বছরে এক বিটকয়েন Without Work পিসিতে গুগল ক্রোম ব্যবহার করে বিটকয়েন মাইন করতে চান তাহলে এবার মাইন করুন শুধু মাত্র একটি Extension দিয়ে গুগল বলে কথা

.হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বিটকয়েন মাইন করার ট্রিক আপনার পিসির জন্য।

এখন আপনি চাইলেই আপনার পিসি থেকে বিটকয়েন মাইন করতে পারেন। যার জন্য কোন ক্যাপচা এন্ট্রি করতে হবেনা না দেখতে হবে কোন এড নেই কোন Jackport ও লটারির ঝামেলা। শুধু মাত্র গুগল ক্রোম ব্রাউজারটি পিসিতে ইন্সটল করা থাকতে হবে সাথে Add করে নিতে হবে একটি Extension  হ্যা আপনি ঠিক দেখছেন একটি Extension আপনাকে বিটকয়েন মাইন করতে সাহায্য করবে।

Extension এর কাজটা কি?

Extension টির কাজ হবে যখন আপনি ক্রোম চালু রাখবেন Extension বিটকয়েন মাইন করতে থাকবে।
তা আপনি কোন কিছু ব্রাউজিং করছেন সে সময় ও হতে পারে অথবা ইন্টারনেট কানেকশন দিয়ে ক্রোম ব্রাউজেরর ট্যাব খুলে রেখেছেন সে সময়ও হতে পারে। তবে আপনি চাইলে মাইনিং করা বন্ধ করতে পারবেন আবার চাইলে Low, Medium, High কনফিগ দিয়ে চালু রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে এটা ইন্টারনেট এবং ক্রোম ব্যতীত করা যাবেনা।

কি কি প্রয়োজন?

প্রথমে যেটা সবচেয়ে দরকারী সেটা ডাউনলোড করে নিন মানে গুগল ক্রোম নিচের লিংকে দেখুন।

গুগল ক্রোম ডাউনলোড করুন এখানে ক্লিক করে। 

গুগল ক্রোম ডাউনলোড হয়ে গেলে নিচের লিংক থেকে Extension টি যুক্ত অথবা ডাউনলোড করে নিন।

Extension টি পেতে এখানে ক্লিক করুন।

সেটআপ কিভাবে করবো?

Extension এর ডাউনলোড লিংকে গিয়ে ADD TO CHROME AND GET BITCOIN বাটনে ক্লিক করুন।

এবার Add extension বাটনে ক্লিক করে দিন।

দেখুন উপরে আমার মাইন চালু হয়ে গিয়েছে অটোমেটিক।

দেখুন কর্নারে লাল দাগ দেওয়া তার নিচে হলুদ গোল চিহ্ন থেকে থাকে তবে বুঝে নিতে হবে মাইনিং এর কাজ চলছে।

তো হয়ে গেল জানা যেভাবে এটা কাজ করে।

Withdraw কিভাবে দিব?

Crypto Tab নামে যে Tab টি খুলবে তার ডান পাশের কর্ণারে দেখবেন Menu আছে তাতে ক্লিক করুন।

Withdraw বাটনে ক্লিক করুন।

০.০০০৪১ সাতশি না হলে আপনি পেমেন্ট নিতে পারবেন না।

আর এবার আসি পেমেন্ট প্রুফ ভাই এটা সম্বন্ধে জানলাম তাই জানাতে আসলাম এটার পেমেন্ট আমি নিজে এখনো পাইনি যদিও কিন্তু আমি যার রেফারে বা যার মাধ্যমে জেনেছি তার শেয়ার করা পেমেন্ট প্রুফ টি দিচ্ছি শুধু মাত্র আপনাদের টিউমেন্টের ভয়ে।

শিহাব ভাইয়ের ভিডিও টি দেখে নিতে পারেন নিচে লিংক দেওয়া রইলো

ভিডিও প্রুফ লিংক

এরপর ও যদি আপনার তৃপ্তি না ভরে তবে আমার পরিচিত অন্য ভাইয়ের পেমেন্ট প্রুফ দেখতে নিচে লিংক

পেমেন্ট প্রুফ লিংক

যেহেতু এটা গুগলের সাথে মিলিত তাই এর Payment নিয়ে কোন ঝামেলা হবেনা। তাই আমার Payment প্রুফ ছাড়া টিউনটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি পজেটিভ ভাবে নিবেন।

যদি টিউন টি আপনার ভাল লেগে থাকে পাশে আছেন টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং CyberDL

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস