আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের অনেকেরই ইমেইল এবং জিমেইল এর মধ্যে পার্থক্যের ব্যাপারে স্বচ্ছ ধারনা নেই। যাদের এই ইমেইল এবং জিমেইল নিয়ে সচ্ছ ধারণা নেই তাদের উচিত হবে ছোট্ট এই পোস্টটা পড়ে নেওয়া।
সকল স্মার্টফোনে দেখবেন ইমেইল বলে একটা অপশন থাকে যেখানে আপনি আপনার সব ধরনের ইমেইল একাউন্ট লগইন করে রাখতে পারবেন। আবার কিছু কিছু জায়গায় দেখবেন শুধু জিমেইল আছে কিন্তু কেন? জিনিসটা আপনি সহজেই বুঝে যাবেন যদি আপনি প্রথমে বুঝতে পারেন ইমেইল জিনিসটা কি। ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। আগের দিনে মানুষ টিউন অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান করত। সেটারই ইলেকট্রনিক্স ভার্সন হচ্ছে এই ইলেকট্রনিক্ মেইল বা ইমেইল। এখন আর আগের মতো টিউন অফিসে গিয়ে চিঠি পাঠাতে হচ্ছে না। আপনি আপনার ইলেকট্রনিক ডিভাইস থেকে ইলেকট্রনিক্যালি মেসেজ বা ডকুমেন্ট সেন্ড করতে পারছেন এবং সেটা কিন্তু মুহূর্তেই পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে।
এখন আপনি যদি জিমেইল ব্যবহার করেন তাহলে সহজ করে বললে এখানে গুগল আপনার টিউন অফিস আর আপনি যে ইমেইল এড্রেস থেকে আপনার জিমেইল এর মাধ্যমে মেইল পাঠাতে যাচ্ছেন সেটা আসলে গুগল ইলেক্ট্রনিক্যালি ইন্টারনেটের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দিচ্ছে। আপনি যখন গুগল থেকে একটা ইমেইল খুলবেন থেকে তখন আপনার ইমেইল এড্রেসটা হবে এরকম; প্রথমে থাকবে আপনার ইউজারনেম তারপর @gmail.com। এভাবে উদাহরণস্বরূপ আপনি যদি ইয়াহু থেকে ইমেইল খোলেন কিংবা আপনি যদি মাইক্রোসফট থেকে ইমেইল খোলেন তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে; প্রথমে আপনার ইউজার নেম এবং এরপর @yahoo.com অথবা আপনার ইউজারনেম এবং এরপর @hotmail.com। মানে যে কোম্পানির ইমেইল খুলবেন সেটার একটা ডটকম ডোমেইন নাম আপনার ইমেইল এড্রেস এর সাথে যুক্ত থাকবে।
এখন যদি বলি অনেক ইমেইল ডোমেইন এর মধ্যে জিমেইল কেন এত পপুলার? আসলে জিমেইল প্রথমে ছিল শুধুমাত্র যারা গুগলে কাজ করতেন মানে গুগলের কর্মী যারা ছিলেন তাদের ব্যবহারের জন্য। পরে ২০০৪ সালের দিকে গুগল এটাকে সবার জন্য ফ্রি এবং ওপেন করে দেয়। তারপর তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে আসে এবং আপনারা সবাই জানেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ফোন কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত যা একটা জিমেইল দিয়ে লগইন থাকতে হয়। এছাড়াও গুগলের যেসব সার্ভিস আছে যেমন গুগল ম্যাপস, গুগল ফটোস, গুগল ড্রাইভ ইত্যাদির সবগুলোই কিন্তু জিমেইল দিয়ে লগইন করতে হয়। আর এই জিমেইলে ১৫ জিবি স্টোরেজ আছে বলে জিমেইল টা আরো বেশি পপুলার। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমি সংক্ষেপে বলি জিমেইল, ইয়াহু মেইল, হটমেইল এগুলো সবই কিন্তু ইমেইল। কিন্তু সব ইমেইল জিমেইল না। আশাকরি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।