যারা কম্পিউটার ইউজার তারা প্রায় সবাই গুগল ক্রম ইউজ করে। পাশাপাশি ফায়ারফক্র তো অাছেই। মোবাইলেও বিশেষ করে অ্যানড্রয়েড ভার্সনেও গুগল ক্রম জনপ্রিয় ব্রাউজার। গুগল ক্রম তাদের কিছু বিশেষ ফিচার, অার অসাধারন সব এক্রটেনশন এর জন্য এখন ব্যাপক জনপ্রিয়।
গুগল ক্রম বিভিন্ন handy extension দিচ্ছে এর ইউজারদের সেসবের মধ্যে ইউজারদের ইন্টারনেট ব্রাউজ ও সার্ফিং এর জন্য রেখেছে সিকিউরিটির ব্যাবস্থা যার মাধ্যমে ক্রম ইউজাররা নিজেদের সিকিউরিটি বজায় রেখে সারা বিশ্বে ইন্টারনেট ব্রাউজ করতে পারে। পার্সোনাল ইনফরমেশন অাদান প্রদান, অনলাইন কেনাকাটা অারো অনেক কাজেই সিকিউরিটির দরকার হয়। হ্যা, ইউজার সিকিউরিটির জন্য অাছে ক্রমের অনেক এক্রটেনসন। যদিও নতুন নতুন ভাইরাস, ম্যালওয়্যার স্পামিং হচ্ছে তবুও কিছুটা সিকিউরিটি রাখলে দোষ কোথায় যা অাপনাকে হয়তো অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করবে। এমন কিছু সিবিউরিটি টুল নিয়েই টিউন।
গুগল ক্রম ব্যবহার করে অনলাইনে ব্রাউজিং এর জন্য avast online security অনেক কাজে দেয়। যখন কেউ কোনো ওয়েব পেজ ব্রাউজ করবে তখন এই এক্রটেনশনটি অাহে থেকেই ডিটেক্ট করে যে এটা তাদের অফিসিয়াল পেজ কিনা বা এটা কোনো স্ক্যাম বা পিশিং সাইট কিনা অার যদি তাি হয় তাহৃরে এটে সতর্ক করে দেয়।এটা অাপনার টাইপকৃত ইউঅারএল ভুল হলে অটো কারেক্ট করে দেবে যাতে এটা ভুলে কোনো পিশিং সাইটে না যায়।
এছাড়াও এটা সেইসব কুকিজ অাটকে দেয় যা অাপনাকে ট্রাক করে।
ইনাটারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে নিরাপদ ও সুরক্ষিত ওয়েব সাইট (https) ব্রাউজ করলে কেু অাপনাকে অনুসরন বা ট্রাক করবেনা এবং অাপনার ডাটা বা তথ্য চুরি হবে না। কিন্তু দূর্ভাগ্যবশত সব ওয়েব সাইট HTTPS কানেকশন সাপোর্টেড না অার এজন্যই HTTPS এক্রটেনশন দরকার। এটি অাপনাকে সবসময় সম্ভাব্য https কানেকশন ওয়েব সাইটে নিয়ে যাবে। যদিও অাপনার কাঙ্খিত সাইটটি http কানেকশন এর না হয় বা সাইটি অনিরাপদ http সাইট হয় তাহলে এটা ডিফল্ট ভাবে অাপনাকে ওই সাইটে যেতে সহায়তা করবে সিকিউরিটি দিয়ে।
অাপনি যদি অনলাইণে অাপনার প্রাইভেসি নিয়ে চিন্তিত হন অর্থাত যেন কেউ অাপনার ব্রাউজার স্লো করে দিয়ে যেন অাপনাকে ট্রাক করতে না পারে এর জন্য অাপনার দরকার হবে GHOSTERY এক্রটেনশন। এটা অাপনাকে ট্রাকিংয়ের উপর পুরো কন্ট্রোল দেবে। যদি কেউ ট্রাক করতে চায় সেক্ষেত্র এটা অাপনাকে ট্রাককারিকে দেখাবে এবং চাইলে অাপনি তাকে ব্লক করে দিতে পারবেন।অাপনি যত সাইট ভিজিট করে যত ট্রাকারদের ব্লক বা অানব্লক করবেন এই GHOSTERY এক্রটেনশেনটি তার সব রেকর্ড রেখে দেয়। যখন অাপনি কোনো সাইট ব্রাউজ করবেন তখন GHOSTERY ব্যবহার করে ওইসব সাইটের ট্রাকারদের সহজেই ব্লক করে দিতে পারবেন বা চাইলে ব্রাউজিং এর সময় তাদেরকে ডিজেবল করে রাখতে পারবেন। এই এক্রটেনশেনটি বিভিন্ন ক্যাটাগরিতে ব্লক করে রাখে যেমন অ্যাডভারটাইজমেন্ট, অ্যানালিটিক্যাল, সোস্যাল মিডিয়া অারো অনেক যাতে বিভিন্ন সাইটের জন্য ভিন্ন ভিন্ন ভাবে ব্লক করে রাখতে পারবেন।
অামাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ওয়েব সাইটে লগিন করি। কিন্তু এই লগিন করাটা কতটুকু নিরাপদ যদিও ওই সাইট ডেভলপাররা সিকিউরিটি দিয়ে থাকেন? BLUR এমন একটি টুল যা অাপনাার লগিনকৃত।পাসওয়ার্ডকে প্রটেকটেড রাখবে। এটা একটা টানেলের মত সৃষ্টি করে সেখানে অাপনার লগিন ডিটেইলস রাখবে। কেউ যদি অাপনার লগিন ডিটেইলস জানতে চায় সেক্ষেত্রে এই টানেল সিস্টেমকে ভেদ করে তবেই যেতে হবে এমনকি ওই সাইট ডেভলপারদেরকেও।
যদিও অনেক ধরনেন password managing tool পাওয়া যায় তার মধ্যে blur অনেক ভালো। এছাড়া এটা সপিং সাইটে সপিং করার সময় ক্রডিটকার্ড ও বিলিং ইনফরমেশন গোপব রাখে বা অালাদা ভাবে অন্য কোনো পরিচিতি শো করে যাতে বিলিং ইনফরমেশনের কোনো কিছুই মেশিনে শো না করে যাতে হ্যাকার বা ট্রাকাররা ট্রাক করতে না পারে।
এটা অনেকটা avast online security এর মত। এটা কমিউনিটি রেংকিং সিস্টেম ব্যবহার করে চলে। যেকোন ওয়েব ব্যবহারকারি ওয়েবসাইটে রেটিং ও টিউমেন্ট করতে পারে অার এই রেটিং ও টিউমেন্টের ভিত্তিতেই একজন ইউজার বুঝতে পারেন যে সাইটটি ভিজিট করা নিরাপদ কিনা।যদি কোনো ওয়েব সাইটে ম্যালওয়্যার বা স্ক্যাম জাতিয় কিছু থাকে তাহলে এই টুলটি অাপনাকে ওয়ার্ন করবে।
এখন যদি এমন হয় যে অাপনি যে সাইটে ঢুকতে চাছ্ছেন সেটার কোনো রেটিং নেই সেক্ষেত্রে এই টুলটি ব্যবহার করেরে অাপনি সাইটের ব্যাপারে রিভিউ চাইতে পারেন তখন কমিউনিটি মেম্বাররা অাপনাকে তাদের মতামত জানাবে যদি তারা কিছু জেনে থাকে ওই ওয়েব সাইটের ব্যাপারে।
cllick & cldan একটা ক্লিনিং টুল যেটা অাপনার অনলাইনের সকল অ্যাকটিভিটি মমুছে ফেলবে এক ক্লিকে। অাপনি যদি অাপনার অনলাইণে সকল কার্ক্রম অ্যাকটিভিটি মুছে ফেলতে চান তাহলে এই টুলটি ব্যবহার করুন। এটা সকল হিস্ট্রি,কুকিজ, কেস, server URLs, টেমপোরারি ফাইল, ফ্লাশ কুকিজ সব মুছে দিকে মাত্র এক ক্লিকে।
এটাতে অাছে . BUILT IN - ANTI- MAKWARE(powered by defender) যা অাপনার পিসির ম্যালওয়্যার চেক করবে।এই এক্রটেনশনটি যেহেতু ব্যবহারকারিদের জন্য কাস্টমাইজ অপশন রেখেছে তাই অাপনি চাইলে ডাটা নির্দিষ্ট করে মুছতে পারবেন।
ক্রম ইউজারদের জন্য একটি বিশেষ এক্রটেনশেন হলো secure mail for gmail. যদি অাপনি কাউকে কোনো এনক্রিপটেড মেইল পাঠান তাহলে সেটা যাকে পপাঠাচ্ছেন সে ছাড়া অার কেউ পড়তে পারবে না এমনকি অাপনি গুগল ব্যবহার করে মেইল পাঠাচ্ছেন সেই গুগল ও পড়তে পারবে না। অাপনি শুধু একটা মেইল লিখবেন অার পাসওয়ার্ড দিবেন প্রাপককেও ওই পাসওয়ার্ড ব্যবহার করে খুলতে হবে এবং তারকাছেও এই এক্রটেনশনটি থাকতে হহবে না হলে পারবেনা।
যখন অাশংকাজনক কিছু ঘটবে বলে মনে হবে ততখন শুধু panic button চাপলেই সমাধান পাবেন।ধরুন অাপনি কোনো সেনসেটিভ বা পার্সোনাল কোনো কাজ করছেন তখন কোনো অনাকাঙ্খিত কোনো অতিথির কারনে হয়তো অাপনার সব ট্যাব বন্ধ করতে হবে তখন pannic bbutton এক্রটেনশেন এ ক্লিক করলেই সকল খোলা ট্যাব বন্ধ হয়ে যাবে এবং বুকমার্ক হয়ে সেভ থাকবে। পরে অাপনি চাইলে অাবার। pannic button এ চাপ দিলে সকল ট্যাব রেস্টোর হবে।
অনলাইনে অাপনার গোপনিয়তা বজায় রেখে ব্রাউজিং এর জন্য এবং সকল তথ্য বা ডাটা অন্যের অগোচরে রাখার জন্য vpn বব্যবহার করতে হয়। ক্রম ব্যবহারকারিদের জন্য dot vpn খুবই ফাস্ট, বিশ্বস্ত এবং ব্যবহার বান্ধব।এটা দিচ্ছে অানলিমিটেড ব্যান্ডউইথ এবং সেইসাথে ১২০ টি স্থানে ট্রান্সফার হতে পাররবেন যতবার ইচ্ছা ততবার এই vpn ব্যবহার করলে।
এটা সাধারন vpn থেকে একটু বেশি সুবিধা দেয় এটা onion সাইট ভিজিট সমর্থন করে,ডাটা কমপ্রেশ এবং এতে অাছে বিল্ট ইন ফায়ার ওয়াল যা ইনবাউন্ড কানেকশন প্রটেক্ট করে। অনলাইন vpn এর জন্য dot vpn বেস্ট।
আমি মিঠু হাওলাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।