গুগলের নতুন সেবা গুগল বিজনেস ভিউ কীভাবে একজন ব্যবসায়ী এবং কাস্টমারের জন্যে আশির্বাদ

গুগল কে চেনে না এমন লোক খুব কমই আছে। তবে এই গুগল এর যে কতকিছু আছে তা আজও মানুষের অজানা। গুগল আজ বিশ্ব কে উপহার দিয়ে যাচ্ছে প্রযুক্তি।ইন্টারনেট এর কথা আসলেই প্রথমে উঠে গুগলের নাম। বর্তমানে যুক্তরাষ্ট্রে শতকরা ৭০- ৭৫ ভাগ জায়গা দখল করে আছে সার্চ ইঞ্জিন বাজারে এই গুগল। অন্যদিকে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং দক্ষিণ আমেরিকাতে এই পরিমান শতকরা ৯০ ভাগের ও বেশি জুড়ে আছে গুগলের শেয়ার।

আজ গুগল এমন ভাবে বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যে ইন্টারনেটের অপর নাম হিসেবে গুগলকে বিবেচনা করা যায়। আর সফলতার এই পর্যায় পর্যন্ত পৌছতে তাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে। তাই বলা যায় প্রযুক্তির এক মহানায়ক গুগল। আর গুগল তার নিত্যনতুন ফিচার দিয়ে আমাদের কে মুগ্ধ করছে।এমনি এক ফিচার নিয়ে এসেছে গুগল এটির নাম হল গুগল বিজনেস ভিউ।এটির মাধ্যমে একজন বিজনেস ম্যান সহজেই তার বিজনেস টিকে অনলাইনে আপলোড করতে পারেন।
এই সেবাটির মাধ্যমে একজন বিজনেস ম্যান তার হোটেল/রেস্টুরেন্ট বা শপ টিকে থ্রিডি আকারে এর ভিতরকার সবকিছু অনলাইনে দেখাতে পারেন।বিষয় টি আরো ক্লিয়ার বুঝার জন্যে এই নিচের লাইভ উদাহরন টি দেখতে পারেন।

google business view in bangladesh
google business view in bangladesh

একজন কাস্টমারের গুগল বিজনেস ভিউ এর সুবিধা
——————————————————————

❁ আপনি সহজেই আপনার পছন্দের হোটেল/রেস্টুরেন্ট/শপ গুলোর ভিতরকার সবকিছু গুগল বিজনেস ভিউ এর মাধ্যেমে ভিজুয়াল মোডে ৩৬০ ডিগ্রি কোনে দেখতে পারবেন।
❁ আপনি কোন হোটেল/রেস্টুরেন্ট/শপ এ যাবার আগে তার ভিতরকার সবকিছু বা এর সম্পর্কে জেনে নিতে পারলে আপনার পক্ষে সহজেই ফিল্টার করা সুবিধার হবে আপনার জন্যে ঠিক কোন হোটেল/রেস্টুরেন্ট/শপ টি ভালো হবে। গুগল বিজনেস ভিউ আপনাকে এই সুবিধাটি দিচ্ছে সম্পুর্ন বিনামূল্য।
❁ আপনার ঘড়ে থেকেই আপনার পছন্দের হোটেল এর ভার্চুয়াল ট্যুর করতে পারেন

একজন ব্যবসায়ীর জন্য গুগল বিজনেস ভিউ এর সুবিধা
———————————————————————
❁ ব্যবসায়ীদের জন্য এটি অনেকটা আশির্বাদসরূপ কারন তারা গুগল বিজনেস ভিউ এর সাহায্যে তাদের হোটেলের ভিতরকার ভিউ থ্রিডি আকারে দেখানোর মাধ্যমে সহজেই তাদের ক্লায়েন্ট এবং কাস্টমারদের আকর্ষণ করতে পারছেন।যা আগে তাদের জন্যে হাজারো বিজ্ঞাপন এবং টাকা খরচের মাধ্যমে করতে হত।কিন্ত তারা গুগল বিজনেস ভিউ সেবাটি নিয়ে তাদের বিজনেস কে আরো একধাপ এগিয়ে নিতে পারেন।
❁ একজন ব্যবসায়ী আগের চেয়ে বেশি তার ব্যবসায় এর সম্প্রসারন করতে পারছেন।এবং নিজেকে প্রযুক্তির সাথে যোগসূত্র তৈরি করতে পারছেন।
❁ গুগল বিজনেস ভিউ অবশ্যই একজন ফরেনার এর জন্যে গুগলের এক গ্রেট ফিচার। কোন ফরেনার যদি চান কোন দেশে ট্যুর করতে এবং সেখানকার ভালো হোটেল বা আবাসিক হল কোনটি ভালো হবে জানতে চান সে এই কাজটা সহজেই গুগল বিজনেস ভিউ এর সাহায্যে করতে পারেন এবং তার পছন্দের হোটেল টি বেছে নিতে পারেন।এইক্ষেত্রে একজন ব্যবসায়ী তার হোটেল বা রেস্টুরেন্ট টিকে সহজভাবেই গুগলের এই সেবাটির মাধ্যমে একজন কাস্টমার এর কাছে উপস্থাপন করতে পারছেন এবং সে আগের তুলনায় ক্লায়েন্ট বেশি পাচ্ছেন এবং খুব সহজেই

❁ একজন ব্যক্তি অবশ্যই চাইবে কোন রিসোর্ট,রেস্টুরেন্ট বা জুয়েলারী শপ  সম্পর্কে জানতে এবং তার সেই কাজটি গুগলের গুগল বিজনেস ভিউ ফিচার টির সাহায্যে সহজেই বুঝতে পারেন।এবং সে তার পছন্দনীয় জায়গাটি কোন প্রকার ভোগান্তি ছাড়াই সিলেক্ট করতে পারেন নিজে সরাসরি না গিয়েও।

এটি এখনো পর্যন্ত বাংলাদেশে তেমন সম্প্রাসারন হয়নি তবে গুগল বিজনেস –ভিউ নিয়ে কাজ করে যাচ্ছেন Questco Bd Bangladesh.তাদের সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট Questco360 ব্রাউজ করতে পারেন।

এবং আপনি যদি চান বাংলাদেশের টপ হোটেল বা রেস্টুরেন্টের লাইভ ভিজুয়াল মোডে দেখতে তাহলে এই লিংকে ব্রাউজ করুন...Google Business view in bangladesh

Level 0

আমি ইমন হাসান নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post on google new service keep tuning with techtuens: enjoy this vide
https://www.youtube.com/channel/UCLMKZsyjnyz2jjE_bw_0RMg