গুগলের ইউজার সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করছে গুগল কর্তৃপক্ষ। এজন্য তারা কাজ করছে বিভিন্নভাবে। তারই ফলশ্রুতিতে তারা গুগল ব্যবহারকারীদের দিচ্ছে এক্সট্রা ২ জিবি ভলিউম। এই এক্সট্রা ২ জিবি ফ্রি ভলিউম নিতে আপনাকে সময় ব্যয় করা লাগবে মাত্র ১/২ মিনিট। যা বাৎসরিক ২০ ডলার সমমূল্যের।
আপনি আপনার গুগল একাউন্টের নিরাপত্তা বাড়াবেন আপনার নিজের সিকিউরিটির জন্য। অন্যদিকে গুগল আপনাকে দিবে ২ জিবি ফ্রি স্টোরেজ। কি মজা তাই না!
আসলেই তাই গুগল আজ ঘোষণা দিছে এই সুবর্ণ সুযোগের। যেকোনো সময় অফারটি বন্ধ হতে পারে, সেহেতু যত দ্রুত পারেন নিয়ে নিন এক্সট্রা ২ জিবি আর বাড়িয়ে নিন আপনার সকল গুগল একাউন্টের সিকিউরিটি।
তারপর নিচের ছবির মতো পেজ আসবে।
সকল অপশন সঠিকভাবে পুরন করলে নিচের ছবির মতো একটা বার্তা আসবে।
এখন আপনি গুগলে সম্পূর্ণ নিরাপদ। এবার অপেক্ষা করুন ২ জিবি নেওয়ার জন্য। আপনাকে গুগল মেইলের মাধ্যমে জানাবে। ঘোষণা না দেওয়া পর্যন্ত অফার চলবে। তবে খুব দ্রুত অফার শেষ হবে।
তাহলে শুরু করুন আপনার সিকিউরিটি চেক! 🙂
তথ্যসূত্রঃ বিজনেস ইনসাইডার এবং ম্যাশএবল।
সর্বশেষ টেক নিউজের ১ম পর্ব দেখে নিন
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।
আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো?
আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
thx