Gmail এর ১০০ কোটি ব্যবহারকারী এবং সাথে জেনে নিন Gmail দ্রুত লোড করবেন কীভাবে?

Gmail এর Android অ্যাপ ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি বার ইন্সটল হয়েছে।

  • এই ১০০ কোটি ব্যবহারের কথা গুগল তাদের Google+ পেজে জানায়।
  • এদিকে Gmail কিছুদিন আগে ১০ বছরপূর্তি পালন করে।

Gmail টিপস

জেনে নিন Gmail দ্রুত লোড করবেন কীভাবে?

  • মাঝে মাঝে Gmail এর মূল পেজ লোড হতে বেশি সময় লাগে।
  • এই সমস্যা সমাধান করতে Gmail এর বেসিক মোডে ওপেন করতে পারেন। এজন্য URL এর  শেষে  ‘/?ui=html’  যোগ করে দিলেই সরাসরি চলে যেতে পারবেন বেসিক মোডে।
  • ফলে জাভা স্ক্রিপ্ট ছাড়াই লোড হবে আপনার Gmail অ্যাকাউন্টটি।

অথবা,

  • Gmail অ্যাকাউন্টটি যখন লগইন করবেন Load Basic HTML এ ক্লিক করুন।

নিচের ছবির মতো-

  • তবে বেসিক মোড ব্যবহারের সমস্যা হল এতে জিমেইলের আধুনিক অনেক ফিচারই ব্যবহারের সুযোগ থাকবে না। তবে ইনবক্সের মেইলগুলো খুব দ্রুত দেখা যাবে।
  • দ্রুত কাজ সারার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bah.. Khub sundor post. Onak kechu jante parlam apnar post thake.

    Level 2

    @felu da: ধন্যবাদ ভাই, সাথে থাকুন।

পরে ট্রাই করে দেখবো।

    Level 2

    @মাহমুদ কলি।: ওকে ধন্যবাদ।

আমার অনেক কাজে লাগবে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 2

    @ব্লগার ভাই: ধন্যবাদ।

thx vai amr 2g te gmail load nitei pare na.

    Level 2

    @খারাপ ছেলে: ধন্যবাদ।

আমি এইভাবে gmail use করে থাকি 🙂

    Level 2

    @রাকিব হাসান: ধন্যবাদ।