গত দুই সপ্তাহ ধরে Adsense Approve করার জন্য বহু চেষ্টার পর দুই দুইবার সাইটের সব কন্টেন্ট চেঞ্জ করে দেবার পর গুগল এই মেসেজ দিল -
Further detail: Unacceptable site content: Your website contains content that we do not allow at this time. Please review our policies (https://www.google.com/adsense/policies) for a complete list of site content not allowed on webpages.
আমার সাইটের ঠিকানা www.bdsell.com
কেউ কি আমাকে বলবেন কন্টেন্টগুলোয় কি সমস্যা ? যদি সমস্যা থাকে তাহলে এডসেন্স এপ্রুভ হবার জন্য কি ধরনের আর্টিকল পোস্ট করব আর কয়টা পোস্ট করব ?
আমি আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jackle of all trades master of none.
আপনার ওবপেজ এর ***contains ****content এর রুলসে আপনার ভুলটা হচ্ছে,আপনি content টি নরমাল ভাবে ওয়েবপেজে সাজিয়েছেন, যা গুগুল-এডসেন্স এর রুল্সে নেই।ধরুন,আপনি যখন আপনার সিভি তেরী করেন, তখন আপনি এক একটি সাবজেট ধারাবাহিকতা রাখেন।ঠিক তেমনি ওপেজ বানোর সময় একটু খেয়াল রাখতে হয় ও কিছু নিয়ম মানতে হয়।আর আপনার ওয়েবপেজের অনেক জিনিস এখনো বাকি আছে যা সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে।গুগুল-এডসেন্স তাদের একটা একাউন্ট এতো সহজে এড করে না।তবে কিছু ওয়েব সাইটের Affiliate marketing এর সহযোগিতা নিলে ১ দিনে তারা একাউন্ট এড করে।গুগুল-এডসেন্স Affiliate marketing ওয়েব সাইটকে এডসেন্স একাউন্ট এড করেতে বাধ্য।কারন;Affiliate marketing ওয়েব সাইট এর সাথে তাদের ডিল থাকে।
*Affiliate marketing ওয়েব সাইটের এর সহযোগিতা ১ দিনে একাউন্ট এড করেছে ২০১০ এ-গুগুল-এডসেন্স।
এই লিনং টা দেখুন -http://codershelpdesk.com/
**বাংলাদেশের ওয়েব-পেজ গুলো ভালো না হলে,গুগুল-এডসেন্স সহজে একাউন্ট এড নেয় না।