আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজিং এর সময় সব কিছু সাজানো গুছানো রাখতে ট্যাব ম্যানেজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্যাব ম্যানেজার গুলো একই সাথে সিস্টেম রিসোর্স ব্যবহারেও ভূমিকা রাখে। ইন্টারনেটে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ট্যাব ম্যানেজার ছিল ছিল Great Suspender। দুর্ভাগ্য জনক ভাবে সেই ব্রাউজার এক্সটেনশনটি এখন আর এভেইলেবল নেই। এক্সটেনশনটি ম্যালওয়্যার যুক্ত দাবী করে এটিকে ক্রোম স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
ব্রাউজারে চলমান অব্যবহৃত ট্যাব গুলো স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ করে দিতে কাজ করে The great suspender এক্সটেনশনটি। অতিরিক্ত ট্যাব না থাকায় ব্রাউজারের উপর চাপও কম থাকে এবং ব্রাউজার দারুণ পারফরম্যান্স দিতে পারে।
গুগল ক্রোমের ট্যাব গুলো স্মার্টভাবে ম্যানেজ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে The great suspender এর মত এক্সটেনশন গুলো। The great suspender এক্সটেনশনটি অধিক ব্যবহৃত করতো সে সমস্ত ইউজার যারা একাধিক ট্যাব নিয়ে কাজ করে। এই এক্সটেনশন গুলো যে শুধু মাত্র অব্যবহৃত ট্যাব গুলোই ক্লিয়ার করে এমনটি নয়, দেয় অতিরিক্ত কিছু সুবিধাও। তবে এক্সটেনশনটি ভুল করে আপনার প্রয়োজনীয় ট্যাব ক্লোজ করে দিলেও ভয়ের কিছু নাই রয়েছে হিস্ট্রির ব্যবস্থা।
টেক লাভার, যারা ব্রাউজারের ট্যাব গুলো স্মার্ট ভাবে পরিচালনা করতে চাইতো তাদের সবারই পছন্দের একটি এক্সটেনশন ছিল Great Suspender। কিছুদিন আগে জানা যায় গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটি সরিয়ে নিয়েছে। গুগল জানিয়েছে এটি ম্যালওয়্যার ছড়াতে ব্যবহৃত হতে পারে। Great Suspender এর খবরটি প্রকাশিত হয় 9to5Google ব্লগে। গত বছর, এই এক্সটেনশনটি একটি থার্ড পার্টির কাছে বিক্রি করা হয় যারা বেনামী ছিল।
বিক্রয় হবার পর যখন Great Suspender 7.1.8 আপডেটটি আসে তখন এটি কিছুটা সন্দেহজনক হয়ে উঠে। একই সাথে Reddit দাবী করে এই এক্সটেনশনটিতে ট্র্যাকিং কোড রয়েছে যেগুলো ব্রাউজারের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে এবং থার্ড পার্টি সার্ভারে সেন্ড করতে পারে।
যাই হোক এখন Great Suspender নেই, তাই আমি এই টিউনে নিয়ে এসেছি, Great Suspender এর সেরা ১০ টি বিকল্প এক্সটেনশন।
Tab Manager আমাদের ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে একাধিক সুবিধা দিয়ে থাকে৷ বিশেষ করে এটি আপনার ওপেন করা সকল ট্যাব গুলোকে দক্ষতার সাথে পরিচালনা করে। যেমন আমরা ব্রাউজিং এর সময় অনেক গুলো ট্যাব ওপেন করে কাজ করি, আর এর ফলে আমাদের CPU ব্যবহার বেড়ে যায়। কম্পিউটারের রিসোর্স গুলো যেন অযথা বেশি লোড না হয় এটার দায়িত্ব থাকে ট্যাব ম্যানেজারের।
তাহলে চলুন দেরি না করে বিকল্প দশটি এক্সটেনশনের সাথে পরিচিত হওয়া যাক,
আপনি যদি ম্যালওয়্যার ছাড়া আগের Great Suspender পেতে চান তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে, এটি আপনি পাচ্ছেন৷ GitHub এ Great Suspender এর একটি ভার্সন রয়েছে যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই ভার্সনটি থেকে সকল ম্যালওয়্যার কোড সরিয়ে ফেলা হয়েছে।
যেহেতু এটি ক্রোম স্টোরে নাই, সুতরাং এটিকে আপনার ম্যানুয়ালি ইন্সটল করতে হবে।
Great Suspender
ডাউনলোড লিংক @ Great Suspender
ক্রোমের সিম্পল এবং দারুণ একটি ট্যাব ম্যানেজার। নতুন ট্যাব ওপেন করলে পুরনো গুলো সহজেই মুছে ফেলতে পারবেন এই এক্সটেনশনটি দিয়ে।
ইউজারদের সুবিধার কথা চিন্তা করে Tabby তে রয়েছে তিনটি ভিন্ন ভিন্ন মুড যথা, Focus Mode, Relax Mode, এবং Customize Mode।
Focus Mode: ইউজার মাত্র ৫ টি ট্যাব ওপেন রাখতে পারবে।
Relax Mode: পুরনো গুলো ক্লোজ করার আগে একজন ইউজার ১২ টি ট্যাব ওপেন রাখতে পারবে।
Customize Mode: ডিফল্ট মুডে একসাথে ইউজার আটটি ট্যাব ওপেন রাখতে পারবে।
Tabby
ক্রোম-স্টোর লিংক @ Tabby
আগের Tabby এক্সটেনশনটির মতই সিম্পল একটি ট্যাব ম্যানেজার এক্সটেনশন হচ্ছে The Great Discarder। যেখানে Tabby একটি নির্দিষ্ট লিমিট যাবার পর ট্যাব গুলো ক্লোজ করে সেখানে The Great Discarder, কোন ট্যাব ১ ঘণ্টা ইনেক্টিভ থাকলে সেটিকে ক্লোজ করে দেবে।
The Great Discarder কোন ট্যাবকে ক্লোজ করে দিলে সেটা পুনরায় ওপেন করতে ক্রোমের হিস্ট্রিতে যেতে হবে। তাছাড়া আপনি যদি চান যে নির্দিষ্ট ট্যাব ১ ঘণ্টা পরেও ক্লোজ না হোক তাহলে সেটা পিন করে রাখতে পারবেন।
The Great Discarder
ক্রোম-স্টোর লিংক @ The Great Discarder
আগের ট্যাব ম্যানেজারটির মতই আরেকটি এক্সটেনশন হচ্ছে Tiny Suspender৷ তবে এটির পার্থক্য হচ্ছে এটি ক্রোমের Tab Discard API, ব্যবহার করে। তার মানে হচ্ছে ট্যাব গুলোর ডেটা ব্রাউজারের মেমোরিতে সেভ থাকবে।
আপনি যদি ক্লোজ করা কোন ট্যাব পুনরায় ওপেন করেন তাহলে সেটা আগে যেমন ছিল তেমনি আসবে, মানে স্ক্রুল পজিশন এবং অন্যান্য ডাটা একই থাকবে।
একই ফিচারের আরও অনেক এক্সটেনশন রয়েছে যেগুলোর মাধ্যমে ব্রাউজার কোন কারণে ক্রাশ করলে পুনরায় একই জায়গায় ফিরে আসা যায়।
Tiny Suspender
ক্রোম-স্টোর লিংক @ Tiny Suspender
The Great Suspender এর মতই দারুণ একটি ট্যাব ম্যানেজার হল Auto Tab Discard। এই এক্সটেনশনটি আপনার চাহিদা মত নির্দিষ্ট সময় পর ট্যাব ক্লোজ করে দেবে।
আগের Tiny Suspender এর মত এই ট্যাব ম্যানেজারটিও ক্রোমের Tab Discard API ব্যবহার করবে।
Auto Tab Discard
ক্রোম-স্টোর লিংক @ Auto Tab Discard
অন্য যেকোনো ট্যাব ম্যানেজার থেকে আরও প্রোডাক্টিভ ফলাফল দেবে Workona Tab Manager এক্সটেনশনটি।
আপনার ট্যাব সংখ্যা যদি ২৫ ছাড়িয়ে যায় তাহলে এটি আপনার পুরো ক্রোম উইন্ডোটিই সাসপেন্ড করে দেবে। অনেকের কাছে এটি বিরক্তির কারণ হলেও, এটি প্রকৃতপক্ষে প্রোডাক্টিভি বাড়াতে সাহায্য করে।
Workona আপনার গুরুত্বপূর্ণ ট্যাব গুলো আলাদা রাখবে। এটি আপনাকে, বিনোদন ধর্মী ট্যাব এবং কাজের ট্যাবকে আলাদা উইন্ডোতে রাখতে বাধ্য করবে। Workona একই সাথে আপনার বুকমার্ক গুলো সাজাতে এবং ট্যাব গ্রুপ তৈরি করতে সাহায্য করবে।
Workona Tab Manager
ডাউনলোড লিংক @ Workona Tab Manager
অন্য যেকোনো ট্যাব ম্যানেজার থেকে ভিন্ন ভাবে কাজ করে OneTab এক্সটেনশনটি। আপনি যখন মনে করবেন ট্যাব এর সংখ্যা বেশি হয়ে গেছে তখন OneTab আইকনে ক্লিক করুন, এটি সাথে সাথে আপনার সকল ট্যাবকে Collapse করে লিস্ট করে সাযাবে। আপনি পরবর্তীতে যে ট্যাবটি ওপেন করতে চান সেখানে একটি ক্লিক করলেই হবে।
OneTab এর একটি অসুবিধা হচ্ছে এটি ক্রোমের Tab Discard API, ব্যবহার করে না সুতরাং কোন ট্যাব ক্লোজ হয়ে গেলে এটি Restore করা সম্ভব না।
OneTab
ক্রোম-স্টোর লিংক @ OneTab
Session Buddy আপনাকে শুধু ট্যাব সাজাতেই সাহায্য করবে না, একই সাথে বুকমার্ক গুলোকেও আর্গানাইজ করে রাখবে। এটি আপনার ট্যাব গুলোকে কালেকশন আকারে সেভ রাখবে এবং যখন দরকার তখন Restore করবে। এটি সময় সময় কিছুটা RAM ক্লিয়ার করবে।
কোন কারণে আপনার ব্রাউজার ক্রাশ করলে Session Buddy আপনার সকল ডেটা আবার ফিরিয়ে দেবে।
Session Buddy
ক্রোম-স্টোর লিংক @ Session Buddy
আপনি ভুলবশত কোন ট্যাব ক্লোজ করে ফেললে TooManyTabs আপনাকে সেটি পুনরায় Restore করতে সাহায্য করবে। তাছাড়া আপনি এই এক্সটেনশন দিয়ে ট্যাব সার্চ দিতে পারবেন, ডোমেইন নেম, ডেট, টাইটেল অনুযায়ী Sort ও করতে পারবেন।
আপনি যদি কিছু ট্যাব কিছুক্ষণ না ব্যবহার করেন এক্সটেনশনটি, সেই সমস্ত ট্যাবকে ক্লোজ করে দেবে এবং সিস্টেম রিসোর্সে সংরক্ষণ করে রাখবে। রিসোর্সে সংরক্ষিত থাকার ফলে ট্যাব গুলো যেকোনো সময় Restore করতে পারবেন।
TooManyTabs
ক্রোম-স্টোর লিংক @ TooManyTabs
আপনি যদি ট্যাব ম্যানেজমেন্টে এডভান্সড কোন ফাংশন না চেয়ে, শুধু মাত্র ব্যাসিক কাজ গুলো করতে চান তাহলে আপনার জন্য সেরা হবে New Tab Suspender ট্যাব ম্যানেজারটি। স্বল্প কিছু ফিচার দিয়ে এই এক্সটেনশনটি তৈরি করা হয়েছে। আপনি এখানে পাবেন Whitelist সুবিধা এবং নির্দিষ্ট কিছু সময় পর অব্যবহৃত ট্যাব গুলো ক্লোজ হবে।
এখানে আরও থাকবে স্টোরেজ সুবিধা যাতে করে আপনাকে ট্যাব Restore করতে ব্রাউজারের হিস্ট্রিতে যেতে হবে না।
New Tab Suspender
ক্রোম-স্টোর লিংক @ New Tab Suspender
বলা যায় উপরে উল্লেখিত এক্সটেনশন গুলো আপনি নিশ্চিতে ব্যবহার করতে পারেন৷ এখনো যেহেতু এই এক্সটেনশন গুলো ক্রোম স্টোরে রয়েছে সুতরাং বলা যায় এগুলোতে কোন ম্যালওয়্যার নেই। তবে গুগল যদি পরবর্তীতে এই এক্সটেনশন গুলোতে ম্যালওয়্যার পায় তাহলে এগুলোও ব্যান হতে পারে।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।