আপনার ইন্টারনেট চালানোর অবিজ্ঞতা পাল্টে দিন গুগোল ক্রোমের সাথে, কিছু উচ্চমানের ফ্রি Extension দিয়ে।

আসসালামুআলাইকুম।

আপনারা সবাই কেমন আছেন, আশাকরি সবাই ভাল আছেন।

আমার এবারের টিউনে আমি একবারে ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশেষ ১১টি গুগোল ক্রোম Extension নিয়ে।

যার সাহায্যে আপনার ইন্টারনেট চালানোর অবিজ্ঞতাকে পাল্টে দিতে পারবেন। এখানে এমন কিছু বিষয় আলোচনা করেছি যা আপনাকে আরো সহয় করে দিবে ইন্টারনেট চালানো। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

আপনাকে প্রথমেই আপনার গুগোল ক্রোম ব্রাউজার অপেন করতে হবে, তারপর সেখান থেকে বিশেষ  Extension গুলো যোগ করে নিতে হবে, তারপর আপনি এই সুবিধা গুলো পাবেন।

নিচে একটি ভিডিও দিলাম,  এখানে বিস্তারিত দেয়া আছে।

 

কিছু বিষয় আলোচনা করছি।

১) ইমেজ সার্চ 

২) অ্যাড বক্ল 

৩) গ্রমার চেকার

৪) চোখকে বাচানোর উপায় 

৫) আকর্ষনী ডিজাইন সহ

মোট ১১ টি বিষয়।

আপনি উপরের নামে (নীল রং) কিক্ল করে সরাসরি এটি আপনার ব্রাউজারে যোগ করে নিতে পারবেন।

আপনাদের বুঝার সুবিধার জন্য আমি ভিডিও আকারে দিলাম।

আপনার বুঝতে অসুবিধা হলে আমাকে টিউনমেন্ট করুন। আমি আপনার সমস্যা সমাধানে করতে সদা প্রস্তুত।

 

এক নজরে আমার অন্য টিউন গুলো :

১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।

২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।

৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।

৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।

৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।

৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।

 

 

বিদায় নিচ্ছি ভাল থাকবেন।

Level 1

আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাদের সবাইকে ধন্যবাদ ।