আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আমি ভারতীয় আমি প্রায় ২ বছর থেকে টিটি কে ফ্লো করি।
সত্যি আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি।
আজ আমি কিছু দিতে চাই আপনাদের।
এটা আমার প্রথম টিউন।
লেখা শুরুর আগে মাফ চেয়ে নিছি যদি লেখার মধ্যে কোন ভুল হয় আর আমি ঠিক গুছিয়ে লিখতে পারি না সো সরি।
কয় দিন থেকে লক্ষ্য করছি অনেক বন্ধু ফেবু তে টিউন দিচ্ছে- “হাত জোড় করে বলছি কেউ কোন গ্রুপে এড করবে না এমন কি গালিও দিচ্ছে". সত্যি খুব সমস্যা হয় আমিও একই রোগের রোগি ছিলাম, কিন্ত একটা গ্য়ে নিব? ৫০-১০০ গ্রুপে আমায় এড করে ছিল, অনেক দিন থেকে এর সুরাহ পাচ্চিলাম না কি করে একসাথে লিভ নিব?
কয়দিন থেকে গুগল ভাই এর কাছে জানালাম কিন্তু কোন ঠিক উত্তর পাইনি।
আজ হঠাত উত্তর টা পেলাম।
তাই আপনাদের কাচ্ছে শেয়ার করছি।
এক ক্লিকেই সব গ্রুপ এর লিভ হবে এবং জালাতন নটিফেকশন বন্ধ হবে।
কি কি লাগবে???
* এই লিংক এ গিয়ে https://chrome.google.com/webstore/detail/toolkit-for-facebook/fcachklhcihfinmagjnlomehfdhndhep
Toolkit for facebook এর নামে Exitensions টা ডাউনলোড করবেন।(1200 KB)।
*তারপর ক্রোম থেকে ID PASSWORD দিয়ে ফেসবুক ট অপেন করবেন।
*তারপর ক্লিক করবে্ন -#Toolkit for facebook— #Removal Tools—Leave All Group.
*কনফরম করার জন্য “OK” করবেন।
***আশা করি বুঝতে পেরেচি না হলে টিউমেন্ট করবে্ন***
***এই টুল থেকে অনেক কিছু কাজ করা যায় শুধু গ্রুপ নয় পেজ,টিউমেন্ট, ফ্রেন্ড রিকু আরো অনেক কিচ্চু করা হয়, খুব প্রয়োজনের জিনিস***
এটা আমার টেকনোলিজির প্রথম উপহার তোমাদের জন্য, দোয়া করবে সবাই আগামি তে ভালো ভালো টিউন দিতে পারি***
শান
আমি শান মহাম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
**নতুন কিছু জানতে এবং জানাতে ভালো লাগে**
try korbo thank you.