ইউটিউবের জন্য জরুরি আমাদের এই টুলটি কিন্তু একটি “Browser extension”.
তাই, এই টুল আপনারা কেবল google chrome browser ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
একজন ইউটিউবার হিসেবে প্রত্যেকেই এই “Tubebuddy extension” ব্যবহার করছেন।
এবং, সেটাও একটি বিশেষ কারণে।
সেই কারণটি জানতে চাচ্ছেন তো?
Tubebuddy chrome extension ব্যবহার করে, আপনারা YouTube এ থাকা যেকোনো ভিডিওর “tags” গুলো দেখতে পারবেন।
যে, কোন ভিডিওতে কি কি কীওয়ার্ড ট্যাগ ব্যবহার করা হয়েছে, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা জেনেনিতে পারবেন।
তাছাড়া, কোন কোন ট্যাগ বা কীওয়ার্ড গুলোর জন্য ভিডিওটি YouTube search এ সব থেকে প্রথমেই র্যাংক করছে, সেই তথ্য ও আপনারা পাবেন।
এভাবে, নিজের ইউটিউবের ভিডিওর সাথে জড়িত অন্যান্য জনপ্রিয় ও অধিক ভিউ হওয়া ভিডিও গুলোতে কোন কোন tags বা keywords গুলোর থেকে search views আসছে, সেটা দেখে সেই keyword tag গুলো আপনি নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
Tubebuddy এমনিতে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবং নিজের প্রতিযোগী ভিডিও গুলোর বিষয়ে বিশ্লেষণ (analysis) করতে পারবেন।
Tubebuddy এর পেইড ভার্সন ও আছে আজ আমি আপনাদের Tubebuddy এর পেইড ভার্সন দিব ফ্রী তে।
ফ্রী তে পেইড ভার্সন নিতে এই লিংক এ ক্লিক করুন
আমি নাঈম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।