বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম প্রিয় টেকটিউনস কমিউনিটি। আমি মেহেদী। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন কাজের কথায় আশা যাক।
যা যা থাকছে আজকের বিষয়েঃ
ওকে চলুন এই প্রশ্ন গুলোর উত্তর খুজে বের করা যাক।
প্রশ্ন নং ০১
উত্তরঃ
যে জন্য জি মেইল দরকার তা হল আপ্নি আধুনিক যুগের মানুষ। আপনি অনেক ধরণের অনলাইন বিষয়ক কাজে নিয়োজিত থাকেন। আপনাকে অবশ্যই অনেক ওয়েব সাইটে সাইন আপ করতে হয় আপনি যদি সেই ওয়েব সাইটের মেম্বার হতে চান।
এ ছাড়া অফিশিয়াল কাজে আপনাকে অবশ্যই ইমেল এর দরকার পড়বেই।
এবার আসি প্রশ্ন ০২
উত্তরঃ
হ্যাঁ, জরুরি, কেন না আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগের সাথে সবার তাল মিলিয়ে চলতে হয়। তা না হলে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন। যা আপনার নিজের উপর রাগের বা হিংসার কারিণ হতে পারে। বর্তমানে সবার কাছেই গুগোলের এন্ড্রয়েড চালিত অপারেটিং সিস্টেম আছে। আর জিমেল থাকা তো আবশ্যক। কেন না জি মেইল এর সাহায্যে আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইজের সাহায্যে প্লে স্টোর থেকে প্রয়োজনিয় এপস ডাউনলোড করতে পারবেন। এখানে অন্য কোনো মেইল গ্রহনীয় না। তাই আপনাকে জিমেইল থাকা অত্যান্ত জরুরি।
এবার আসি প্রশ্ন নং ০৩ এ।
উত্তরঃ
আপনি এখন গুগোল ও ফেইজবুকের জগতে বসবাস করছেন। তাহলে আপনাকে অবশ্যই জিমেইল একাউন্ট ক্রিয়েট করে সদস্য হতে হবে। তা না হলে আপনি গুগোলের কোনো সেবার মজা নিতে পারবেন না। গুগোলের জি মেইল হলো সবচেয়ে সুবিধা জনক একটা মেইল সেবা। এটা খুব নিরাপদ ভাবে কাজ করতে সহায়তা করে।
অনেক প্রাইভেসি পলেসি মেনে চলে অনেক গোপনীয়তাও বজায় রাখে। একাউন্টের নিরাপত্তা রক্ষায় অনেক কঠোর। অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদের নিয়ে গুগোল চালিত এই জিমেল সেবা প্রদান করে যাচ্ছে। ইউটিউব, ব্লগ, প্লেস্টোর, প্লেমিউজিক, প্লে সার্ভিস, প্লে গেমস, প্লে নিউজ সহ অনেক সাইট হতে আপনি বঞ্চিত হবেন। সে জন্য আপনাকে গুগোলের জিইল অথবা গুগোলএর সদস্যতা লাভ করতে হবে।
এবার আসি ০৪ নং এ
উত্তরঃ
কি কি করা যায় এটা তখনই বোঝা যায় ঝখন আপনি কোনো কাজ করার সময় বুঝবেন এখন আপনার একটা মেইল একাউন্ট এর দরকার। সব ধরণের একাউন্টের ভেরিফাই মেসেজ গুগোল মেইল এর ইনবক্স ও স্প্যাম বক্সে আসবে। ওখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। জি মেইল এর গুনাগুণ বলা যাবে না বলতে গেলে দম ফুঁড়িয়ে যাবে। তাই এক কথায় বলা যায় জি মেইল হলো সেরার সেরা।
এবার আসি ০৫ নং এ
উত্তরঃ
কেন জনপ্রিয় হবে না আপনি নিজেই বলুন? আপনি যদি এক মেইল ক্রিয়েট করে সকল প্রকার সুবিধা ভোগ করতে পারেন তাহলে কেন অন্য মেইল এর কথা চিন্তা করবেন? হ্যাঁ, গুগোলের এক একাউন্ট দিয়ে সব সার্ভিস চালাতে পারবেন। তাহলে ভেবে দেখুন কেন জনপ্রিয় হবে। এবার চলুন দেখি কি ভাবে একটা জিমেইল একাউন্ট তৈরি করতে হয়ঃ গুগোল ক্রম থেকে ব্রাউজারে গিয়ে টাইপ করুন http://www.gamil.com এর পর দেখুন ভিডিওতে।
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাবেন। এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের টিউনে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, মেতে থাকুন প্রযুক্তির সুরে। আমি মেহেদী। খোদা হাফিয।
যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন।
প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
মেসেজ করুন আমাকে
গুগোলের মজার মজার ট্রিক্ষ পেতে সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করুন
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}