সর্বশেষ টেক নিউজ [পর্ব-০২] :: ফ্রিতে গুগল ড্রাইভে ২ জিবি অতিরিক্ত স্টোরেজ নিয়ে নিন এখনি যতদ্রুত পারেন। ফুরায়ে গেলে পাবেন না।

গুগলের ইউজার সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করছে গুগল কর্তৃপক্ষ। এজন্য তারা কাজ করছে বিভিন্নভাবে। তারই ফলশ্রুতিতে তারা গুগল ব্যবহারকারীদের দিচ্ছে এক্সট্রা ২ জিবি ভলিউম। এই এক্সট্রা ২ জিবি ফ্রি ভলিউম নিতে আপনাকে সময় ব্যয় করা লাগবে মাত্র ১/২ মিনিট। যা বাৎসরিক ২০ ডলার সমমূল্যের।

আপনি আপনার গুগল একাউন্টের নিরাপত্তা বাড়াবেন আপনার নিজের সিকিউরিটির জন্য। অন্যদিকে গুগল আপনাকে দিবে ২ জিবি ফ্রি স্টোরেজ। কি মজা তাই না!

আসলেই তাই গুগল আজ ঘোষণা দিছে এই সুবর্ণ সুযোগের। যেকোনো সময় অফারটি বন্ধ হতে পারে, সেহেতু যত দ্রুত পারেন নিয়ে নিন এক্সট্রা ২ জিবি আর বাড়িয়ে নিন আপনার সকল গুগল একাউন্টের সিকিউরিটি।

গুগল ড্রাইভ

কীভাবে করবেনঃ

  • প্রথমে আপনার গুগল একাউন্টে প্রবেশ করুন।
  • এই লিংক থেকেও যেতে পারেন। (আগেই আপনার জিমেইল লগইন করে রাখবেন)
  • তারপর Get Started এ ক্লিক করুন।

তারপর নিচের ছবির মতো পেজ আসবে।

গুগল একাউন্ট থেকে Get Startet এ ক্লিক করুন
  • এখান থেকে আপনার সকল অপশন ফুলফিল করে আপনার সিকিউরিটি বৃদ্ধি করুন। কোন অপশন যেন বাদ না পড়ে তথ্য দিয়ে ভরাট করতে।
  • এভাবে Step by Step সকল অপশন পুরন করুন।

সকল অপশন সঠিকভাবে পুরন করলে নিচের ছবির মতো একটা বার্তা আসবে।

সবগুলো অপশন সঠিকভাবে দিলেই সবগুলো ওকে দেখাবে

এখন আপনি গুগলে সম্পূর্ণ নিরাপদ। এবার অপেক্ষা করুন ২ জিবি নেওয়ার জন্য। আপনাকে গুগল মেইলের মাধ্যমে জানাবে। ঘোষণা না দেওয়া পর্যন্ত অফার চলবে। তবে খুব দ্রুত অফার শেষ হবে।

তাহলে শুরু করুন আপনার সিকিউরিটি চেক! 🙂

তথ্যসূত্রঃ বিজনেস ইনসাইডার এবং ম্যাশএবল।

সর্বশেষ টেক নিউজের ১ম পর্ব দেখে নিন 

ভালো লাগলে কমেন্ট, শেয়ার করুন, অন্যকে জানতে সহায়তা করুন।

শেষের কথা-

আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।

আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো? 

আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thx

thx,but oi extra drive kivabe use korbo??

    @touhid rana: আপনাকে মেইল করবে, তারপর গুগল ড্রাইভে এক্সট্রা ২ জিবি পাবেন, যেটা আপনি গুগল ড্রাইভ যেভাবে ব্যবহার করতেন সেভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।

মাগনা ১৫জিবি তো পেয়েছিই……আপনারটা ট্রাই করে ভেরিফিকেশন মাত্র শেষ করলাম….দেখি পেজ আর ব্রিনের দয়া হয় কিনা!!…..আপনাকে ২ জিবি ধইন্যা 🙂

Level 0

2GB paite kotokhon somoy lage.

bro, protek ta security ki must fill up krte hbe? amr phn verification nei, eta na korle prb?