আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিউনির মাঝে যদি কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিনামূল্যে আপনার মোবাইলে সাহরি ও ইফতারের এসএমএস এলার্ট এর নিয়মঃ
জিমেইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে সেহরি, ইফতার কিংবা কোনো ইভেন্টের নোটিফিকেশন, রিমাইন্ডার বা অ্যালার্ট পাবেন। এতে কোনো খরচ গুনতে হবে না।
এ সুবিধা পেতে গুগুল ক্যালেন্ডার -এ ঠিকানায় যান। এরপর জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করুন। যদি জিমেইলের অ্যাকাউন্ট না থাকে, তাহলে নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন এ লিংক থেকে- http://gmail.com। লগ-ইন করার পর ওয়েবসাইটের ওপরে ডান দিকে 'Setting' আইকনে ক্লিক করে ওপরে বাম পাশের Mobile set-up- ক্লিক করেন। এরপর Country সিলেক্ট করেন তারপর Phone number বক্সে আপনার মোবাইল নম্বরটি টাইপ করুন। মোবাইল নাম্বার এর আগে +88 বসিয়ে দিবেন। এরপর Send Verification Code -এ ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি 'Verification Code' পাবেন। Verification Code টি পেজে টাইপ করে Finish set up-এ ক্লিক করে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে সেভ(Save) করুন। সেটিংস সেভ করে ক্যালেন্ডার ওপেন করতে হবে।
এরপর https://www.google.com/calendar/embed?src=246tu5csjdl9bao4le95pjk1b0%40group.calendar.google.com&ctz=Asia/Dhaka এই লিংকে ক্লিক করে নিচের ডান দিকে Google Calendar ক্লিক করেন তাহলে গুগুল ক্যালেন্ডারে Ramadan নামে যোগ হবে। অথবা Other Calender থেকে Add By URL এ ক্লিক করতে হবে। এরপর Add By URL ঘরে https://www.google.com/calendar/embed?src=246tu5csjdl9bao4le95pjk1b0%40group.calendar.google.com&ctz=Asia/Dhaka
লিংকটি বসিয়ে দেন। এরপর Ramadan নামে একটি ক্যালেন্ডার যোগ হবে। Ramadan ক্যালেন্ডারের Down arrow তে ক্লিক করে Reminders & Notification সিলেক্ট করুন।
এখানে আপনার সুবিধা মত এসএমএস সময় বসিয়ে দিন। রোজা ও ইফতারের সময়সূচি (ঢাকার সময় অনুযায়ী) যুক্ত একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। এরপর ইফতার ও সেহরির সময় আপনি মোবাইল ফোনে এসএমএস অ্যালার্ট পাবেন। ঢাকার বাইরের ব্যবহারকারীরাও স্থানীয় সময় অনুযায়ী গুগল ক্যালেন্ডারে সময় পরিবর্তন করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
Ramadan ক্যালেন্ডারের Down arrow তে ক্লিক করে Reminders & Notification সিলেক্ট করুন।
ei jayga ta complete korte partesi nah! :/
option tai khuje pacchi nah! :/