুদ্ধি এলো । দেখি এখনি কাজ করে কিনা । ধন্য বাদ
আর আপনার যদি জানা থাকে প্লিজ মেইল মি: [email protected]

    Level 0

    @তারেক ডিজিটাল: @তারেক ডিজিটাল: হুম ভাই , ক্যাস পেজটি যদি আপডেট করে ফেলে তাহলে আর দেখা যাবেনা তবে আপডেট যে কখন হবে নির্দিষ্ট করে বলতে পারলাম না , ১০-১২ দিন ও লাগতে পারে আবার এক ঘন্টায় হয়ে যেতে পারে।
    আমার এই ছোট মস্তিষ্কে এটুকুই ঢুকেছে তাই বললাম । আপনি যদি আরেকটু বিস্তারিত বলতেন তাহলে খুশি হতাম :))

ostad kothay chile? Kothay chile? Asom,asom.

ততথ মম।

Level 0

Darun vai,ai probleme k0to din dh0ra vugtasi n0w s0lve h0l0

Level 0

AWESOME POST

Level 0

vaia post er jonno onek onek thanks. achcha vaia mediafire theke delete kora file download korar ki kono upay ase?? thakle kindly janaben plz ….

    Level 0

    @ranga: নারে ভাই জানা নাই 🙁

bhai eita to jotil jinish. onek dhonnobad

Level New

hmm moja pailam, thanks.

Level 0

vai hoitese nato…………………………plz help

Level 0

Bhai Ekhon R Kaj Hosse Na, Ektu Dheken, O R Ekta Kotha Onekei Purono Post Gulur Montobbo
Khiyal Kore Na, Aai Jinis Gulu Ektu Khiyal Korben. Thanks

এয়ারটেল ফ্রি নেট ব্যবহার করা যায় । তাদের পিং নাম্বার সংগ্রহ আছে তবে যে কোন পোজ লোড দিলে ৪০৪ দেখায় এখন প্রশ্ন হল গুগুল মামা কে দেখালে সে ৪০৪ পন্ড দেখায় আমি কি করে লোড দিব পেজ তাও ফ্রি।
পিং নাম্বার ফুল ইস্পীড দেখায়। আমাকে সাহয্য করুন। আমাকে ইমেল করুন
[email protected] subjet লিখুন আমি এস এম এস মাধ্যমে পেয়ে যাবে আপনার পরামশ ধন্যবাদ