আমার কয়দিন আগে খুব দরকার পরেছিল কিভাবে জিমেইল এর ইনবক্স থেকে এক সাথে সব মেইল ডিলিট করে দিবো। কারন অনেক মেইল হয়ে গেলে (যেমন ১০০০+) এক তখন ৫০ টা করে মেইল ডিলিট করতে করতে হাত ব্যাথা হয়ে যায়, এক কাজ বার বার করতে করতে বিরক্ত লেগে যায় আর তা ছাড়া অনেক সময়ও লাগে। আজকে হঠাৎ গুগল করে পেয়ে গেলাম কি করে সব মেইল একসাথে ডিলিট করতে হয়। আমার মনে হয় আমার মত অনেকেরই কাজে লাগবে এটা। তাই শেয়ার করলাম।
প্রথমে জিমেইলের লগইন করুন। HTML না Loading standard view হিসাবে লগইন করুন।
চিত্রে দেখানো ১ ঐখানে ক্লিক করে All সিলেক্ট করুন তারপর চিত্রে দেখানো ২ এর মত করে ঐখানে ক্লিক করে select all xxxx Conversion in box করুন তারপর ডিলিট করে দিন। একদম পুরা মেইল বক্সে থাকা সব মেইল একেবার ডিলিট হয়ে যাবে।
আমি sharif1234। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo idea …kaze lagbe…thanks
http://www.networkfun.net