আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় সবাই ভাল থাকুন এটাই কামনা করছি সারাক্ষন। Google Chrome Tricks নিয়ে আলোচনা করার আগে একটা IT Help Desk নামে একটা YouTube চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব। যে চ্যানেলটিতে Computer,Internet নিয়ে ভিবিন্ন গুরুত্বপূর্ন ভিডিও রয়েছে।
আজ আলোচনা করব Google Chrome এর কিছু গুরুত্বপূর্ন Tricks নিয়ে। আমরা হয়ত অনেকেই বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি। তার মধ্যে জনপ্রিয় একটা ব্রাউজার হল Google Chrome।
অন্য সব ব্রাউজারের থেকে অনেক দ্রুতগতি সম্পন্ন এই ব্রাউজারটি। কিন্তু আমরা যারা গুগুল ক্রোম ব্রাউজার ব্যবহার করি তারা হয় অনেক বিষয় জানি না।
যে এই ব্রাউজার দিয়ে এমন কিছু কাজ করা যায় যাতে অপনি দেখলে অবাক হবেন। যেমন ধরুন, এই ব্রাউজারটা আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন, ব্রাউজারটি ইমেজ ভিউয়ার বা ভিডিও দেখার জন্য মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।
এমনকি আপনি ডিকসেনারী হিসেবেও ব্যবহার করতে পারেন। এমন আরো অনেক Tricks and Tips ব্যবহার করতে পারেন। যা আপনার অনেক উপকারে আসবে। তাই
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কোন টিউন হলো? টিউনে ডাইরেক্ট বলে দিলেই হত,যে দয়া করে আমার ভিডিউটি দেখেন,আমরা দেখতাম