YouTube এর ভিডিও দেখা ও টিউমেন্ট একসঙ্গে করবেন যেভাবে

ইউটিউবে ভিডিও দেখাকালীন মুহূর্তে টিউমেন্ট পড়া বা টিউমেন্ট করা যায় না। আবার টিউমেন্ট পড়াকালীন মুহূর্তে বা টিউমেন্ট করতে চাইলে সেই মুহূর্তে ভিডিও দেখা যায় না। কেননা একই মুহূর্তে একসঙ্গে ভিডিও দেখা ও টিউমেন্ট পড়া/করার সুযোগ নেই।

যেমন ধরুন আপনি ইউটিউবে একটি ফটোশপের টিউটোরিয়ালের ভিডিও দেখছেন এবং কোনো একটা অংশ বুঝতে না পারায়, সে অংশটি নিয়ে টিউমেন্ট করবেন। এক্ষেত্রে যেটা করতে হয় যে, ভিডিও পজ করে এরপর স্ক্রল করে নিচে নেমে টিউমেন্টের অংশে টিউমেন্ট করা লাগে। যা একটা বিরক্তিকর ব্যাপার।

তবে এই ঝামেলা না পোহানোর খুব সহজ একটা উপায় রয়েছে। যার মাধ্যমে ভিডিও দেখাকালীন মুহূর্তেই টিউমেন্ট করা বা পড়া যাবে। অর্থাৎ একই ফ্রেমে প্রদর্শিত হবে টিউমেন্ট এবং ভিডিও। এর জন্য ব্যবহার করতে হবে ‘টিউমেন্ট মোড’ নামক একটি গুগল এক্সটেনশন। গুগুল ক্রোমে গিয়ে এক্সটেনশন এ গিয়ে Comment Mode লিখে সার্চ করে ইন্সষ্টল করুন।

টিউমেন্ট মোড এক্সটেনশন ব্যবহারের সুবিধাটি নিচের ভিডিওতে দেখে নিন।

সবাইকে আমার IT Related  IT Help Desk Channel ভিজিট ও সাবস্ক্রাইব করার আমন্ত্রন জানাচ্ছি।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ। আর ভিডিওতে কমেন্টস করবেন।