এবছরের শুরুতে Google I/O তে গুগল ঘোষণা দিয়েছিলো ওরা ক্রোম ওএসে আন্ড্রয়েড এ্যাপ চালানো সক্ষম করবে, যেটা মূলত ওয়েবব্রাউজারভিত্তিক ওএস। এতে অনেক স্থানীয় অ্যাাপ চালানো সক্ষম হবে, বিশেষ করে যখন ইন্টারনেট কানেকশন থাকে না।
Google I/O তে গুগল বলেছিলো এটা তখনো পরীক্ষাধীন, কিন্তু দেখা যাচ্ছে তারা প্রথম সেট এ্যান্ড্রয়েড এ্যাপ রেডী করে ক্রোম ওএসে । যদিও চারটা এ্যাপ, তবুও গুগল জানিয়েছে ডেভলপাররা কোনো টোয়েক করা ছাড়াই সরাসরি ক্রোম ওয়েব স্টোরে তাদের এ্যাপ প্রকাশ করে দিতে পারবে।
অনেক লোক এখনো ডেস্কটপ এ্যাপ নিয়েই সন্তুষ্ট আছেন। ফটোশপের মত এ্যাপ লোকাল রিসোর্সের উপর অনেক নির্ভরশীল। ওয়েব বেজড এ্যাপগুলো যেকোন স্থান/ডিভাইস থেকে চালানো যায়। কিন্তু পৃথিবীর অনেক এলাকায় এখনও ইন্টারনেট সহজলভ্য নয়। একারণে ক্রোম ওএস উইন্ডোজ, ম্যাক ওএস থেকে পিছিয়ে আছে।
এখন যে এ্যাপগুলো লভ্য সেগুলো হলোঃ
এ ফিচারটি এখন বিটা। গুগল এ ফিচারটির মাধ্যমে ডেভলপারদের ক্রোম ওএসে তাদের এ্যাপ ওয়েব প্রযুক্তিতে নিয়ে আসতে উদ্বুদ্ধ করছে। গুগলের এ্যান্ড্রয়েড এ্যাপ ক্রোম ওএসে নিয়ে আসা গ্রাহকদের কাছে ক্রোম ওএসের গ্রহণযোগ্যতা বাড়াবে।
আমি নাহিন আকবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যা জানি শেয়ার করার চেষ্টা করবো।