আসসালামু আলাইকুম, আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
গুগল search engine তার কাজ করার সুবিধার্থে অনলাইন এ যতসব পেজ আসে তা সেভ করে রাখে । মনে করেন আপনাকে আমি
৫টি ওয়েব অ্যাড্রেস দিলাম এবং বললাম এখান থেকে ১০ জন ব্যাক্তি আপনাকে প্রশ্ন করবে এবং উত্তর গুলি আলাদা আলাদা পেজ এ আছে। এখন যদি আপনি একটি ট্যাব এর মধ্যে কাজ সারতে চান তাহলে আপনাকে একটি পেজে বারবার নতুন করে ঢুকতে হবে যা ঝামেলাদায়ক। এখন যদি আপনি ৫ টি আলাদা ট্যাব এ প্রত্যেক টি পেজ খুলে রাখেন তাহলে আপনি অনায়েসে যে কোন সময় যে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন। ঠিক একই ভাবে গুগল সার্চ ইঞ্জিন কাজ করে থাকে । গুগল কে যখন আপনি কোন প্রশ্ন করেন অর্থাৎ কোন কিছু সার্চ করেন তখন সে পৃথিবীর প্রত্যেক ওয়েব পেজে আপনার প্রশ্নের উত্তর খুঁজে , একবার চিন্তা করুন যদি তার কাছে পেজ গুলো আগের থেকে সেভ করা না থাকতো তাহলে তাকে প্রত্যেকটি পেজে নতুন করে ঢুকতে হতো ফলে আপনার উত্তর পেতে অনেক সময় লাগতো । তাই যখন কোন নতুন ওয়েব পেজ তৈরি করা হয় সঙ্গে সঙ্গে গুগল তার cache মেমোরি তে সেভ করে রাখে ।
আপনাদের অনেকেই cache মেমোরি সমন্ধে ধারনা আছে যাদের নেই তাদের কে বলছি এটি একটি অস্থায়ী মেমোরি ব্যাবস্থা । এখানে রাখা তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় । যেমন আপনি ৫ টি ট্যাব খুলে রাখছেন এখন যদি আপনি একটি ট্যাব বন্ধ করে দিন তাহলে সেই ট্যাব এ যে পেজ ছিল তা কি আর আপনি দেখতে পারবেন । ঠিক এইরকমেই হলো cache memory যেখান থেকে তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় ।
মনে করুন , সকাল ৯:৩০ এর সময় প্রথম আলো ব্লগে দুর্নীতি নিয়ে গোপন তথ্য ফাঁশ হয়ে গেছে । কিন্তু সরকার ৯:৩১ এর সময় তা টের পেলো এবং তৎক্ষণাৎ সেই পোস্ট টি ডিলিট করার জন্য মডারেটরকে নির্দেশ দিলো এবং মডারেটর
৯:৩২ এর মধ্যে তা ডিলিট করে দিলো । এখন মনে করি আপনি কোন ভাবে এই বিষয় সমন্ধে ৯:৩৩ এ জানতে পারলেন কিন্তু কোন ব্লগে দিয়েছে তা জানেন না ,তাই আপনি গুগলের সাহায্য নিলেন এবং লিঙ্ক টি খুঁজে পেলেন কিন্তু ভিতরে ঢুকে দেখেন 404 not found । কারন এক মিনিট আগে পোস্ট টি ডিলিট করে দেওয়া হয়েছে ( অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এক মিনিট পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে তারপরও গুগল কিভাবে খুঁজে পেলো । এর কারন হলো পোস্টটির জন্মের পরপরেই তা গুগল cache server এ সেভ হয়ে গেছে এবং এখান থেকে গুগল সার্চ করে থাকে )। এখন কোনভাবে যদি আমরা cache server এ ঢুকে ঐ পোস্ট টি দেখতে পাই তাহলে কেমন হতো !!!!!!
এখন আমরা তাই দেখব .....................
এর জন্য বেশি কিছু করা লাগেনা
অ্যাড্রেস বারে গিয়ে লিখুন http://webcache.googleusercontent.com/search?q=cache:http://www.এখানে আপনার অ্যাড্রেস.com
এখন দেখুন মজা ।
এছারা অনেক সময় অনেক জনপ্রিয় ওয়েবসাইট এর server down থাকে তখন ও আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ।
যাই হোক এখন একটি উদাহরণ দেখা যাক
প্রথমে এখানে ঢুকুন । কি ভাই ঢুকতে পারলেন জানি পারবেন না এবার আমার পদ্ধতি অবলম্বন করে দেখুন ..................
যদি কোন সম্যসা হয় অবস্যই কমেন্ট করে জানাবেন কারন আপনাদের সেবায় আমি ২৪/৭ নিয়োজিত ।
আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম একটি পোস্ট ভাই। ধন্যবাদ ধন্যবাদ
http://www.silenttip.blogspot.com