আমরা প্রায় সবাই ই কম বেশী ব্লগিং করি। কেউ কেউ আবার এডসেন্স এর মাধ্যমে ইনকাম ও করি। অর্থাত আমাদের বাংলাদেশে এডসেন্স পাবলিশার মোটামুটি খারাপ না। যাই হোক আমি ভালো টিউন করতে পারি না, তাই কথা বারাবো না।
গুগল মামার এডসেন্স থেকে টাকা পেতে দৌড়া দৌড়ির শেষ থাকে না। কিন্তু অন্যান্য দেশে মামা কিন্তু ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইন্সট্যান্ট পেপেন্ট দিচ্ছে। তাই সকলের প্রতি আমার প্রস্তাবটি হচ্ছে আমরা প্রত্যেকে যদি গুগল কর্তৃপক্ষের কাছে আলাদাভাবে আবেদন করি তাহলে, অসংখ্য আবেদন যাবে গুগলের কাছে। তখন গুগল আমাদের আবেদন মঞ্জুর করতেই পারে কারন আমাদের দেশে ওয়েষ্টার্ন ইউনিয়ন আছে।
এতে করে করে আমাদের বাচবে সময়,বাচবে অর্থ।
আর বড় কথা হলো ব্যাংকে গিয়ে বিরক্তিকর ধর্ণা দিতে হবে না।
ভুল হলে মাফ করবেন, প্রথমেই বলেছি আমি ভালো টিউন করতে পারি না।
আর মন চাইলে এই অবুঝের ব্লগটা ঘুরে আইসেন click here
nice