Google Chrome ব্রাউজার ইউজারদের ১০টি সিক্রেট টিপস। যা সবার জানার দরকার।

টিউন বিভাগ গুগল ক্রোম
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের প্রথম দিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের লেখা শুরু করছি। Browser হিসেবে জনপ্রিয় ব্রাউজার হল গুগুল ক্রোম। আমি ১০ টি সিক্রেট ও গুরুত্বপূর্ন টিপস নিয়ে ভিডিও তৈরী করেছি। যা সবার জানা দরকার।

নিচে কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আর বাকি গুলো ভিডিওতে দেখে নিবেন দয়া করে।

  • ১.  গুগুল ক্রোম ব্রাউজারকে Image ভিউয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • ২. এই ব্রাউজারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • ৩.  Media Player হিসেবে Google Chrome ব্রাউজার ব্যবহার করবেন।
  • ৪. খুব সহজেই এই ব্রাউজারকে Note Pad বা Word Pad হিসেবে ব্যবহার করবেন।
  • ৫. আপনার সকল ট্যাব কে পিন করে রাখুন খুবই সহজে।

এই রকম ১০ টি টিপস দেখানো হয়েছে। নিচে ভিডিও লিংক দেওয়া আছে। সবাই দেখে নিবেন আশা করি। কারন এই টিপসটি সবার জানা প্রয়োজন।

ভিডিও দেখুন এখান থেকে।

আমাদের ফেসুবক পেইজে জয়েন করুন এখান থেকে।

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস