জেনে নিন ক্রোম ব্রাউজারের নতুন কিছু ফিচার্স সম্পর্কে

 

সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই টিউন!

গুগল তাদের ক্রোম ব্রাউজারের নতুন বিটা V76 সংস্করণে এনেছে নতুন ফিচার এবং কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, আসুন দেখে নেওয়া যাক!
কপিরাইট : টেক ফিভার বাংলা

• এডোবি ফ্ল্যাশ ব্লক :

নতুন এই সংস্করণে এডোবি ফ্ল্যাশ প্লেয়ার ব্লক করে দেওয়া হয়েছে ডিফল্ট ভাবে।

ফ্ল্যাশ প্রযুক্তির বদলে ওয়েবসাইটে HTML5 এর ব্যবহার বাড়ানোর জন্যই এই পদক্ষেপ।

এর ফলে ব্যবহারকারীরা দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা পাবে আশা করা যাচ্ছে।

কপিরাইট : টেক ফিভার বাংলা

• ডার্ক মোড :

যদি আপনার ব্রাউজারে ডার্ক মোড অন করা থাকে, এবং কোনো ওয়েবসাইটের যদি নিজস্ব ডার্ক মোড থিম থাকে তাহলে সেই ওয়েবসাইট খুললেই স্বয়ংক্রিয়ভাবেই ডার্ক মোট কাজ করবে।

 

তথ্যসূত্র : ইন্টারনেট

বিঃ দ্রঃ - লেখাটি প্রথম প্রকাশিত আমার ব্লগ : টেক ফিভার বাংলায়

সকলকে আমন্ত্রণ রইলো আমার ব্লগে ঘুরে আসার জন্য।

ভুল-ত্রূটি মার্জণার দৃষ্টিতে দেখবেন!

ধন্যবাদ।

Level 0

আমি সেখ রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস